রবিবার, আগস্ট ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়ক সাকিব

করোনাভাইরাসের প্রকোপ আর না বাড়লে, পরিস্থিতির অবনতি না ঘটলে আগামী ৩১ মে শুরু ঢাকা তথা দেশের ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও জমজমাট ওয়ানডে আসর প্রিমিয়ার লিগ।

ভেতরের খবর, আবাহনী-প্রাইম ব্যাংক ছাড়া কয়েকটি দল খুব শিগগিরই প্রস্তুতি শুরু করে দেবে। আবাহনী আর প্রাইম ব্যাংকের বেশিরভাগ ক্রিকেটার আসলে ইচ্ছে করলেও অনুশীলনে যোগ দিতে পারবেন না। তাদের বড় অংশ শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মঙ্গলবার (১৭ মে) থেকে জৈব সুরক্ষা বলয়ে ঢুকে যাবেন। একদম ২৮ মে শেষ ম্যাচ খেলার পর বের হতে পারবেন।

তার আগে মুশফিকুর রহীম, মোসাদ্দেক হোসেন সৈকতযহ তারকাবহুল দল আবাহনীর প্র্যাকটিস করা কঠিন। এছাড়া দলটির প্রধান কোচ খালেদ মাহমুদ সুজনও শ্রীলঙ্কার সঙ্গে হোম সিরিজে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টে থাকবেন।

প্রিমিয়ার লিগের প্র্যাকটিস শুরু কবে? জানতে চাইলে খালেদ মাহমুদ সুজন আজ (রোববার) সন্ধ্যায় জাগো নিউজকে জানান, ‘২৮ মের পর হয়তো পুরোদস্তুর প্র্যাকটিস শুরু হবে। তার আগে দলের বেশ কয়েকজন ক্রিকেটার থাকবেন জাতীয় দলের সঙ্গে।

প্রায় একই অবস্থা প্রাইম ব্যাংকেরও। তামিম ইকবাল, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলামরা আছেন এ দলে। প্রাইম ব্যাংক কোচ সারোয়ার ইমরান জানালেন, প্রাইম ব্যাংকের অনুশীলন শুরু হবে ২২ মে থেকে। যত দূর জানা গেছে, সবার আগে প্র্যাকটিস শুরু করতে যাচ্ছে মোহামেডান।

নির্ভরযোগ্য সূত্রের খবর, মঙ্গলবারের মধ্যে শুরু হচ্ছে মোহামেডানের অনুশীলন। প্রধান কোচ সোহেল ইসলাম ছুটিতে, তাই মেহরাব হোসেন অপির তত্ত্বাবধানে চলবে মোহামেডানের অনুশীলন। অপির সহকারি হিসেবে থাকবেন ডলার মাহমুদ ও আনোয়ার হোসেন (উইকেটকিপার)।

এটাই আসল খবর নয়। সাদা কালোদের আরও খবর আছে। একটি উচ্চপর্যায়ের অতি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে যে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার মোহামেডানের অধিনায়কত্ব করবেন।

বলার অপেক্ষা রাখে না, সাকিব এবার প্রিমিয়ার লিগে মোহামেডানের সঙ্গে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। মোহামেডানের সাথে তার কথাবার্তা চূড়ান্ত হয়েছে আগেই। মোহামেডানের হয়ে খেলার জন্য চুক্তিপত্রে সই করেছেন সাকিব। সে চুক্তিপত্র এখন সিসিডিএম হয়ে বিসিবির কাছে।

এদিকে মোহামেডান ক্রিকেট কমিটির কর্তারা মিলে সাকিবকেই এবারের লিগে দল পরিচালনার দায়িত্ব দিয়েছেন। মোহামেডানের গত কয়েকবারের কোচ সোহেল ইসলাম কথা কথায় আজই দিয়েছেন এ তথ্য।

সোহেল জাগো নিউজকে জানিয়েছেন, মোহামেডানের কর্মকর্তাদের সাথে কথাবার্তা হয়ে গেছে, টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়কত্ব বর্তেছে সাকিবের কাঁধে। তিনি আরও জানিয়েছেন, সাকিবও অধিনায়কত্বের প্রস্তাব সানন্দে গ্রহণ করেছেন।

তার মানে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে ৩১ মে থেকে শুরু হতে যাওয়া প্রিমিয়ার লিগের এবারের আসরে মোহামেডান খেলবে সাকিবের অধিনায়কত্বে।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য হেড কোচ সোহেল ইসলাম এবার মোহামেডানের কোচিং করাতে পারবেন না। সে প্রসঙ্গে কথা বলতে গিয়ে সোহেল ইসলাম সাকিবের মোহামেডানের অধিনায়ক হওয়ার খবরটি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, মোহামেডানের গত লিগের অধিনায়ক ছিলেন আব্দুর রাজ্জাক। কিন্তু এই বাঁহাতি স্পিনার এখন জাতীয় দলের নির্বাচক। তাই তার পক্ষে খেলাই সম্ভব হবে না। সাকিব তার জায়গায়ই অধিনায়কত্ব করবেন।

বলার অপেক্ষা রাখে না, করোনার কারণে আইপিএল বন্ধ হবার পর দেশে ফিরে কোয়ারেনটাইনে থাকা সাকিবের আগামী ১৮ মে থেকে জাতীয় দলের অনুশীলনে যোগ দেয়ার কথা। বিশ্বসেরা অলরাউন্ডার শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবার লাল সাদা জার্সি পড়ে মাঠেও নামবেন। তারপর ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের অধিনায়কত্বও করবেন।

একই রকম সংবাদ সমূহ

নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

আইপিএলের বিজয় অনুষ্ঠানে পদপিষ্টের জের। বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হলো নারী ওয়ানডেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতিবিস্তারিত পড়ুন

ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রিকেটারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ কর্মশালা
  • শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট
  • কলারোয়ার কেঁড়াগাছি‌তে ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সপ্তগ্রামের জয়
  • কলারোয়ার‌ কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের ২য় খেলোয় স্বাগতিকদের জয়
  • ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস
  • বিরল ঘটনা ফুটবলে, দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে বাংলাদেশ-ভুটান ম্যাচ
  • তালায় জুলাই আহ*ত-নিহ*তদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট
  • ‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’
  • মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল