সোমবার, আগস্ট ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জোড়া পেনাল্টি মিস রামোসের, জয় পেল না স্পেন

ম্যাচ জেতার অসংখ্য সুযোগ পেয়েছিল স্পেন। কিন্তু কাজে লাগাতে পারেনি একটিও। সবচেয়ে সহজ দুই সুযোগ হাতছাড়া করেছেন খোদ অধিনায়ক সার্জিও রামোস। দুইটি পেনাল্টি পেয়েও গোল করতে সক্ষম হননি তিনি, ব্যর্থ হয়েছেন দুইবারই। যে কারণে ম্যাচও জিততে পারেনি স্পেন।

শনিবার রাতে উয়েফা নেশনস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হয়েছিল স্পেন। ম্যাচটি জিতলেই এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যেত তারা। কিন্তু তা হয়নি। দুই পেনাল্টি মিসের মাশুল দিয়ে ১-১ গোলে ড্র করেছে তারা। ফলে নেমে গেছে টেবিলের দুই নম্বরে।

‘এ’ লিগের চার নম্বর গ্রুপের পঞ্চম রাউন্ডের সব ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের অবস্থা বেশ জমজমাট। দুইটি করে জয় ও ড্র’তে ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে স্পেন। সমান ম্যাচে ২ জয় ও ৩ ড্র’তে ৯ পয়েন্ট নিয়ে সবার ওপরে জার্মানি। তিন নম্বরে থাকা ইউক্রেনের সংগ্রহ ৬ পয়েন্ট।

যার ফলে এখন শেষ রাউন্ডের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে এই গ্রুপের ভাগ্য। গ্রুপের শেষ ম্যাচে একে অপরের মুখোমুখি হবে স্পেন ও জার্মানি। এই ম্যাচের জয়ী দল পাবে নেশনস লিগের ফাইনালসে খেলার টিকিট, আর ম্যাচ ড্র হলে পাবে জার্মানি। কোনো সুযোগ নেই গ্রুপের অন্য দুই দল ইউক্রেন ও সুইজারল্যান্ডের সামনে।

স্পেনের সমীকরণ এতটা জটিল হতো না যদি তারা শনিবার সুইজারল্যান্ডের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিতে পারত। ম্যাচের ৭০ শতাংশের বেশি সময় বলের নিয়ন্ত্রণ রাখা, অন্তত ২০ বার আক্রমণে ওঠা কিংবা ৭টি শট লক্ষ্য বরাবর রেখেও একটির বেশি গোল পায়নি তারা। সেটিও ছিল ম্যাচের সমতা ফেরানো গোল।

ম্যাচের প্রথমার্ধে ২৬ মিনিটের সময় অনেকটা খেলার ধারার বিপরীতে স্পেনের জালে বল জড়ায় সুইজারল্যান্ড। সার্জিও রামোসকে বোকা বানিয়ে ফ্রেউলারকে দারুণ এক পাস দেন এমব্রালো। খালি জায়গায় বল পেয়ে সেটি জালে জড়াতে ভুল করেননি মিডফিল্ডার রেমো ফ্রেউলার। এই এক গোলে জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুলেছিল সুইজারল্যান্ড।

কিন্তু একের পর এক পেনাল্টি উপহার দিয়ে পরাজয়ের শঙ্কায় পড়ে যায় তারা। ম্যাচের ৫৭ মিনিটের সময় রদ্রিগেজের হ্যান্ডবলে পেনাল্টি পায় স্পেন। কিন্তু স্পটকিক থেকে দুর্বল এক শট নেন অধিনায়ক রামোস। যা খুব সহজেই ফিরিয়ে দেন সুইজারল্যান্ডের গোলরক্ষক ইয়ান সোমার।

পরে ৭৯ মিনিটে আবারও পেনাল্টি পায় স্পেন। এবার আলভারো মোরাতাকে ডি-বক্সের মধ্যে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন নিকো এলভেদি, ম্যাচে সমতা ফেরানোর সহজ সুযোগ আসে স্পেনের সামনে। এবার যেন আরও দুর্বল শট নেন রামোস। যেটি কোনো ঝামেলা ছাড়াই ফেরান সোমার।

দুই পেনাল্টি ঠেকিয়ে দিয়ে জয়ের আশাই দেখছিল সুইজারল্যান্ড। কিন্তু নির্ধারিত সময়ের ১ মিনিট বাকি থাকতে স্পেনকে একটি পয়েন্ট এনে দেন জেরার্ড মোরেনো। তার বুলেট গতির শটে শেষ হয়ে যায় সুইজারল্যান্ডের জয়ের স্বপ্ন।

একই রকম সংবাদ সমূহ

নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

আইপিএলের বিজয় অনুষ্ঠানে পদপিষ্টের জের। বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হলো নারী ওয়ানডেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতিবিস্তারিত পড়ুন

ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রিকেটারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ কর্মশালা
  • শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট
  • কলারোয়ার কেঁড়াগাছি‌তে ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সপ্তগ্রামের জয়
  • কলারোয়ার‌ কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের ২য় খেলোয় স্বাগতিকদের জয়
  • ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস
  • বিরল ঘটনা ফুটবলে, দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে বাংলাদেশ-ভুটান ম্যাচ
  • তালায় জুলাই আহ*ত-নিহ*তদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট
  • ‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’
  • মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল