বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৮, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

অভিযুক্তের সঙ্গে বিয়ে দিয়ে ধর্ষণের ঘটনার সমাধান!

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষকের সঙ্গে ধর্ষিতা এক কিশোরীকে বিয়ে দিয়ে ঘটনা মীমাংসার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের পাঁচদিন পরে স্থানীয় মাতুব্বররা সালিশের মাধ্যমে অভিযুক্ত তরুণের সঙ্গে ওই কিশোরীকে বিয়ে দেয়া হয়েছে।

জানা গেছে, গত ২৯ মার্চ বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নে সপ্তম শ্রেণি পড়ুয়া (১৫) এক কিশোরী ধর্ষিত হয়। উপজেলার খালপাড় গ্রামের বাসিন্দা, কাঠ ব্যবসায়ী অভিযুক্ত শাকিব বিশ্বাস (১৮) ওই দিন (২৯ মার্চ) বিকেলে ওই কিশোরীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে।

এ সময় কিশোরীর চিৎকারে লোকজন ছুটে এলে শাকিব পালিয়ে যায়। ওই দিন রাতে ওই কিশোরীর বাবা বোয়ালমারী থানায় হাজির হয়ে শাকিবের নামে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন।

কিশোরীর বাবা একজন ভ্যানচালক। ধর্ষণের ঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় কিছু মাতুব্বর গত শনিবার (৩ এপ্রিল) রাতে কিশোরীর বাড়িতে সালিস বৈঠক বসিয়ে ওই কিশোরীর সঙ্গে শাকিবের বিয়ে দিয়ে দেন।

তবে কিশোরী অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এ ব্যাপারে কাবিন করা সম্ভব হয়নি। পরদিন রোববার (৪ এপ্রিল) ওই কিশোরী ও অভিযুক্ত ব্যক্তিদের নিয়ে মাতুব্বররা ফরিদপুর আদালতে যান। সেখানে তারা অ্যাফিডেভিটের মাধ্যমে তাদের বিয়ে দেয়ার ব্যবস্থা করেন।

এ বিষয়ে পরমেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ব্যবসায়ী মান্নান মাতুব্বর বলেন, ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর বাবা থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন। গত শনিবার রাতে স্থানীয় মাতব্বরা সালিসে বসে তাদের শরিয়ত মোতাবেক কালেমা পড়িয়ে দেন।

দুজনেরই বয়স কম হওয়ায় কাবিন করা হয়নি। পরদিন রোববার তাদের ফরিদপুরে নিয়ে আইনজীবী বিশ্বজিৎ গাঙ্গুলীর মাধ্যমে অ্যাফিডেভিটের মাধ্যমে বিয়ে করানো হয়। মেয়ের পরিবার অসহায়, এজন্য বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করা হয়েছে। ওই সালিস বৈঠকে সংবাদকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন বলেও তিনি আরও জানান।

এ বিষয়ে বিশ্বজিৎ গাঙ্গুলী অ্যাফিডেভিটে কোনো বিয়ে হয় না এর কোনো বৈধতা নেই জানিয়ে বলেন, মান্নান মাতুব্বর আমার পুরোনো মক্কেল। তিনি আমাকে মামলা দেন। একটা অ্যাফিডেভিট হয়েছে। কিন্তু ওই অ্যাফিডেভিট আমি নিজে করিনি। তাতে আমার নিজের বা মান্নানের স্বাক্ষর নেই।

অভিযুক্ত শাকিবকে তার মোবাইলে বারবার ফোন করেও তিনি না ধরায় এ বিষয়ে তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। তবে শাকিবের মা ঝরনা বেগমের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমার ছেলেকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল। তবে সে সালিস-দরবার করে মীমাংসা হয়েছে।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল খায়ের মিয়া বলেন, ধর্ষণের কত ঘটনাই তো ঘটে, সব ঘটনা কি আর মনে রাখা সম্ভব। বিস্তারিত উল্লেখ করে মনে করানোর চেষ্টার পর তিনি এ ব্যাপারে কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান।

এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল আজিজ বলেন, ধর্ষণের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে দুইবার গিয়ে তদন্ত করেছি। খোঁজ করেও শাকিবকে পাইনি। পেলে তাকে আটক করতাম।

তিনি বলেন, ওই এলাকার মান্নান মাতুব্বরসহ অন্য মাতুব্বররা বিষয়টির মীমাংসার চেষ্টা করছেন। দুই পক্ষই গরিব। তাদের মধ্যে বিয়ে হলে মোটামুটি ভালোই হয়। পরে আমি বিষয়টি নিয়ে পরিদর্শক মো. আবুল খায়ের মিয়া স্যারের সঙ্গে কথা বলি। তিনি (আবুল খায়ের) বলেন, বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থ ত্যাগ করা যেতে পারে।

এএসআই আজিজ জানান, মান্নান মাতুব্বর সালিসনামা থানায় জমা দেবেন বলে জানিয়েছেন, সেটি এখনো আমরা হাতে পাইনি। হাতে পেলে বুঝব, কী সমাধান দেয়া হয়েছে।

ওই সালিস বৈঠকে তারা (পুলিশ) কেউ হাজির ছিলেন কিনা, এ ব্যাপারে জিজ্ঞাসা করলে এএসআই আজিজ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের তো সেখানে থাকার কথা নয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ওসি নুরুল আলম ছুটিতে থাকায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

একই রকম সংবাদ সমূহ

ডাঃ মাহমুদুল হাসান (পলাশ) ব্যাংককে স্পাইন রিজিওনাল কনফারেন্সে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করবেন

শেখ মাহমুদুল হাসান, কলারোয়া (সাতক্ষীরা): আন্তর্জাতিক মঞ্চে পদচারণা খুলনা মেডিকেল কলেজের সহকারীবিস্তারিত পড়ুন

কলারোয়ার আসাননগর মানব কল্যাণের” উদ্যোগে হতদরিদ্র পরিবারকে ইট প্রদান

হাবিবুল্লাহ বাহার, কলরোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা জয়নগর ইউনিয়নের ধানদিয়া গ্রামের নওশের আলীরবিস্তারিত পড়ুন

পদ্মা সেতুতে গাড়ি থামানো ছাড়াই স্বয়ংক্রিয় টোল আদায়

পদ্মা সেতুতে লাইভ পাইলটিং আকারে চালু হয়েছে আধুনিক ননস্টপ ইলেকট্রনিক টোল কালেকশনবিস্তারিত পড়ুন

  • ৭ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার
  • নতুন বেতন কাঠামোতে যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে
  • শেখ হাসিনা বিরোধীপক্ষকে হিটলারের মতো দমন করতেন- মাহমুদুর রহমানের
  • ১২ জেলায় বন্যার সতর্কবার্তা
  • ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো
  • জামায়াতের পর এবার খেলাফত মজলিসের কর্মসূচি ঘোষণা
  • পিআর ইস্যুতে জামায়াতের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি, কর্মসূচি ঘোষণা
  • কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হয়েছে: উপদেষ্টা
  • ধানের পর কলারোয়ায় এবার পাট দিয়ে তৈরি হলো দুর্গা প্রতিমা
  • সাতক্ষীরা আদালতে কারা মহাপরিদর্শকের বিরুদ্ধে ৫ কোটি টাকার মানহানি মামলা
  • ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা
  • ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন