মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীর থেকে টাকা নেয়ার অভিযোগ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা এলাকার আশ্রয়ন প্রকল্পের কয়েকজন উপকার ভোগীদের থেকে অর্ধলক্ষাধিক টাকা নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমানের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ন প্রকল্পের প্রথম ধাপের ১৭টি ঘরের নির্মান কাজ শুরু হয়। সেই সময়ে কাজগুলি দেখা শুনা করেন কলারোয়া উপজেলার সাবেক ইউএনও মৌসুমী জেরিন কান্তা। কিন্তু সেই কাজ শেষ হতে দেরী হয়। মাত্র মাস তিনেক আগে উপকার ভোগীদের কাছে সেই ১৭টি ঘর এবং পরে আরো ২টি ঘরসহ মোট ১৯টি হস্তান্তর করা হয় উপকার ভোগীদের কাছে।

এরই মধ্যে সেখানকার বসবাসরত উপকার ভোগীদের নিকট থেকে টাকা নিয়ে ঘরের নির্মানকাজ অথবা মাটি ভরাট কাজ করার অভিযোগ তুলেছে খোদ সেখানকার বসবাসরত উপকার ভোগীরা।

অভিযোগের তীর সরাসরি নির্মান কাজের সাথে সম্পৃক্ত ওই খোরদো-বাটরা ওয়ার্ডের ইউপি সদস্য বজলুর রহমানের দিকে।

জয়নগর ইউনিয়নের আবাসন প্রকল্পের ১০নং ঘরের মালিক আব্দুল ওহাব অভিযোগ করে সাংবাদিকদের বলেন- ঘর পাওয়ার আগে আমার নিকট স্থানীয় মাহফুজার মালির ছেলে হুমায়ুন মালি আমার নিকট ২০ হাজার টাকা দাবী করেছিলো। আমি একজন অসহায় ভ্যানচালক হয়েও অনেক কষ্টে ধার দেনা করে ১৫ হাজার টাকা তুলে দেই। আবার সেই টাকা আবার হুমায়ুন মালি মেম্বর বজলুর হাতে তুলে দেয়।

এদিকে মাহফুজার মালির পুত্র হুমায়ুন মালি জানান- আব্দুল ওহাবের আমি খুব বিশ্বস্থ হওয়ার কারনে একদিন আব্দুল ওহাব আমার কাছে বজলু মেম্বরের সামনে ১৫ হাজার টাকা তুলে দেয় আমি সেখানেই মেম্বর বজলুকে সেই ১৫ হাজার টাকা বুঝ করে দেই।

আবাসন প্রকল্পের ৬নং ঘরের মালিক সাইদুলের স্ত্রী ফাতেমা বলেন- বজলু মেম্বর ঘরের ভিট মাটি ভরাট করার জন্য আমাদের নিকট ২০হাজার দাবি করলে স্থানীয় নেছার আলীর ছেলে আমার ভাশুরের মাধ্যমে ১৯ হাজার টাকা দিয়েছি।

৮নং ঘরের মালিক আখের রস বিক্রতা মোখলেছুর রহমানের স্ত্রী রুপালি বলেন- বজলু মেম্বর ৬মাস আগে ঘরের ভিট মাটি ভরাট করার জন্য ২০হাজার টাকা দাবী করে। মেম্বার বলে টাকা না দিলে ঘর তোমরা পাইবা না। পরে আমার নোনদের একটা গরু বিক্রি করে ২০হাজার টাকা আমার শশুর শাশুড়ী ও নানদের সামনেই বজলু মেম্বরকে দিয়েছি।

এছাড়াও মৃত মকবুল সরদারের বিধবা স্ত্রী জোহরা খাতুনের নিকট মোবাইলে ১৫ হাজার টাকা দাবী করেন বলেন অভিযোগ করেন।

