কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি উদ্বোধন, নানান অনুষ্ঠানে ডিসি


কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি চিত্রের উদ্বোধন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদ।
সোমবার সকাল ১১টায় কলারোয়া ফুটবল ময়দানের প্রবেশদ্বারে পোস্ট অফিসের দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি সরেজমিনে ঘুরে দেখেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলন-সংগ্রামের রক্তাক্ত ও উত্তল দিনগুলোর নানা চিত্র দেয়ালে রং তুলির আঁচড়ে নজরকাড়া চিত্রকর্ম গড়ে তুলেছে শিক্ষার্থীরা। আপন মনের মাধুরী মিশিয়ে ফুটিয়ে তোলা এ গ্রাফিতি মুগ্ধতা ছড়াচ্ছে সবখানে।
এছাড়া একই দিনে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কলারোয়ায় দুগ্ধখাতে চেক বিতরণ, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য সামগ্রী, ক্রীড়া সামগ্রী, হুইল চেয়ার, সিলিং ফ্যান, ঢেউটিন, শুকনো খাবার বিতরণ অনুষ্ঠান এবং মাছের পোনা অবমুক্তকরণ, মশক নিধন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
সবশেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ‘মিট দ্যা স্টুডেন্টস’ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে প্রশ্ন-উত্তরমূলক আলোচনায় অংশগ্রহণ করেন।
‘আমাদের শিক্ষা, আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনায় জেলা প্রশাসক প্রত্যেক শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিকল্পনা নির্দিষ্ট করে শিক্ষাজীবন এগিয়ে নেয়ার আহবান জানান। ন্যায়-নীতি, ধর্মীয় মূল্যবোধ ও শিষ্টাচারের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
এর আগে জেলা প্রশাসক প্রাথমিক বিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে ৬টি ও প্রতিবন্ধী দুস্থদের মাঝে ৮টি হুইল চেয়ার বিতরণ করেন। দুগ্ধ ঘাটতি উপজেলার দুগ্ধ সমবায় কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ ৫০ জন দুগ্ধ সমবায় সমিতির সদস্যদের মাঝে দুগ্ধ উৎপাদন কার্যক্রম এগিয়ে নিতে জনপ্রতি ১ লক্ষ ৬০ হাজার টাকার চেক বিতরণ করেন।
সমবায় অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার।
উপজেলার কুশোডাঙ্গা ও পারিখুপি গ্রামের সমবায় সমিতির সদস্যরা এই চেক প্রাপ্তির সুবিধা পান।
অনুষ্ঠানে কলরোয়া পৌরসভার ২০২৪- ২০২৫ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বেঞ্চ, ৭০ টি সিলিং ফ্যান, ৫শ বক্স স্যানেটারি স্বাস্থ্য সামগ্রী, ৫শ পিস সাবান ও ৫শ বক্স মাক্স ও ফুটবল বিতরণ করা হয়।
এছাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ব্যবস্থাপনায় ঢেউটিন ও শুকনো খাবার বিতরণ করা হয়।
এর আগে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ কলারোয়া উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. জহুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সকল অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রিয়াজ উদ্দীন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু, উপজেলা বিএনপির মুখ্য মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা জামায়েতের আমির মাওলানা কামরুজ্জামান, পৌর আমির অধ্যাপক ইউনুস আলী বাবু, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, সরকারি পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ তামিম আজাদ মেরিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এইচএম রোকনুজ্জামান, সমবায় কর্মকর্তা অনিমেষ দাশ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাশ, কলারোয়া আলিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আহম্মদ আলী, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুস্তাক আহমেদ, মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক রুহুল আমিন, হেলাতলা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শিক্ষক মুজিবর রহমান, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক নুরুল্লাহ, শিক্ষক নেতা আরিফুজ্জামান কাঁকন প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
কামরুল হাসান: কলারোয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফর্মেন্স বেজড গ্রান্টস ফরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় সাড়ে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
কে এম আনিছুর রহমান : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষবিস্তারিত পড়ুন

কলারোয়ায় যৌ*তুক-মা*রপিট-তাড়িয়ে দেয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মাম*লা
কে এম আনিছুর রহমান, কলারোয়া (সাতক্ষীরা): সাতক্ষীরার কলারোয়ায় যৌতুকের টাকা দিতে নাবিস্তারিত পড়ুন