শুক্রবার, আগস্ট ১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সংসদীয় আসনের সীমানা: খসড়া গেজেটে ক্ষুব্ধ আশাশুনি- শ্যামনগরবাসী

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার দুটি সংসদীয় আসন পুন:নির্ধারণ সংক্রান্ত নির্বাচন কমিশন কর্তৃক খসড়া গেজেট প্রকাশ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলার আশাশুনি ও শ্যামনগর উপজেলার রাজনৈতিক দলের নেতাবৃন্দসহ সাধারণ মানুষ। বৈষম্যের শিকার হয়েছে উল্লেখ করে তারা প্রকাশিত গেজেট বাতিল করে পূর্বের ন্যায় ৫ টি আসনে সাতক্ষীরাকে বিন্যাসের দাবি জানিয়েছেন।

এদিকে আসন বিন্যাসের খবর জানার পরপরই বুধবার রাতে শ্যামনগরে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। তারা নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানায়। একই সাথে বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে আশাশুনি উপজেলা সদরে বিক্ষোভ করেছে উপজেলা বিএনপি।

সাতক্ষীরা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমের একটি প্রশাসনিক অঞ্চল। এর উত্তরে যশোর, পূর্বে খুলনা, দক্ষিণে বঙ্গোপসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত। ঐতিহ্য ও সমৃদ্ধে ভরপুর এ জেলা। ১৯৮৬ সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের সময় ৫টি সংসদীয় আসন নিয়ে সাতক্ষীরা জেলা গঠিত হয়। কিন্তু ২০০৬ সালে ১টি আসন বিলুপ্ত করে, করা হয় ৪টি আসন। যা এই অঞ্চলের সঙ্গে বৈষম্য এবং মানুষের মধ্যে একটি ক্ষোভ সৃষ্টি করে। ফের সাতক্ষীরার দুটি আসন বিন্যাসের খবরে নতুন করে ক্ষোভের সঞ্চার হয়েছে বিএনপি ও জামায়াত দলীয় নেতাকর্মীদের মাঝে।

সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ড: মনিরুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বাতিল না করলে আমরা প্রয়োজনে শ্যামনগরের সর্বস্তরের জনসাধারণকে সাথে নিয়ে শ্যামনগর থেকে ঢাকা পর্যন্ত লং মার্চ করব।

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির বলেন, আমরা এই আসন বিন্যাসের তীব্র প্রতিবাদ জানাই। সংসদীয় আসন পুনর্বিন্যাস সংক্রান্ত নির্বাচন কমিশনারের গেজেট বাতিল করে পূর্বের আসন বহাল রাখার দাবি জানাচ্ছি।

আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হেদায়েতুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্ত আমরা মানবো না। কেননা শ্যামনগরের সাথে আশাশুনি উপজেলার কোন যোগাযোগ নেই। আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী ১০ দিনের মধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ করব। এছাড়া নির্বাচন কমিশনারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা বৃহস্পতিবার বিকালে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছি।

আশাশুনি উপজেলা জামায়াতের আমির তারিকুজ্জামান তুষার বলেন, নির্বাচন কমিশন কর্তৃক এই আসন বিন্যাসের আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের দাবি আশাশুনিকে পূর্বের মতো আলাদা একটি আসন করে ৫ টি সংসদীয় আসন করা হোক। আশাশুনির সাথে শ্যামনগরকে নিয়ে আসন বিন্যাস আমরা মানব না। আমরা এ বিষয় নির্বাচন কমিশনের দ্রুত অভিযোগ করব।

প্রসঙ্গত, জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ৩৯টির সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন জেলায় পরিবর্তন এনে বুধবার (৩০ জুলাই) সংসদীয় আসনের সীমানার খসড়া চূড়ান্ত করা হয়েছে সরকার। কিন্তু সেখানে আবারও সাতক্ষীরার মানুষের সঙ্গে বৈষম্য করা হয়েছে।

