শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করায় তৈয়ব হাসান বাবুকে কলারোয়ায় সংবর্ধনা

সাতক্ষীরার কলারোয়ায় জাতীয় ক্রীড়া পুরস্কার লাভ করায় এএফসির এ্যালিট প্যানেল রেফারি এবং সাবেক ফিফা রেফারি সাতক্ষীরার সন্তান তৈয়ব হাসান শামসুজ্জামান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ মে) বিকেলে সরকারি হাইস্কুল ফুটবল মাঠে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। সেসময় ফুলেল শুভেচ্ছার পাশাপাশি ক্রেস্ট প্রদান করে সংবর্ধিত ব্যক্তিকে সম্মাননা জানানো হয়।

কলারোয়ায় চলমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনুর্ধ-১৭) এর কলারোয়া পৌরসভা বনাম কেরালকাতা ইউনিয়ন পরিষদের মধ্যকার খেলার মধ্য বিরতিতে বিপুল সংখ্যক দর্শকদের উপস্থিতিতে ওই সংবর্ধনার আয়োজন করে উপজেলা ক্রীড়া সংস্থা। একই সাথে কলারোয়া ফুটবল রেফারি এ্যাসোসিয়েশন, ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব এবং “সেবা” স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এর পক্ষ থেকেও তৈয়ব হাসান বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্ব, ক্রীড়া সংগঠক, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ক্রীড়া পুরুষ্কার লাভ করায় তৈয়ব হাসান বাবুকে উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন দীলিপ ঘোষ।
ক্রেস্ট তুলে দেন ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী।
এছাড়া কলারোয়া ফুটবল রেফারী এ্যাসোসিয়েশনের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন আলহাজ্ব আব্দুর রহিম বাবু ও ক্রেস্ট প্রদান করেন থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, ফেন্ডস স্পোর্টিং ক্লাবের পক্ষে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন দীলিপ ঘোষ ও ক্রেস্ট তুলে দেন সভাপতি বিএম আব্দুর রশিদ কচি এবং কলারোয়া পৌরসভার পক্ষে মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেবা’র পক্ষে ফুলের মালা পরিয়ে দেন সেবার উপদেষ্টা এ্যাড শেখ কামাল রেজা এবং সেবা’র নিজস্ব জার্সি পরিয়ে দেন সেবার আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন।

এদিকে, কলারোয়া পৌরসভার মেয়র মনিরুজ্জামান বুলবুল পৌরসভার পক্ষে জার্সি পরিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান সংবর্ধিত ব্যক্তিকে।

কলারোয়ার ক্রীড়াঙ্গনের সঙ্গে নিজের জড়িয়ে থাকার স্মৃতিচারণ করে তৈয়ব হাসান শামসুজ্জামান বাবু বলেন, ‘আল্লাহর রহমতে ও সকলের সহযোগিতায় আমি যে সন্মান অর্জন করেছি তা সাতক্ষীরাবাসীর অর্জন এবং বাংলাদেশের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে। আমি কলারোয়ার এই ফুটবল মাঠে অনেক ম্যাচ পরিচালনা করেছি খুলনা ও সাতক্ষীরার নামী রেফারিদের সাথে। আজ আমি কলারোয়ায় সংবর্ধিত হয়ে সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম মোরশেদ আলী, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর শফিউল আলম, আসাদুজ্জামান তুহিন, জাহাঙ্গীর হোসেন, আলফাজ হোসেন, শেখ জামিল হোসেন, প্রশাসনিক কর্মকতা আরিফ হোসেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ কামাল রেজা, রেফারি ফারুক হোসেন স্বপন ও মাসউদ পারভেজ মিলন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা শিক্ষা অফিসার মীর মুস্তাফিজুর রহমানের বিদায়ী সংবর্ধনা দেয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অনলাইন প্লাটফরম ব্যবহারের মাধ্যমে যৌন নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক সভা

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলায় কমিউনিটি পর্যায়ে, শিশু পাচার, বাল্যবিবাহ, নিরাপদ অভিবাসনসহ অনলাইনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় সড়ক ও জনপদ অধিদপ্তরের উইকেয়ার প্রকল্পের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি: সড়ক ও জনপদ অধিদপ্তরের পশ্চিম অর্থনৈতিক করিডোর এবং আঞ্চালক বিকাশবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দোকান ঘর ভাংচুর ও মালামাল লুট করে জমি দখলের চেষ্টার অভিযোগ
  • কলারোয়ায় আলতাফ হোসেন লাল্টুর সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় ভেজাল আইসক্রীমে সয়লাব, শিশুরা মারাত্নক স্বাস্থ্য ঝুঁকিতে
  • কলারোয়া শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে সম্পাদকসহ ৩পদে বিজয়ী যারা
  • কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সাথে ওসির মতবিনিময় সভা
  • কলারোয়ায় বিছলিকাটা মেশিনে হাতের কব্জি বিচ্ছিন্ন হলো এক শিশুর
  • কলারোয়ায় আম বাগানে বৃদ্ধের ঝুল*ন্ত লা*শ
  • কলারোয়ায় শিশুদের শিক্ষামূলক প্রতিযোগিতা
  • কলারোয়ায় স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর আত্মহত্যা!
  • কলারোয়ায় চাকুরীজীবী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সাধারণ সভা
  • সাতক্ষীরায় সেঁজুতি এমপির নগরঘাটার কাপাসডাঙ্গা ও কালীবাড়ির বাসন্তী পূজা প্ররিদর্শন
  • কলারোয়ায় তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর দাবি