শনিবার, নভেম্বর ১৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি নাশকতা মামলার আসামীদের দখলে!

সদরের শিবপুর ইউনিয়নের খানপুর বাজারের দক্ষিণ পাশে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে দানকৃত জমি প্রাচীর দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে মামুন হত্যা মামলাসহ একাধিক নাশকতা মামলার আসামীদের বিরুদ্ধে। ফলে ওই জমি দখলমুক্ত করতে আ’লীগনেতাসহ বিভিন্ন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সদস্যরা। এদিকে আ’লীগ ক্ষমতায় থাকা স্বত্তে¡ও জামায়াতের ক্যাডারদের দ্বারা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি দখল হওয়ায় চরম হতাশা ও আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয় আ’লীগ নেতাসহ মুক্তিযোদ্ধারা।

সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারী শিবপুর ইউনিয়ন আ’লীগের তৎকালীন সাধারণ সম্পাদক রবিউল ইসলামের মধ্যস্ততায় খানপুর গ্রামের মৃত মোঃ আলীর ছেলে শওকাত আলী ও সাহেব আলী খানপুর মৌজার সাবেক ২৮৩৭/ হাল ৩৪৩৮ দাগে ৪ গন্ডা জমি ১৫০৩ নং দলিলে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে দান করেন। এরপর ২০১৪ সালে সেই জমি দখল করে নেন খানপুর এলাকার শাকর আলীর ছেলে জামায়াতের ক্যাডার জাফর, নিছারের ছেলে একাধিক নাশকতা মামলার আসামী মুকুল, শামছুরের ছেলে ছাত্রলীগ নেতা মামুনহত্যা মামলাসহ একাধিক মামলার আসামী আনিসুর। কিন্তু দেশের অবস্থা স্বাভাবিক হলে সেই জমি আবারও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের অধীনে চলে আসে। সেই থেকে ওই জমি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের দখলে ছিল। তবে এই বছরের নভেম্বরে ইউপি নির্বাচনের সুযোগে ওই জমিতে সীমানা প্রাচীর দিয়ে আবারও দখল করে নেন জামায়াতের ক্যাডার জাফর, নাশকতা মামলার আসামী মুকুল, একাধিক নাশকতা মামলার আসামী আনিসুর। ভোটের পর পাচিল তুলে দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি কেন দখল করা হলো জানতে চাইলে জাফর, মুকুল, আনিসুর বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতিসহ সদস্যদের মামলাসহ বিভিন্নভাবে হুমকি দেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন অব্যাহত রেখেছে।

খানপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহারুল ইসলাম বলেন, ২০১৩ সাল থেকে ওই দাগের ৪ গন্ডা জমি বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে আছে। ওখানে একটি সাইনবোর্ডও ছিল। কিন্তু ক্রিমিনাল জাফরের নেতৃত্বে সেই জমি পাচিল দিয়ে দখল করে নেওয়া হয়েছে। আমি চাই, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমি দখলমুক্ত হোক এবং ওখানে একটি সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠিত হোক।

খানপুর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি খলিলুর রহমান বলেন, নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে জাফরের নেতৃত্বে জামায়াতের ক্যাডাররা বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে দানকৃত জমি পাচিল দিয়ে দখল করে নেয়। এরপর আমরা প্রতিবাদ করলে জাফর মামলাসহ বিভিন্ন ভাবে হুমকি প্রদান শুরু করে। আমরা পাচিলের কিছু অংশ ভেঙে দিয়ে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সাইনবোর্ড টানিয়ে দেওয়ায় গত শনিবার ওই জামায়াত ক্যাডারদের যোগসাজসে জাফর আমার বিরুদ্ধে চাঁদাবাজীসহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ পরিবেশন করে। আমি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে রাজনীতি করি। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে ওই জমি কোন জামায়াতের ক্যাডার দখল করে নেবে এটা আমিসহ কেউ মেনে নেবে না। আমি বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় উপস্থাপন করার কারণে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত জাফর বলেন, এই দাগে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের নামে জমি আছে তবে এখানে না। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের জমিতে অন্য লোক দোকান করেছে। আমি আমার ক্রয়কৃত জমিতে প্রাচীর দিয়েছি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কৃতিসন্তান অ্যাড. আক্তারুজ্জামান আপীল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্তবিস্তারিত পড়ুন

গণভোটসহ ৫ দফা দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভ মিছিল

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারি নির্বাচন এবং জাতীয় নির্বাচনের আগে গণভোটসহবিস্তারিত পড়ুন

গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক: ন্যায়সঙ্গত ও ন্যায্য রূপান্তরের জন্য তরুণদের তাৎক্ষণিক পদক্ষেপের আহ্বান

সাতক্ষীরায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর সকাল ১০ টায় সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালন
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি
  • সাতক্ষীরায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
  • সাতক্ষীরা প্রতিনিধি হিসেবে বাংলা এডিশনে যোগ দিলেন মুশফিকুর রহমান
  • সড়ক দুর্ঘটনায় আহত জামায়াতের সাতক্ষীরা জেলা সেক্রেটারি আজিজুর রহমান
  • সাতক্ষীরায় যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতামূলক নাটিকা ও লোকসংগীত
  • চাঁ*দাবাজির মামলায় সাতক্ষীরার ফিংড়ির আনার গ্রে*প্তার
  • সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ
  • শিক্ষার্থীদের পারদর্শিতায় সন্তোষ প্রকাশ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের
  • সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা
  • সাতক্ষীরায় খেলাধুলার মাধ্যমে বদলে যাচ্ছে শিশু-কিশোরদের জীবনধারা
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে নারী প্রশিক্ষণার্থীর মাঝে সেলাই মেশিন বিতরণ