বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

নড়াইলে হত্যাসহ ডাকাতি মামলার রহস্য উদঘাটন: আসামী গ্রেফতার

নড়াইলের লোহাগড়ায় হত্যাসহ একটি ডাকাতি মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করেছে যশোরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন( পিবিআই)।

পিবিআইএর যশোর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন এর দিক নির্দেশনায় এসআই মোঃ আরিফুর রহমান ফারাজীর পিবিআই সোমবার রাত সাড়ে দশটার সময় লোহাগড়া উপজেলার উলা গ্রামের বাদশা শেখের ছেলে মোঃ জিল্লুর রহমান জিল্লু (২৪)কে জনৈক হৃদয় চৌকিদার এর বাড়ির সামনে হতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিল্লুর রহমান উক্ত ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। এবং মঙ্গলবার অভিযুক্ত জিল্লুর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার বিবরনে জানা যায়, গত ২০১৬ সালের ০৫ ফেব্রুয়ারী রাত সাড়ে এগারটার দিকে লোহাগড়া উপজেলার কোলা গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে মোঃ আমিরুল ইসলাম টনিক (৩৬) বর্তমান ঠিকানা মহাঘুনি বাড়িতে ঘুমিয়ে ছিল। তার ঘুমিয়ে থাকাকালীন সময়ে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে বাড়ির দক্ষিণ পাশের গ্রিল ভেঙ্গে তার ঘরে প্রবেশ করে।

তার ঘরে থাকা আলমারী খোলার চেষ্টাকালে ভিকটিমের ঘুম ভেঙ্গে গেলে অজ্ঞাতনামা চোরেরা তাদের হাতে থাকা ছ্যান দা দিয়ে মাথার উপরে কোপ মেরে পালিয়ে যায় এবং ভিকটিমও জখম অবস্থায় চোর চোর বলতে বলতে তাদের পিছু ধাওয়া করে। কিছুক্ষণ পর সে মাটিতে পড়ে যায়।

উক্ত ঘটনা ভিকটিমের স্ত্রী অরিন বেগম তার পরিবারের সকলকে জানালে তারা ভিকটিমের চিকিৎসার জন্য লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তার জখম গুরুতর দেখে তাদের পরামর্শক্রমে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসাপাতাল খুলনায় ২ দিন চিকিৎসার পর ভিকটিমের কোন উন্নতি না হলে তারা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল ঢাকায় নিয়ে যায় এবং চিকিৎসাধীন অবস্থায় ১৭ ফেব্রুয়ারী রাত ১১ টা ৫ মিনিটের সময় তার মৃত্যু হয়।

নিহতের ভাই মোঃ আবু সাইদ শেখ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে লোহাগড়া থানায় অভিযোগ করলে লোহাগড়া থানার মামলা নং-২২, তাং-১৮/০২/২০১৬ খ্রিঃ, ধারা-৪৫৭/৩৮২/৫১১/৩০২ পেনাল কোড রুজু হয়।

নড়াইল জেলা পুলিশ প্রায় সাড়ে ৩ বছর তদন্তকার্য পরিচালনা করে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন এবং অপরাধী গ্রেফতার করতে না পারায় মামলাটি পিবিআইকে হস্তান্তর করেন।

পিবিআই, যশোর জেলা ২০১৯ সালে উক্ত মামলাটির তদন্তভার গ্রহণ করে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশি অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন তারিখ ও সময়ে অভিযুক্ত মোঃ সজিব খাঁন, মোঃ মনিরুল মোল্লা ও তুষার শেখকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে অভিযুক্ত সজিব খাঁন ও মনিরুল মোল্লা বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

পিবিআই, যশোর এর চৌকস দল গত ইং ১১-১০-২০২০ তারিখ হতে টানা ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে ইং ১২-১০-২০২০ তারিখ সকাল ১০.৩০ ঘটিকার সময় তদন্তে প্রকাশিত অভিযুক্ত মোঃ জিল্লুর রহমান জিল্লু (২৪), পিং-বাদশা শেখ, সাং-উলা, থানা-লোহাগড়া, জেলা-নড়াইলকে নিজ সাকিনস্থ জনৈক হৃদয় চৌকিদার এর বাড়ির সামনে হতে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিল্লুর রহমান উক্ত ঘটনায় জড়িত মর্মে স্বীকার করে। ইং ১৩-১০-২০২০ তারিখ অভিযুক্ত জিল্লুর রহমানকে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে সে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

একই রকম সংবাদ সমূহ

লবনাক্ততা ও জলাবদ্ধতা মোকাবেলা করে কৃষিকে এগিয়ে নেয়ার উপায় নির্ধারণে কৃষক প্রশিক্ষণ

বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট সাতক্ষীরা উপকেন্দ্র’র আয়োজনে লবনাক্ততা ও জলাবদ্ধতা মোকাবেলাবিস্তারিত পড়ুন

আশুরার রোজা এক বছরের গুনাহ মাফের সুযোগ

আশুরা হলো মহররম মাসের ১০ তারিখ, যা ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাসের একটিবিস্তারিত পড়ুন

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার পরিবর্তন হয়নি : নাহিদ ইসলাম

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও ফ্যাসিস্ট ব্যবস্থার এখনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

  • ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, সাধারণ ছুটি ঘোষণা
  • ২০১৮’র প্রহসনের নির্বাচনের আগে গোপন বৈঠক হয় যেখানে
  • সংসদ নির্বাচনে ৪.৮ মিলিয়ন ডলার দিচ্ছে জাপান
  • সাতক্ষীরা প্রেসক্লাবে সাংবাদিকদের ওপর হা*মলার প্রতিবাদে মানববন্ধন, গ্রে*প্তার-১
  • ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন: সিইসি
  • সেই একান্ত বৈঠকে কী বলেছিলেন প্রধান উপদেষ্টা, জানালেন সিইসি
  • জুলাই আন্দোলন দমাতে ৩ লাখ রাউন্ড গু*লি ছোড়া হয়
  • ‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
  • শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি : নাহিদ
  • ‘আ.লীগ কখনই শোধরাবে না, সুযোগ পেলে আগের চেয়েও ভয়ঙ্কর হবে’
  • জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহবান প্রধান উপদেষ্টার
  • কর্মস্থল থেকে উধাও : চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত