বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছে সরকার: আইসিটি প্রতিমন্ত্রী


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, শক্তিশালী অনেক রাষ্ট্র করোনায় বিপর্যস্ত। বাংলাদেশেও এই ঢেউ লেগেছে। সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি।
আজকের এ দিনে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করতে চেয়েছিল একটি গোষ্ঠী। কিন্তু দীর্ঘ ১১ মাস জেলে থাকার পর জননেত্রী শেখ হাসিনা কারা থেকে মুক্তি লাভ করেন। এতে জনগণের অধিকার ফিরে আসে।
তিনি আরো বলেন, সরকার গৃহহীনদের গৃহ করে দিচ্ছে। স্বাধীনতার ৫০ বছরে সরকার এ উদ্যোগ নিয়েছে, যা বিগত কোনো সরকার নিতে পারেনি। মুজিববর্ষে সরকার গৃহহীনদের ঘর করে দিচ্ছে। এ ঘরে কোনো অনিয়ম, দুর্নীতি সরকার বরদাশত করবে না। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্ন পূরণে কাজ করছে সরকার।
সচ্ছতা ও জবাবদিহিতার সাথে আমরা কাজ করছি। অসহায় মানুষের কোনো বরাদ্দে কোনো অনিয়ম হয়নি।
তিনি আরো বলেন, হাটে হাটে র্যাপিড এন্টিজেন্ট টেস্ট করা হবে। তাছাড়া অনলাইনে গরুর হাটের ব্যবস্থা করা হয়েছে। এর বাইরে গরুর হাটে জীবাণুনাশক বুথ স্থাপন করা হবে।
মাস্ক পরার জন্য সবার সচেতন হতে হবে। মাস্ক না পরলে সংক্রমণ আরো বৃদ্ধি পাবে। এজন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। জীবন রক্ষায় সচেতনতা আবশ্যক। আমাদের নিজেকে সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে।
তিনি বলেন, ১ লাখ মাস্ক বিতরণ করা হয়েছে। এবার কোরবানি ঈদ উপলক্ষে ২ লাখ মাস্ক বিতরণ করা হবে।
শুক্রবার বিকেলে সিংড়া পৌরসভা এলাকায় ১ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাল বিতরণ এবং ১২ ইউনিয়ন ও পৌরসভায় ৪০টি করোনা বুথ স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০০ পিস এন ৯৯টি মাস্ক ও গণ্যমাধ্যম কর্মীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ ও গণ্যমাধ্যম কর্মীরা।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
