বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মণিরামপুরে একই দিনে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২, আহত- ৯

যশোরের মণিরামপুরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে একজন আইনজীবী, একজন কলেজ ছাত্র নিহত হয়েছে। দুটি সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে আট জন।

জানা গেছে- যশোর-চুকনগর সড়কের ফকিররাস্তা ছাতিয়ানতলা নামক স্থানে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি-২০২৩) সকাল সাড়ে ৮টার দিকে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এই ভয়াবহ দুর্ঘটনায় বিধানচন্দ্র রায় (৫৫) নামের এক আইনজীবীর নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন আহত হয়েছেন।
নিহত আইনজীবী বিধানচন্দ্র রায় বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মনোরঞ্জন রায়ের ছেলে।
একই পরিবারে আহত চারজন হলেন- খুলনার সোনাডাঙ্গার শেখপাড়া এলাকার এম এন জোয়ারদার (৫৬), হোসনেয়ারা (৫৪), জলি জোয়াদ্দার (৫০), শওকত আরা (৪২)। এ ছাড়া আহত হয়েছেন মাইক্রোবাসের চালক লিটন হোসেন (৪৫)।
খবর পেয়ে মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে পাঠিয়েছে। পরে চিকিৎসক আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস বলেন- মামলা সংক্রান্ত জটিলতা থাকায় মঙ্গলবার সকালে আইনজীবীকে সঙ্গে নিয়ে খুলনার সোনাডাঙ্গা থেকে মাইক্রোবাসে চার ভাই-বোন চুকনগর হয়ে ঝিনাইদহ যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মণিরামপুরের ছাতিয়ানতলা পৌঁছালে কেশবপুরগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে হতাহতের ঘটনা ঘটে।
সকালে ঘন কুয়াশা থাকায় দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তন্ময় বিশ্বাস বলেন- দুর্ঘটনার পর ছয়জনকে হাসপাতালে এনেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে বিধানচন্দ্র রায় নামের একজন আইনজীবীকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

অপর দিকে, মণিরামপুর উপজেলার রাজগঞ্জ-পুলেরহাট সড়কের কোদলাপাড়া জামতলা মোড়ে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাকিবুল হাসান রনি (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি-২০২৩) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ তিন যাত্রী।
নিহত রনি মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের বাগডোব গ্রামের নুরুন্নবীর ছেলে ও স্থানীয় মাতৃভাষা মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির ছাত্র।
খেদাপাড়া ক্যাম্প পুলিশের সহকারি উপ পরিদর্শক (এএসআই) মিলন হোসেন বলেন- মঙ্গলবার বিকেলে রনি মোটরসাইকেল চালিয়ে খেদাপাড়া বাজারের দিকে যাচ্ছিলো। এসময় কোদলাপাড়া জামতলা নামক স্থানে পৌঁছুলে খেদাপাড়া বাজারের দিক থেকে আসা একটি ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এবং রাস্তার উপরে ছিটকে পড়ে গুরুতর জখম হয় রনি।
এএসআই মিলন বলেন- মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হওয়া ইজিবাইকে তিনজন যাত্রী ছিলেন। সংঘর্ষে ইজিবাইকের চালকসহ যাত্রীরা আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে দায়িত্বরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। বাকিরা ওই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান এ দুটি দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

নারীদের উন্নয়নে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন- এমপি ইয়াকুব আলী

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য আলহাজ এস এম ইয়াকুববিস্তারিত পড়ুন

শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প পরিদর্শন করেছেন সিনিয়র সচিব

হেলাল উদ্দিন, মনিরামপুর: যশোরের মনিরামপুর উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা-বেগমপুর এলাকায় শেখ জহুরুলবিস্তারিত পড়ুন

যশোরের ঝাঁপা ইউপি চেয়ারম্যান মন্টুর পিতার ইন্তেকাল, এমপি ইয়াকুব আলীর শোক

যশোরের মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মবিস্তারিত পড়ুন

  • মনিরামপুরে ট্রাকে মাটি পরিবহনে সড়কের ক্ষতি, ব্যবসায়ীকে জরিমানা
  • মনিরামপুরে মুক্তেশ্বরী নদীর মাটি খনন করতে গিয়ে কষ্টিপাথরের একটি মূর্তি উদ্ধার
  • এমপি ইয়াকুব আলীকে যশোরের রাজগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
  • মনিরামপুরে প্রাইভেটকারের ধাক্কায় যুবক নিহত
  • মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মনিরামপুরে ট্রাকচাপায় এতিম শিশু নিহত
  • মনিরামপুরে ককটেল বিষ্ফোরণে দুই শিশু আহত, ৮টি তাজা ককটেল উদ্ধার
  • তিনদিনের ব্যবধানে মনিরামপুরে দুই শিশু শিক্ষার্থীর আত্মহত্যা
  • মনিরামপুরের রাজগঞ্জ প্রেসক্লাবের নেতৃত্বে রবি-জসিম
  • মনিরামপুরে অনলাইন জুয়া খেলায় জড়িতের অভিযোগে গ্রেপ্তার ৫
  • মনিরামপুরে মেডিকেলে চান্স পাওয়া ৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
  • মনিরামপুরে ট্রাক ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে নিহত ২
  • মনিরামপুরে পুলিশ কর্মকর্তার ওপর হামলার অভিযোগ দুই কাউন্সিলরের বিরুদ্ধে
  • error: Content is protected !!