শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে জমির জন্য মসজিদের গেটে তালা!

কালিগঞ্জে মসজিদের প্রাচীরের মেইন গেটে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে আবু বক্কার (৫০) নামে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।

এঘটনায় মসজিদ কমিটির সভাপতি আব্দুস ছবুর মোল্লা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

সরেজমিন ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মহেশ্বরপুর এলাকার মৃত গহর আলী গাজীর ছেলে আকবার গাজী মহেশপুর মৌজার ২৬ নম্বর দাগে ২৫ শতক জমি মসজিদের নামে দান করেন। ওই জমিতে এলাকার মানুষের সহযোগিতায় বায়তুন নুর জামে মসজিদ, মোহাম্মাদিয়া নূরানী ক্যাডেট মাদ্রাসা ও ঈদগাহ গড়ে উঠেছে। মসজিদটিতে এলাকার মানুষ ৫ ওয়াক্ত নামাজসহ এবাদত বন্দেগী করে আসছে।

সম্প্রতি মসজিদের জমিদাতা আকবার গাজীর সাথে তার মেঝো ভাই আবু বক্কারের পারিবারিক ও জমি-জমা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ বাঁধে। ওই বিরোধের সূত্রধরে মেঝো ভাই আবু বক্কারের দাবি ছোট ভাই আকবারের দান করা মসজিদের ২৫ শতক জমির ভেতর তার হাফ শতক জমি রয়েছে। যার কারণে আবু বক্কার মসজিদের প্রাচীরের মেইন গেটে তালা বুঝিয়ে দিয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সিরাজুল ইসলাম, মুনসুর গাজী, নুরুল ইসলাম, মুসা গাজী, আরিজুল ইসলাম, এনায়েত করিমসহ একাধিক মুসল্লি জানান, গত ৫ বছর আগে এই জমিতে মসজিদ গড়ে উঠেছে। সেখান থেকে প্রতিদিন শত শত মানুষ নামাজ আদায় করছে মসজিদটিতে। হঠাৎ মসজিদের জমিদাতা আকবার গাজীর মেঝো ভাই আবু বক্কার দাবি করছেন মসজিদের ২৫ শতক জমির মধ্যে তার নাকি হাফ শতক জমি রয়েছে।

ওই হাফ শতক জমির উপর মসজিদের বাউন্ডারী প্রাচীরের মেইন গেট। যার কারণে আবু বক্কার মেইন গেটে তালা লাগিয়ে দিয়েছে। তবে আমরা সকল মুসল্লিরা তাকে বার বার অনুরোধ করেছি যদি মসজিদের জমির ভেতর তার হাফ শতক জমি থেকে থাকে তাহলে আমরা গ্রামবাসিরা একসাথে হয়ে তাকে সমমূল্য টাকা অথবা অন্য জায়গায় জমি কিনে দেবো। তাতেও আবু বক্কার রাজি না। উল্টো মসজিদের প্রাচীরের মেইন গেটে তালা বুঝিয়ে দিয়েছে। যেটা খুবি দু:খ জনক।

এব্যাপারে অভিযুক্ত আবু বক্কারের কাছে জানতে চাইলে তিনি বলেন, মসজিদের জমির ভেতর আমার হাফ শতক জমি রয়েছে। আমার ছোট ভাই আকবার মসজিদের নামে জমি দান করার সময় অ্যাওয়াজ করে মসজিদের ভেতরের হাফ শতক জমির জন্য মসজিদের পাশের জমি থেকে আমাকে হাফ শতক জমি দেয়।

আমি এতদিন ওই জমিতে গাছ পালা লাগিয়ে বড় করেছি। কিন্তু হঠাৎ আমার ছোট ভাই অ্যাওয়াজের ওই জমি আমার কাছ থেকে কেড়ে নেয়। যার কারণে আমি আমার পৈত্তিক জমিতে এসেছি। আমার জমির উপর মসজিদের মেইন গেট সেজন্য আমি গেটে তালা লাগিয়েছি।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, মসজিদের গেটে তালা লাগানোটা খুবি দুঃখজনক। আমরা লিখিত অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের বড়শিমলা কারবালা হাইস্কুলে গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে সভা

আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির তিন দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): কালিগঞ্জ উপজেলা সদরে অবস্থিত রোকেয়া মনসুরবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে শিক্ষার গুণগত মান উন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: শিক্ষার গুণগত মান উন্নয়নে কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা টু শ্যামনগর মহাসড়ক সংস্কারের দাবিতে দেবহাটায় মানববন্ধন
  • ‌কালিগঞ্জে ভূমিদস্যু জাকির ও মান্নান মেম্বরের নেতৃত্বে ৭টি পরিবারের বাড়ি ঘর ভাংচুর, মারপিটের প্রতিকারের দাবিতে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জে ঝুরঝুরিয়া সুর তরঙ্গ সাংস্কৃতিক একাডেমির উদ্বোধন
  • সাতক্ষীরায় দুই মাদ্রাসা শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • সাতক্ষীরার নলতায় ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে প্রতিবন্ধী বিদ্যালয় উচ্ছেদের পায়তারা
  • টমেটো ও লাউ গাছের উপর এ কেমন শত্রুতা
  • সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুলের মৃত্যুতে কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের শোক
  • সাতক্ষীরার ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন কমিটি গঠন
  • কালিগঞ্জে গাঁজা ও নগদ টাকাসহ নারী আটক
  • সাতক্ষীরা আদালতে জিপি, পিপি ও নারী-শিশু পিপিসহ ৩৪ আইন কর্মকর্তা নিয়োগ
  • আব্দুল জব্বার বিশ্বাসের মৃত্যুতে সাতক্ষীরা জামায়াতের শোক
  • কালিগঞ্জে শিক্ষক সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা