মঙ্গলবার, জুলাই ১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জমকালো আয়োজনে SEP এর প্রথম মিটআপ ও মেলা

রাজধানীর মিরপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল Self-established entrepreneurs & e-commerce platform (SEP) এর প্রথম মিটআপ ও মেলা।

শুক্রবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এ আয়োজনে মোট ১৬ টি স্টলে উদ্যোক্তারা তাদের নিজেদের তৈরী বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ও মুখপাত্র এবং বর্তমানে বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশনের সিনিয়র সহ.সভাপতি জাকির হোসেন খান।

তিনি বলেন, আমরা সর্বদায় চেষ্টা করি নারীদের জন্য কিছু করতে। যাতে তারা ঘরে থেকে অথবা বাহিরে এসেও কাজ করতে পারে এবং দেশের আর্ত উন্নয়ন অগ্রগতিতে অংশ নিতে পারে। বর্তমান সরকারের আমলে নারী আজ পিছিয়ে নেই। দেশ ও দেশের বাহিরে সমান তালে তাদের যোগ্যতার প্রমান দিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি নোহা এন্ড ব্রাদার্সের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. খুরশিদ আলম বলেন, একজন সফল উদ্দ্যোক্তা হতে হলে অবশ্যই নিজের উপর বিশ্বাস ও পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে। তবেই সফল উদ্দ্যোক্তা হওয়া যাবে।
এসময় তিনি নিজেস্ব তহবিল থেকে একজন অসচ্ছল (বধির) উদ্দোক্তাকে পাঁচ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

মেলায় আসা নীলাম্বরীর স্বত্বাধিকারী উদ্যোক্তা লায়লা নুর মুক্তি তার উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘মেলায় আসার মাধ্যমে আমরা উদ্যোক্তারা ঘরের বাইরে এসে একত্র হতে পেরেছি এবং একটা ভালো সম্পর্ক হচ্ছে যা আমাদের জন্য বড় প্রাপ্তি।’

নাসরিন আমিন নিজেদের ঘরে তৈরী খাবার নিয়ে কাজ করছেন। মেলায় এসে তিনি তার উদ্যোগ সম্পর্কে বলেন, ‘হোমমেড ফুড নিয়ে কাজ করার মাধ্যমে আমি আত্নতৃপ্তি পাই। কারণ আমি অন্যের হাতে শতভাগ বিশুদ্ধ খাবার তুলে ধরতে পারি।’

তরুন উদ্যোক্তা শাহরোজ মাহিন সৌরভ জানান, আমরা উদ্যোক্তাদের সামনা সামনি দেখার সুযোগ পাচ্ছি। তাদের সাথে নিজেদের পণ্যও অন্য উদ্যোক্তাদের দেখাতে পারছি যার মাধ্যমে আমাদের সম্পর্ক ভালো হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের মিলনমেলা এবং মিট আপ এর মাধ্যমে উদ্যোক্তারা আরও বেশি অনুপ্রাণিত হবে এবং তাদের মাঝে সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে।
ঘরে তৈরী খাবার থেকে শুরু করে নিজেদের তৈরী পোষাক, নকশি পণ্য, কাঠের গহনা জায়গা পেয়েছে এই মেলায়।

অনুষ্ঠানে লোগো উন্মোচনের মাধ্যমে “প্রত্যয়ী” নামের নতুন নারী সংগঠনের যাত্রা শুরু হয়।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাজনীন নাহার, সিইও, টেকস্যলুয়েশন ও এডিট, টেকওয়ার্ল্ড বাংলাদেশ; গাজী কামরুল হাসান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন; আলতাফ হোসেন রাজিব, কো-অর্ডিনেটর, সার্চ ফর দ্যা ডিজিটাল এন্ট্রপ্রেনিউর (এসডিই); শাহনাজ পারভীন, এমডি, নিউ লামিয়া প্রিন্টিং এন্ড ফ্লক; ছালেফুল ইসলাম, মডারেটর (SEP); রাসেল জমাদ্দার মডারেটর (SEP); উম্মে কুলসুম কুসুম, মডারেটর (SEP); লামিয়া আবেদীন সালসাবিল, কো-অর্ডিনেটর মেলা কমিটি।

SEP এর মডারেটর নাসরিন ইসলাম রিতার উপস্থাপনায় সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটি শেষ হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন SEP এর ফাউন্ডার এডমিন কাজী ইমরান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুসফেরা জাহান, এডমিন (SEP) ও ফাউন্ডার (প্রত্যয়ী)।

অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলো কলারোয়া নিউজ ও আওয়ার নিউজ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ভোমরা টু পদ্মশাঁখরা সড়ক যেনো মরণ ফাঁদ!

গাজী হাবিব, সাতক্ষীরা: খানাখণ্ডকে পরিণত গর্তে পানি জমে থাকা জায়গাটা হচ্ছে -সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণসভা অনুষ্ঠিত

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় সাহিত্যিক মোহাম্মদ ওয়াজেদ আলী ও কবি আজিজন্নেছা স্মরণেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সবুজ উদ্যোগ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক সেশন

রুহুল কুদ্দুস, সাতক্ষীরাঃ সাতক্ষীরায় উদ্যোক্তা তৈরীতে যুব সদস্যদের নিয়ে সবুজ উদ্যোগের উপরবিস্তারিত পড়ুন

  • সারাদেশে নারী নির্যাতন, অপহরণ ও খুন গুমের দুষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় গণপ্রতিবাদ
  • সাতক্ষীরা রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজে সড়ক নিরাপত্তা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান
  • তালার ইউএনওসহ দুই কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দিলো জাবি এ্যালামনাই এসোসিয়েশন
  • সাতক্ষীরা প্রেসক্লাবে সাবেক এমপি হাবিবকে ফুলেল শুভেচ্ছা
  • সাতক্ষীরার প্রাণসায়ের খালপাড়ে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
  • সুপ্রভাতের প্রায়ত সম্পাদকের পিতার মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাতক্ষীরার লাবসা গ্রামকে আদর্শ গ্রাম ঘোষণা করলেন জেলা প্রশাসক
  • সাতক্ষীরায় সাহিত্যপাতার নতুন অফিসের উদ্বোধন
  • কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী
  • দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাতক্ষীরায় বিএনপির দুই নেতা বহিষ্কার