সোমবার, অক্টোবর ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আরো খবর..

কেশবপুরে দলিত সম্প্রদায়ের ৪ শত শিশুর মাঝে খাদ্য বিতরণ

যশোরের কেশবপুরে দলিতের বাস্তবায়নে দলিত সম্প্রদায়ের ৪ শত শিশুর মাঝে সম্পূরক খাদ্য বিতরণ করা হয়েছে। দলিতের ম্যানেজার নজরুল ইসলামের সভাপতিত্বে বাউশলা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে দলিত সম্প্রদায়ের ৪ শত শিশুর মাঝে সম্পূরক খাদ্য বিতরণ করেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খাদ্য ও জিবিকা প্রকল্পের প্রধান নিতাই চন্দ্র দাস এবং দলিত হাসপাতালে ম্যানেজার মিলন দাস। সার্বিক সহযোগিতায় ছিলেন দলিতের মাঠ সহায়ক মিলন, মহিতোষ ও প্রতাপ।
উল্লেখ্য সম্পূরক খাদ্য হিসাবে প্রতি শিশুকে ১২ প্যাকেট করে লেকসাস বিস্কিট প্রদান করা হয়।

শেখ হেলাল উদ্দিন এমপির সুস্থতা কামনায় দোয়া মাহফিল

যশোরের কেশবপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক কাজী আজাহারুল ইসলাম মানিকের নির্দেশনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রবিবার বিকালে ডাকবাংলো সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যানন্দকাটি ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবয়ক মুন্নাফ হোসেন মুন্নার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ নেতা শাহরিয়ার হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক প্রভাষক কাজী মুজাহীদুল ইলাম পান্না।


বক্তব্য রাখেন উপজেলা যুব মহিলালীগের সভানেত্রী মিনুরাণী দে, খাদিজা খাতুন, খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগনেতা সবুজ সোহাগ, যুবলীগনেতা ইউসুফ, শহিদুল ইসলাম, যুবলীগনেতা আয়ুব হোসেন মিলন, বাবলু রহমান, মিজান, মিন্টু, মিঠু, মুর্তজা, বাদশা, লিটন, মাসুম বিল্লাহ রিপন, রাব্বি, জুয়েল, সুব্রত, গনেশ, উৎপল, রিপন, আরমান, শান্ত প্রমুখ। দোয়া পরিচালনা করেন ফতেপুর মাদ্রাসার মুফতি হাবিবুল্লাহ।

সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে:

যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভ্রাতুষ্পুত্র সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল রবিবার সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওঃ সিরাজুল ইসলাম।
দোয়া মাহফিলে সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জী এম হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-আহবায়ক খলিলুর রহমান, যুগ্ম-আহবায়ক অজিত নন্দী, যুগ্ম-আহবায়ক শেখ আনছার আলী, উপজেলা আওয়ামী লীগনেতা মশিয়ার দফাদার, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগনেতা জি এম মিজানুর রহমান মিল্টন, ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক নওশের আলী, যুগ্ম-আহবায়ক জাহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগনেতা আব্দুস সবুর, আকরাম হোসেন, নান্টু, আলাউদ্দীন, রবিউল ইসলাম, যুবলীগনেতা আব্দুল মান্নান, ছাত্রলীগনেতা জি এম মুন্না প্রমুখ।
দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ গাজী গোলাম মোস্তফা।
আরো বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ।
দোয়া পরিচালনা করেন জামে মসজিদের পেশ ঈমাম হাফেজ খলিলুর রহমান।

কবিরাজ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে চক্রান্ত!

