শনিবার, জুলাই ৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বই পড়া, নিরক্ষর নারীকে অক্ষর জ্ঞান প্রদানসহ ৯ শর্তে কারামুক্ত

যশোরে অভিনব শর্তে কারাগার থেকে ছাড়া পেয়েছেন রানু বেগম নামের এক নারী। মাদক মামলায় দুই বছরের সাজা প্রদান করে ১১ জন নিরক্ষর নারীকে অক্ষর জ্ঞান প্রদানসহ ৯ শর্তে তাকে প্রবেশনে মুক্তি দিয়েছেন আদালত।

বুধবার (৬ অক্টোবর) বিকেলে যুগ্ম দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস ভিন্নধর্মী এ রায় দেন। রায়ে আদালতের শর্তগুলো পালনে নজরদারি রাখতে সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আদালতের অতিরিক্ত সরকারী কৌঁসুলি লতিফা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত রানু বেগম যশোরের অভয়নগর উপজেলার গুয়াখোলা রেলবস্তি এলাকার আব্দুল মতিন হাওলাদারের স্ত্রী।

বাড়িতে থেকে সাজা ভোগের অন্য শর্তগুলো হলো-

প্রবেশনকালীন বাড়িতে বসে মুক্তিযুদ্ধ চেতনা ও মক্তিযুদ্ধে নারী অবদানের বিষয় ধারণ ও সংরক্ষণের জন্য মুক্তিযুদ্ধভিত্তিক পাঁচটি বই পড়তে হবে। বইগুলো হলো- জাহানারা ইমামের একাত্তরের দিনগুলি, নীলিমা ইব্রাহিমের আমি বীরঙ্গনা, মালেকা বেগমের মুক্তিযুদ্ধে নারী, মুহম্মদ জাফর ইকবলের মুক্তিযুদ্ধের ইতিহাস ও আনিসুল হকের ‘মা’।

নিজ এলাকায় বাল্য বিবাহের সংবাদ পেলেই তাৎক্ষণিক ৩৩৩ কিংবা ৯৯৯ এ কল করে সংশ্লিষ্ট থানাকে জানাতে হবে।

এছাড়া কোনো প্রকার অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারবেন না। শান্তি বজায় রেখে সকলের সঙ্গে সদাচারণ করতে হবে। আদালত অথবা আইন প্রয়োগকারী সংস্থা তাকে যে কোনো সময় তলব করলে শাস্তি ভোগের জন্য প্রস্তুত হয়ে নির্ধারিত স্থানে হাজির হতে হবে। কোনো প্রকার মাদক সেবন, বহন, সংরক্ষণ এবং সেবনকারী, বহনকারী ও হেফাজতকারীর সঙ্গে মেলামেশা করা যাবে না। আদালতকে না জানিয়ে দেশের বাইরে যেতে পারবেন না।

প্রসঙ্গত, ২০০৮ সালের ৯ আগস্ট হেরোইন বিক্রিকালে অভয়নগর থানা পুলিশের সদস্যরা নওয়াপাড়া মডেল স্কুলের সামনে থেকে রানু বেগমকে আটক করা হয়। এ সময় তার স্বীকারোক্তিতে ওড়নায় বাঁধা অবস্থায় ছয় পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এরপর অভয়নগর থানার এসআই সিদ্দিকুর রহমান বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করেন। এসআই মঞ্জুয়ার রহমান মামলার তদন্ত শেষে রানু বেগমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন।

আদালতের অতিরিক্ত সরকারী কৌঁসুলি লতিফা ইয়াসমিন জানান, এটাই তার প্রথম অপরাধ। এ মামলায় আদালত থেকে জামিন পেয়েও দীর্ঘ ১৩ বছর বিচার চলাকালে রানু আদালতে হাজিরা দিতে ভুল করেনি। তার বিরুদ্ধে এর আগে কোনো মামলাও নেই। এছাড়া তিনি গুরুতর অসুস্থ। সব বিবেচনায় বিচারক তাকে দুই বছরের সাজা দিলেও প্রবেশনে মুক্তি দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

মনিরামপুর মহাসড়কে পথচারীদের জন্য শ্যামল ছায়া পরিবেশ

হেলাল উদ্দিন: নিজস্ব অর্থায়নে যশোর-চুকনগর মহাসড়কের দু’ধারে ফলজ, বনজ এবং ঔষাধি প্রজাতিরবিস্তারিত পড়ুন

বেনাপোল বন্দরে সাইবেরিয়ার ভিসা লাগানো ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর) : ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসাবিস্তারিত পড়ুন

যশোরের শার্শা উপজেলায় আপ বাংলাদেশ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় আপ বাংলাদেশ আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে।বিস্তারিত পড়ুন

  • বেনাপোল কাস্টমসে লক্ষ্যমাত্রার চেয়ে ৩১৬ কোটি টাকা বেশি রাজস্ব আদায়
  • জুলাই বিপ্লব উদযাপনে যবিপ্রবিতে র‌্যালি
  • যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহ*ত ৩
  • এনবিআরের আন্দোলন প্রত্যাহার: কর্মচাঞ্চল্য ফিরেছে বেনাপোল বন্দরে
  • মনিরামপুরে মাটিচাপা দেয়া ব্যক্তিকে জীবিত উদ্ধার
  • ভারতে যাওয়ার সময় নেত্রকোনার সাবেক ইউপি চেয়ারম্যান বেনাপোলে আটক
  • বেনাপোলে মাদ্রাসা পড়ুয়া ছেলের সন্ধান চান অসহায় পিতা
  • বেনাপোলে শুল্কফাঁকির চেষ্টায় দুই কোটি টাকার পণ্য চালান আটক
  • বেনাপোলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, প্রতিবাদে মানববন্ধন
  • যশোরে ৫টি স্বর্ণের বারসহ পাচারকারী আট*ক
  • সাংবাদিকদের সাথে মতবিনিময়ে যশোরের শার্শার বিএনপির মনোনয়ন প্রত্যাশী জহির
  • মনিরামপুরে উপজেলা পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা