মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্টাটিকস’র উদ্যোগে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান

সাতক্ষীরা সদরের মাধ্যমিক ও সমমান শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় শহরের কমালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার লেক ভিউতে স্টাটিকস শিক্ষা সহায়ক সংস্থা সাতক্ষীরার আয়োজনে সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “মহান স্বাধীনতার মাসে বঙ্গবন্ধুসহ তাঁর শহিদ পরিবার, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধ শহিদ ও ভাষা শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমিসহ আপনারা সকলে একটি সুন্দর সাতক্ষীরা গড়ার স্বপ্ন দেখি। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় পারে স্বপ্ন বাস্তবায়ন করতে। আমরা বসবাস করি একটি বি গ্রেডের জেলায়। আমাদের সাতক্ষীরাকে এ গ্রেডের জেলায় রুপান্তরিত করতে হবে। এ ক্যাটাগরির জেলা করতে সকলের সহযোগিতা দরকার। অনেক জেলায় ১০/১২ লক্ষ মানুষের বসবাস সেখানে আমাদের জেলায় ২২/২৩ লক্ষ মানুষের বসবাস। তুলনা অনুযায়ী আমাদের জেলায় উন্নয়নে অন্য জেলার থেকে কম বরাদ্ধ পায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অস্বচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের লেখা-পড়ার চালিয়ে যাওয়ার জন্য স্টাটিকস এর এই আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ শিক্ষার্থীদের সফলতার জন্য অনন্য ভূমিকা রাখবে বলে আমি মনে করি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খেজুরডাঙ্গা আরকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান, সাতক্ষীরা পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল ইসলাম, স্টাটিকস’র সহ-সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, স্টাটিকস’র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ রেজওয়ান আলী, নির্বাহী সদস্য মো.আব্দুর রব ওয়ার্ছি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. অপূর্ব মজুমদার, সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাকিবুর রহমান বাবলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, শিক্ষা ও উপবৃত্তি সম্পাদক মো. আমিরুল ইসলাম, নির্বাহী সদস্য ও এম আর পরিবহনর চেয়ারম্যান মো. নুরুল হক, মো. মিজানুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অস্বচ্ছল পরিবারের মেধাবী ১০০ জন শিক্ষার্থীর মাঝে আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শিক্ষা উপকরণের মধ্যে ছিল স্কুল ব্যাগ, স্কেল বক্স, খাতা ও কলম। এসময় স্টাটিকস’র সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন স্টাটিকস’র যুগ্ম সম্পাদক মো. শফিকুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা গ্রেপ্তার

আবুল কাসেম: সাতক্ষীরা-ভোমরা মহাসড়কের আলীপুর ঢালীপাড়ায় এক ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়েরবিস্তারিত পড়ুন

ধুলিহরে শীতার্তদের মাঝে তাকদীর আহসান রুবেলের কম্বল বিতরন

মেহেদী হাসান শিমুল:- সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তাকদীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার রসুলপুর মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই উদ্বোধন

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার গোরস্তান সংলগ্ন রসুলপুর জান্নাতুল ফিরদাউস কুরআনিয়া মাদ্রাসা ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আইনজীবী ফোরামের দোয়া মাহফিল
  • সাতক্ষীরায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • ঝাউডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • সাতক্ষীরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধন
  • অসুস্থ সাংবাদিক হাফিজকে দেখতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যান পরিষদের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার নয়া জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা আইনজীবী সহকারী সমিতির
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • শহীদ জিয়ার জন্মদিনে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়ানুষ্ঠান
  • শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল
  • সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
  • সাতক্ষীরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা