আশাশুনিতে এইচএসসি ও আলিম পরীক্ষায় এ+ পেয়েছে ২৬৯
আশাশুনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসি ও আলিম পরীক্ষায় ৬টি প্রতিষ্ঠানের ২৬৯ পরীক্ষার্থী এ+ পেয়েছে। সকল প্রতিষ্ঠানের ফলাফল না পাওয়ায় প্রাপ্ত ৬টি প্রতিষ্ঠানের ফলাফল নি¤েœ দেওয়া হলো। আশাশুনি সরকারি কলেজ ঃ কলেজ থেকে সকল বিভাগে ৩৮৪ জন পরীক্ষার্থী ছিল। অনুপস্থিত ছিল ১৩ জন। পাশ করেছে ৩৭১ জন। পাশের হার ৯৮.০৮%। যার মধ্যে এ+ ৬৬, এ ২১০, এÑ৬৮ ও বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১৪ জন। বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুল ঃ উপজেলার মধ্যে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হওয়ায় সর্বাপেক্ষা ভাল ফলাফল করেছে এই কলেজ। কলেজ থেকে এবছর বিজ্ঞান বিভাগে ১১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১১ জনই এ+ পেয়েছে। সর্বমোট ২০৪ জন পরীক্ষার্থী (সকল বিভাগ) পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ পেয়েছে ৩১ জন, এ ১৫২, এ-১৫ ও বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৩ জন। দরগাহপুর এস কে আর এইচ কলেজিয়েট স্কুল ঃ ৪৫০ জন এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪৪১ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ পেয়েছে ১৪৫ জন। এ ২৬৭ জন, এ- ২৫, বি ৩ ও সি গ্রেডে উত্তীর্ণ হয়েছে১ জন। দরগাহপুর কলেজ কেন্দ্রে ৩টি প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা পরীক্ষায় অংশ নিয়েছিল। মোট ৮৪৬ জন পরীক্ষায় অংশ নেয় এবং কৃতকার্য হয়েছে ৮২৪ জন। এ+ পেয়েছে ১৯৭ জন। পাশের হার ৯৭.৪০%। বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুল ঃ এবছর ৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৯৪ জন কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ৫, এ ৪১, এÑ ৩৯ ও বি গ্রেডে উত্তীর্ণ হয়েছে ৯ জন। প্রতাপনগর আবু বকর সিদ্দিক ফাজিল মাদ্রাসা ঃ মাদ্রাসা হতে ৬৩ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ উত্তীর্ণ হয়েছে। গোল্ডেনসহ এ+ ১৫, এ ৪১ ও এÑ ৭ জন। গাজীপুর কুড়িগ্রাম আলিম মাদ্রাসা ঃ মাদ্রাসা থেকে ১৭ জন পরীক্ষার্থী আলিম পরীক্ষায় অংশ নিয়ে ১৭ জনই কৃতকার্য হয়েছে। যার মধ্যে এ+ ৭ জন ও এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে ১০ জন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)