জোহরা একটাকাও দিতে পারবেনা সাফ জানিয়ে দেয়।

এর পরে ঘরে বালি দেওয়া বাবদ ১৫শত টাকা দিয়েছি মিস্ত্রি ইলিয়াসের কাছে বলেও জানান জোহরা।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান বলেন- আমি কোন উপকার ভোগীদের নিকট থেকে একটি টাকাও নেইনি। আমাকে ফাঁসানো জন্য সাজানো নাটক তৈরি করছে। ১৯টি ঘরের মধ্যে মাত্র ৩ জনের অভিযোগ টাকা নেওয়ার এটা সত্য নয়। এছাড়া ঘর তৈরির সময় নিকটে মাটি না থাকার দরুন বাইরের থেকে ট্রাকে করে মাটি এনে ঘরের ভিট মাটি ভরাট করা হয়েছে। সে টাকাও সব আমাকে পরিশোধ করেনি। ফলে খোর্দ্দ-বাটরা ভূমিহীনদের ও গৃহহীনদের পূর্ণবাসনের জন্য নিচু জায়গায় মাটি ভরাটের নামে ঘরের ভিট ভরাটের ৬৮হাজার টাকার একটি প্রকল্প দেয়া হয়। ওই প্রকল্পে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ কে সভাপতি, ইউপি সদস্য বজলুর রহমান, গন্যমান্য ব্যক্তি শলোমান সরকার, আনসার ভিডিপি মেহেদী হাসান ও শিক্ষক ইমামুর রহমানকে সদস্য করে ৫সদস্যে বিশিষ্ট একটি কমিটি দেয়া হয়। কিন্তু চেয়ারম্যান আমাকে না জানিয়ে গোপনে ওই টাকা উঠিয়ে নিয়েছে। আমার পাওনা ৬৮হাজার ও আগের বাবদ ১০ হাজার মোট প্রায় ৮০হাজার টাকা মতো আমি পাবো। সেই টাকা চাওয়াতে আজ ৬মাস পরে লোক সাজিয়ে আমার নামে নাটক তৈরী করছেন চেয়ারম্যান।

এদিকে ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু বলেন- উপকার ভোগীদের নিকট থেকে টাকা নেওয়ার অভিযোগ আমি আগে জানতাম না, তবে এব্যাপারে ইউএনও মহোদয়ের নিকট অভিযোগ হয়েছে।
চেয়ারম্যান বাবু আরো বলেন- প্রকল্পের ৬২হাজার টাকা তুলে আমি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার নিকট দিয়েছি। আমি বজলু মেম্বরকে কেন দিতে যাবো?

বর্তমান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী সাংবাদিককে বলেন- তিনি বিষয়টির খোজ খবর নিবেন।

একই রকম সংবাদ সমূহ

৮ মাস বন্ধ কলারোয়ার বেত্রবতী সেতু নির্মাণকাজ, ভাঙা সেতু দিয়ে ঝুঁকিতে পারাপার

শেখ জিল্লু: সাতক্ষীরার কলারোয়ার জনগুরুত্বপূর্ণ ব্যস্ততম বেত্রবতী সেতু নির্মাণকাজ কিছুটা শুরু হয়েবিস্তারিত পড়ুন

২১ বছরর মধ্যে সাতক্ষীরায় সর্বোচ্চ ৪২.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

সাতক্ষীরায় মঙ্গলবার সর্ব উচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। গতবিস্তারিত পড়ুন

কলারোয়ায় তথ্য অধিকার বাস্তবায়নসহ একাধিক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দীপক শেঠ, কলারোয়া: কলারোয়া উপজেলা পরিষদের মাসিক সভা ও তথ্য অধিকার বাস্তবায়নবিস্তারিত পড়ুন

  • কলারোয়া পাবলিক ইনস্টিটিউটে রঙ্গিন টিভি উপহার দিলেন সাইফুল্যাহ আজাদ
  • কলারোয়ায় উপজেলা চেয়ারম্যান লাল্টুর বিশাল শো-ডাউন
  • সাতক্ষীরার কলারোয়ায় দেবোত্তর মন্দিরের সম্পত্তি অবৈধ দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কলারোয়ার গাছে গাছে উঁকি দিচ্ছে আমের গুটি, বাতাসে দুলছে চাষীর স্বপ্ন
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক- কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কর্মকর্তাদের শপথ ও দায়িত্ব অর্পণ
  • কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা
  • কলারোয়ায় অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা
  • কলারোয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তরের উইকেয়ার প্রকল্পের মতবিনিময় সভা
  • কলারোয়ায় দোকান ঘর ভাংচুর ও মালামাল লুট করে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • কলারোয়ায় আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় ভেজাল আইসক্রীমে সয়লাব, শিশুরা মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে
  • কলারোয়া শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে সম্পাদকসহ ৩পদে বিজয়ী যারা