দেশের সবচেয়ে বড় উপজেলা ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ জনপদের নাম শ্যামনগর । একইভাবে আশাশুনিও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ একটি উপজেলা। দুটি উপজেলার ভৌগোলিক অবস্থান বা সড়ক যোগাযোগ ব্যবস্থা মোটেও সুবিধাজনক অবস্থানে নেই। উপজেলা দুটির মানুষও কখন এমন আসন বিন্যাসের কথা চিন্তা করেনি। এখানে দুটি আলাদা সংসদীয় আসন অতিব জরুরি।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতান্ত্রিক প্রতিটি অধিকার আদায়ের সংগ্রামে সাতক্ষীরার মানুষ সবসময় সামনের কাতারে থেকেছে। দক্ষিণবঙ্গের মানুষের এই আত্মত্যাগ ও অবদানের মধ্যে ইতিহাসে সামনের পাতায় থাকবে সাতক্ষীরা। তাই ৪টি নয় ৫টি সংসদীয় আসন চায় সাতক্ষীরাবাসী। এটি এ অঞ্চলের প্রাণের দাবি।

সাতক্ষীরার ৪টা আসনের মধ্যে তালা-কলারোয়া (১), সদর (২) আসন সীমানা নিয়ে কারোরই কোনো আপত্তি নেই। কিন্তু বিপত্তি, ৩ এবং ৪ আসন নিয়ে। এই দুই আসনের সীমানা পরিবর্তন করে ৩টি আসন করা যায়। যেমনটি সাতক্ষীরার শুরু থেকে হয়ে আসছিল। ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, প্রাকৃতিক দুর্যোগপ্রবণতা এবং জনসংখ্যা বিবেচনায় সাতক্ষীরায় ৫টি সংসদীয় আসন করার জোর দাবি জানায়।

কারণ, আসনের সীমানা পরিবর্তন করে খসড়া চূড়ান্ত করা হয়েছে, তাতে সাতক্ষীরার মানুষের সাথে বৈষম্য সৃষ্টি হয়েছে। এই বৈষম্য দূর করে, এই মজলুম জনপদের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি সকলের। সাতক্ষীরার মানুষ প্রত্যাশা করেছে, অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন আসন বন্টনের খসড়া পুনঃ বিবেচনা করবে। সেই সাথে সাতক্ষীরায় ৫টি সংসদীয় আসন করে সীমানা নির্ধারণ করবে।

তবে ৩০ জুলাই রাতে প্রকাশ করা ওই খসড়া তালিকায়- পুন:নির্ধারণ করা আসন নিয়ে স্থানীয় বাসিন্দাদের নিকট থেকে দাবী/আপত্তি/সুপারিশ /মতামত আহবান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

এবিএম কাইয়ুম রাজ, শ্যামনগর: জলবায়ু পরিবর্তন সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেবিস্তারিত পড়ুন

শ্যামনগরের স্পিরিট কল প্রকল্পের ইউনিয়ন কমিটির ত্রৈমাসিক সভা

জি.এম আবুল হোসাইন: শ্যামনগরের ১২নং গাবুরা ইউনিয়ন পরিষদ হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স’রবিস্তারিত পড়ুন

শ্যামনগরে বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প: সেবা পেলেন শতাধিক নারী

জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুর্যোগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধিরবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরে জলবায়ু অধিপরামর্শ ফোরামের সমন্বয় সভা
  • শ্যামনগরে জামায়াতের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
  • নদী খনন কাজ পরিদর্শনে বিএনপি নেতা আবুল হোসেন আজাদ
  • শ্যামনগরে বজ্রপাতে প্রাণ গেল চিংড়ি চাষির
  • শ্যামনগরের কালিঞ্চীর কাঁচা রাস্তায় চরম দুর্ভোগ
  • নীরব এক সংগ্রামী আলোকবর্তিকা- এবিএম কাইয়ুম রাজ
  • শ্যামনগরে যুব জামায়াতের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • শ্যামনগরে উপকূলীয় নারীদের প্রশিক্ষণ দিয়েছে সিসিডিবি
  • শ্যামনগরের মানিকখালী-রমজাননগর সড়কের কালভার্টে বেহাল দশা, চলাচলে ঝুঁকি
  • শ্যামনগরে রাস্তায় পানি, জনদুর্ভোগ চরমে
  • শ্যামনগরে চেতনানাশক স্প্রে করে দুই পরিবারের সর্বস্ব লুট