যশোরের কেশবপুরে ভাঙ্গা হাড় জোড়া লাগানোর কবিরাজ শেখ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে চক্রান্তের প্রতিবাদে রবিবার সকালে কেশবপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের পূত্র শেখ আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, আমি বংশানুক্রমে মানুষের ভাঙ্গা হাড় জোড়া লাগানোর কবিরাজি করি। আমার বাপ-দাদারাও পারিবারিকভাবে মানুষের ভাঙ্গা হাড় জোড়া লাগানোর কবিরাজি করত। আমি গাছ-গাছড়া দিয়ে ওষুধ তৈরী করে এবং পুরাতন ঘি-সহ বিভিন্ন উপকরণ দিয়ে মানুষের ভাঙ্গা হাড়ের চিকিৎসা প্রদান করে সংসার পরিচালনা করি। আমার পৈত্রিক বাড়ি বাগেরহাট জেলার কচুয়া উপজেলার কামারগাতীর বগা হাজি বাড়ি। কেশবপুরের অনেকেই সেখানে যেয়ে ভাঙ্গা হাড়ের চিকিৎসা নিয়েছে। ওই সময় অনেকের বাড়িতে যেয়ে আমি চিকিৎসা প্রদান করেছি। যে কারণে কেশবপুর বাসির কথা চিন্তা করে দীর্ঘ ২৫ বছর পূর্বে আমি কেশবপুর উপজেলার মাগুরখালী বাজারে ঘর ভাড়া নিয়ে চিকিৎসা প্রদান করে আসছিলাম। গত এপ্রিল মাসে উক্ত বাসা ছেড়ে দেই। এরই মধ্যে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা গ্রামের সাতাইশকাটি মোড় সংলগ্ন জমি ক্রয় করে ঘর বেধে বসবাস করতে থাকি। বয়স বেড়ে যাওয়ার কারণে বেশি ছুটাছুটি করতে না পারায় মাদারডাঙ্গা গ্রামের বাড়িতেই রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে আসছি।

এদিকে একটি কচক্রী মহলের ইন্ধনে গত ১ নভেম্বর ৪ জন ব্যাক্তি সাংবাদিক পরিচয়ে আমার কবিরাজি সম্পর্কে তথ্য সংগ্রহ করে। ওই সময়ে বিভিন্ন ইঙ্গিতে তারা আমার নিকট থেকে কিছু পাওয়ার আসায় দীর্ঘসময় অতিবাহিত করে। আমি তাদেরকে কোন কিছুর বিনিময়ে সন্তুষ্ট করতে না রজি না হলে ওই দিন বিভন্ন অনলাইন পোর্টালে ও সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার কবিরাজি চিকিৎসা ও প্রতিষ্ঠান সম্পর্কে অসত্য তথ্য প্রকাশ করেছে। যার ফলে আমার কবিরাজি চিকিৎসা ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হয়েছে। বর্তমানে আমি মানষিকভাবে ভেঙ্গে পড়েছি।
সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি সকল চক্রান্ত থেকে রেহাই পেয়ে হাড় ভাঙ্গা মানুষকে চিকিৎসা সেবা প্রদান করতে পারি তার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষে আশু হস্তক্ষেপ কামনা করছি।

একই রকম সংবাদ সমূহ

শার্শার কায়বায় ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শার্শা প্রতিনিধি : যশোরের শার্শা উপজেলার কায়বা এলাকায় অভিযান চালিয়ে ৪০ পিসবিস্তারিত পড়ুন

বেনাপোল স্থলবন্দরের দুই আনসান কমান্ডার প্রত্যাহার ও সিকিউরিটি গার্ড কর্মকর্তা বরখাস্ত

বেনাপোল প্রতিনিধি : দেশের সর্ব বৃহৎ বেনাপোল স্থলবন্দরে অবৈধভাবে পণ্যচালান পাচারে জড়িতবিস্তারিত পড়ুন

মনিরামপুরে পরকীয়া প্রেমিকাকে কু*পি*য়ে হ*ত্যা*র পরে হারপিক পানে প্রেমিকের আ*ত্ম*হ*ত্যা

হেলাল উদ্দিন : যশোরের মনিরামপুরে শংকর মন্ডল (৫৫) নামে হত্যা মামলার একবিস্তারিত পড়ুন

  • যশোরের শার্শায় ভ্যানচালক আব্দুল্লাহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেফতার-৩
  • শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মর*দেহ উ*দ্ধা*র
  • যশোরের শার্শায় নিখোঁজ ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • রাজগঞ্জে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি পালিত
  • রাজগঞ্জে দেখা মিলছে শীতকালীন সবজি
  • যশোরের ঝিকরগাছায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
  • শার্শা থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে এসপিকে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর
  • বেনাপোল কাস্টমস কর্মকর্তা শামিমা আক্তারকে আটক দেখালো দুদক
  • ছয়দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, স্থবির টিকাদানসহ মৌলিক স্বাস্থ্যসেবা
  • ভবদহ অঞ্চলের সমস্যার স্থায়ী সমাধানে জামায়াতে ইসলামী’র সমাবেশ
  • বিএনপির বর্ষিয়ান নেতা মুছার দ্বিতীয় জানাজায় হাজার হাজার মানুষের ঢল