কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর এক সন্তানের জননীকে নিয়ে উধাও


কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর রহমান ওরফে তপু অনুপম দাসের স্ত্রী এক সন্তানের জননী নিপা দাস (২১)কে নিয়ে চম্পট দিয়েছে বলে এলাকায় গুণজন উঠছে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের আওয়ামীলীগ নেতা মৃত আবুল হোসেন শেখের ছোট ছেলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তবিবুর রহমান ওরফে তপু দির্ঘদিন যাবৎ পার্শ্ববর্তী গ্রাম বুরুলি দাস পাড়ায় অবাদে চলাচল করার সুবাদে অরুণ দাসের ছেলে বউ এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। অনুপম দাসের স্ত্রী নিপা দাসের সাথে দেখা করতো গভীর রাতে তবিবুর। কথায় আছে চোরের দশ দিন, মহাজনের একদিন ধরা পড়ল প্রতিবেশীদের কাছে। তাদের দুইজনকে ধরে ফেললেও প্রভাবশালী নেতার ছত্রছায়ায় থাকার কারণে ভয়ভীতি দেখালে বিষয়টি ধামাচাপা পড়ে। কিছু দিন না যেতেই অনুপম দাসের স্ত্রী নিপা দাস কে নিয়ে চম্পট দিয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এলাকার একাধিক ব্যাক্তি বলেন।
তারা আরও বলেন এলাকায় তার ডাক নাম তইবুর সে এমন কোন কাজ নেই করতে পারে না। ব্যাক্তিত্ব সম্মান মনুষত্ব কিছুই নেই। আগে কাজ কাম করে সংসার চলতো। সাবেক এমপি আজিজুর রহমান আজিজ এর নাম ভাউ্গিয়ে চাকুরী দেয়ার নামে অনেক লোকের কাছ থেকে টাকা নিয়েছে। এখন তারা টাকা চাইলে ভয়ভিতী দেখায়। এমনকি অনেকের কাছথেকে চাঁদা নিয়েছে। এক কথায় সন্ত্রাসী, চাঁদাবাজী, টেন্ডারবাজী, লুটপাট, ভাংচুর, সরকারি খাসজমি দখল, ঘের দখল তার কাছে কিছুই না। গত ৫ আগস্ট এর পর থেকে তইবুর এখন ৫ নং মউৃগকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদের লোক হয়ে এলাকা জিম্মি করে ফেলেছে। ভয়ে মুখ খুলতে সাহস পায় না। তবিবুর রহমান ওরফে তপুর বিরুদ্ধে সাংবাদিক হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে।
নিপা দাস চৌগাছার দাসপাড়ার রমন দাসের মেয়ে মাতা শিউলি দাস। গত ২৪ জুন ২০২৫ নিপা দাস স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যায়। গত ৮ আগস্ট ২০২৫ চলে যাওয়ার খবর জানতে পারে শশুর অরুণ দাস। গত ১৯ আগস্ট অরুণ দাস বাদী হয়ে বিজ্ঞ আদালতে তিন জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
বিজলি দাস বলেন, আামার বৌমা চলে গেছে কাঁদতে কাঁদতে বলেন একটি মাত্র দাদুভাই প্রমিত দাস ৬ বছর বয়স তাকে রাখে চলেগেছে।
এবিষয়ে অরুণ দাস বলেন, আামার ছেলে বউ নিপা দাস বাপের বাড়ি গিছিল ওখানথেকে চলেগেছে জানতে পারলাম। আমি আমার আত্মীয় সজনদের কাছে খোজ নি। কিন্তুু কোন সন্ধান পালাম না। গত ১৯ আগস্ট আমি নিজে বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি।
তবিবুর রহমান ওরফে তপু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ও সেচ্ছাসেবক লীগ নেতা শেখ আসাদুজ্জামান এর আপন ছোট ভাই।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)

একই রকম সংবাদ সমূহ

যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
সোহেল পারভেজ, কেশবপুর: যশোরের কেশবপুরে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় সড়ক দু*র্ঘ*ট*না*য় কলারোয়ার যুবকসহ নি*হ*ত-৩
কামরুল হাসান: মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় কলারোয়ার এক যুবকসহ ৩ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুবিস্তারিত পড়ুন

কেশবপুরে ১০২ দলিত শিক্ষার্থী পেলো শিক্ষা উপকরণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি।। কেশবপুরে দলিতের বাস্তবায়নে ও ইসলামিক রিলিফ সুইডেনের আর্থিক সহযোগিতায়বিস্তারিত পড়ুন