বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার দেয়াড়ায় ভূমিদস্যুর কবলে অসহায় পরিবার, আদালতে মামলা

কলারোয়ার দেয়াড়া গ্রামের প্রভাবশালী ভূমিদস্যু আব্দুল লতিফ, একই গ্রামের অসহায় দরিদ্র মৃত এন্তাজ আলী ও দীন মোহাম্মদের ৮৩শতক জমি জোরপূর্বক ১৯বছর ধরে ভোগদখল করে চাষাবাদ করছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় মৃত এন্তাজ আলীর স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে সাতক্ষীরা আমলী আদালতে মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ থেকে নেওয়া ও বাদী আলেয়া খাতুন জানিয়েছেন- জমির মালিক এন্তাজ আলী ও দীন মোহাম্মদ। এদের কাছ থেকে বিগত ২০০১ সালে ঘের করে মাছ চাষ করার জন্য আব্দুল লতিফ বাৎসরিক ২৬ হাজার টাকা চুক্তি করে লীজ গ্রহণ করে। এরপর এক বছর জমি লীজের ২৬ হাজার টাকা সময়মত পরিশোধ করলেও, তারপর থেকে জমি লীজের টাকা আব্দুল লতিফ দেয়না। আব্দুল লতিফের কাছে টাকা চাইলে, সে বিভিন্ন তালবাহানা শুরু করে। এক পর্যায় টাকাও দেয়না, জমিও ফেরত দেয়না। এরপর জমির মালিকেরা জমির উপর গেলে, প্রভাবশালী আব্দুল লতিফ তার লোকজন দিয়ে তাদের বিভিন্ন হুমকি-ধামকি এমনকি মারপিট করে জমির উপর থেকে তাড়িয়ে দেয়।

এরপর থেকে জমি লীজের টাকা এবং জমি ফেরত পেতে ও মারপিটের বিচার চেয়ে জমির মালিকেরা গ্রামের মাতব্বরদের দ্বারে দ্বারে যায়। ঘটনাশুনে মাতব্বরেরা বিচার সভা বসালে আব্দুল লতিফ অনেক সময় হাজির হয় না। আবার হাজির হলেও, সময় দাবী করে বিভিন্নভাবে হয়রানি করে জমির মালিকদের। এরমধ্যে প্রভাবশালী আব্দুল লতিফ কর্তৃক এহেন হয়রানির শিকার এন্তাজ আলী জমি ও টাকার দুঃচিন্তায় বিগত ০৬/৯/২০১৯ সালে স্ট্রোক করে মারা যান। এরপর দীর্ঘ ১৯ বছরের জমি লীজের টাকা ও জমি ফেরত না পেয়ে বিগত ২৮/২/২০২১ তারিখে সাতক্ষীরা আমলী আদালত নম্বর-০৪ এ দেয়াড়া গ্রামের মৃত মকবুল দফাদারের ছেলে আব্দুল লতিফ (৬৪), আব্দুল ওহাব (৬৬), আব্দুস ছামাদ (৬১) এবং আব্দুল লতিফ দফাদারের ছেলে জাকির হোসেন (৩২) এর নামে মামলা দায়ের করা হয়। যার নং- সিআর ৬১/২১ কলারোয়া।

এ মামলার ৫ নম্বর স্বাক্ষী মৃত নূরুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম জানান- কলারোয়া উপজেলার দেয়াড়া মৌজার ৩৫০২ নম্বর খতিয়ানের ২১ নম্বর দাগের ৮৩শতক ডাঙ্গা জমির মালিক দেয়াড়া মাঠপাড়া গ্রামের মৃত ইয়ার আলীর গাজীর ছেলে এন্তাজ আলী ও দীন মোহাম্মদ। এরা দুই ভাই একই গ্রামের মৃত মকবুল দফাদারের ছেলে আব্দুস ছামাদ ও আব্দুল ওহাবের কাছ থেকে ১৯৯৪ সালে ওই জমি ক্রয় করে। এরপর ২০০১ সালে ওই জমি প্রভাবশালী আব্দুল লতিফ নাম মাত্র লীজ নিয়ে অসহায় দরিদ্র এন্তাজ আলী ও দীন মোহাম্মদদের ফাঁকি দিয়ে বীরদর্পে ভোগদখল করে চাষাবাদ করছে। এছাড়াও এই আব্দুল লতিফ স্থানীয় এক জনপ্রতিনিধির ছত্রছায়ায় থেকে জমি দখল, অসহায় মানুষের হয়রানিসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে।

তিনি আরো জানান- মৃত এন্তাজ আলীর স্ত্রী ও তার স্বজনেরা শনিবার (২২ জানুয়ারি-২০২২) সকালে ওই জমির উপর গেলে প্রভাবশালী আব্দুল লতিফ ও তার লোকজন লাঠিসোটা দিয়ে মারপিট হুমকি দিয়ে তাড়াকরে এবং বিভিন্ন হুমকি-ধামকি দেয়।

স্থানীয় ইউপি সদস্য মোঃ রাশেদুজ্জামান বলেন- কাগজপত্র অনুযায়ী ক্রয়সূত্রে ওই জমির মালিক এন্তাজ আলী ও দীন মোহাম্মদ। এদের এই জমি জোরজুলুম করে খাচ্ছে আব্দুল লতিফ। শুধু এই না, এই জমির পাশের একই দাগের প্রায় ৫/৬ বিঘা জমি জোরপূর্বক দখল করে চাষাবাদ করে খাচ্ছে। মামলা যেহেতু হয়েছে, সেক্ষেত্রে বিচারতো হবে। আমরা সঠিক বিচার চাই।
বর্তমানে মৃত এন্তাজ আলীর স্ত্রী আলেয়া খাতুন বিচার চেয়ে দ্বারে দ্বারে ঘুরছে এবং অত্যান্ত মানবেতর জীবন-যাপন করছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ

দীপক শেঠ, কলারোয়া: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগ নেতাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ভেজাল আইসক্রীমে সয়লাব, শিশুরা মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: মৌসুম পরিবর্তনের কারণে বেড়েছে দিনের তাপমাত্রা। যার দরুন দিনজুড়েবিস্তারিত পড়ুন

কলারোয়া শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে সম্পাদকসহ ৩পদে বিজয়ী যারা

কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনে সাধারণবিস্তারিত পড়ুন

  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে ওসির মতবিনিময় সভা
  • কলারোয়ায় বিছলিকাটা মেশিনে হাতের কব্জি বিচ্ছিন্ন হলো এক শিশুর
  • কলারোয়ায় আম বাগানে বৃদ্ধের ঝুল*ন্ত লা*শ
  • কলারোয়ায় শিশুদের শিক্ষামূলক প্রতিযোগিতা
  • কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা!
  • কলারোয়ায় চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
  • সাতক্ষীরায় সেঁজুতি এমপির নগরঘাটার কাপাসডাঙ্গা ও কালীবাড়ির বাসন্তী পূজা প্ররিদর্শন
  • কলারোয়ায় তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি
  • চুয়াডাঙ্গায় রেড এলার্ট জারি : সাতক্ষীরায় তাপমাত্রা ৪০ ডিগ্রি
  • কলারোয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন ২২ এপ্রিল
  • তাপমাত্রা আরো বাড়তে পারে মে মাসে, সর্বোচ্চ হতে পারে ৪৪ ডিগ্রি
  • কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় পুরস্কার বিতরণ