বুধবার, আগস্ট ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পৌর জাতীয় পার্টির কর্মী সভা

নিজস্ব প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পৌর জাতীয় পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের পরিবহন কাউন্টার এলাকায় পৌর জাতীয় পার্টির কার্যালয়ে পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু। তিনি তার বক্তব্য বলেন, সাতক্ষীরা সদরের জাতীয় পার্টির আমলে মানুষ সুখে ছিল, শান্তিতে ছিল, মানুষের প্রতি কোন অন্যায় অত্যাচার হয়নি। কিন্তু সাতক্ষীরা মানুষ লক্ষ্য করেছে এই আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিরা অন্ধের ভূমিকায় ছিল।

সাতক্ষীরা প্রাণ শায়েরের খাল খনন করাকে কেন্দ্র করে শত শত ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙ্গে দেওয়া হয়েছে। তারা নিরুপায় হয়ে অনেকে অন্যত্রে চলে গেছে, অনেকে ব্যবসা-বাণিজ্য সহায়-সম্বল হারিয়ে পথে বসেছে। খালের দুই ধারের বৃক্ষ কেটে উজাড় করেছে। ইচ্ছা করলে ক্ষমতাসীন দলের নেতৃবৃন্দ এটা বন্ধ করতে পারতেন কিন্তু তারা অন্ধের ভূমিকায় ছিলেন। সাতক্ষীরা সদরে আমরা নাঙ্গলকে বিজয় করতে পারলে জাতীয় পার্টির নেতৃবৃন্দ আর কোন অন্যায় অত্যাচার হতে দেবে না।

জেলা জাতীয় পার্টির যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, সহসাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু,জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পী,যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম সুজন, অর্থ সম্পাদক মোঃ আশরাফ আলী, নির্বাহী সদস্য শেখ ম‌ইনুর রশিদ, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চান্দু, ১ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আব্দুল গাফফার, ২ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, ৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি কবিরুল হাসান বাদশা,সাধারণ সম্পাদক শেখ আমীর হোসেন, ৬ নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য শেখ মোশফেক আহমেদ, ৫ নং ওয়ার্ড জাতীয় পার্টির সদস্য আবদুল্লাহ হেল বাকি,৭ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম, ৯ নং ওয়ার্ড জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ রজব আলী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াতুল করিম পিটুল, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও পৌর কাউন্সিলর কায়সারুজ্জামান হিমেল, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি কাজী আমিনুল হক ফিরোজ, সাধারণ সম্পাদক শ্রী কমল বিশ্বাস, জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, বদরুজ্জামান বদু, সাইফুল ইসলাম প্রমুখ। এসময় পৌর জাতীয় পার্টির ৯ টি ওয়ার্ড এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক।

একই রকম সংবাদ সমূহ

ভারতীয় পেঁয়াজ বাজারে ঢুকতেই কমতে শুরু করেছে দাম

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরটি দীর্ঘ চার মাস ২০ দিন বন্ধ থাকার পর মাত্রবিস্তারিত পড়ুন

সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদ ঠেকানো যায় না: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংবিধান কিংবা লিখিত বিধি-বিধান দিয়ে ফ্যাসিবাদবিস্তারিত পড়ুন

বিএনপি নেতা গয়েশ্বরের দুর্নীতি মামলার রায় ২৮ আগস্ট

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)বিস্তারিত পড়ুন

  • ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি
  • এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুদক
  • থাকছে না নিবন্ধন পরীক্ষা, নতুন পদ্ধতিতে নিয়োগ দেবে এনটিআরসিএ
  • সামুদ্রিক মৎস্য সম্পদের বিপুল সম্ভাবনা রয়েছে: প্রধান উপদেষ্টা
  • শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব রেহানা পারভীন
  • বিভিন্ন বাহিনীতে ২৭৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
  • ৩ শর্তে পিতৃত্বকালীন ছুটি দেয়া যেতে পারে: স্বাস্থ্য উপদেষ্টা
  • ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত
  • সিলেটের ডিসি হলেন ‘আলোচিত ম্যাজিস্ট্রেট’ সারওয়ার আলম
  • এনবিআরের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
  • মাইটিভির চেয়ারম্যান নাসির ৫ দিনের রিমান্ডে
  • চলতি সপ্তাহেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ: ইসি সচিব