বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা শহরের পলাশপোলে ভাগ্নি শাহানারা খাতুন রিনা কর্তৃক মামাদের ক্রয়কৃত সম্পত্তির অবৈধভাবে দখল নিতে একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও মিথ্যাচারের অভিযোগ উঠেছে।

বুধবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এ সব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন সদর উপজেলার নারায়নজোল গ্রামের মৃত হোসেন আলী মোড়লের পুত্র ও রিনার মামা তবিবুর রহমান।

তিনি তার লিখিত বক্তব্যে বলেন, বিগত ১৯৮০ সালে আমার প্রবাসী ভাই মাহাবুবর রহমান তার নিজ নামে পলাশপোল মৌজায় জে এল নং-৯৪, খতিয়ান নং- এস এ ২১৭৬, এস এ দাগ নং- ৬০৭০, ডিপি খতিয়ান নং-৬৬৮৬, বিআরএস দাগ নং- ১৩৮১৯, মোট ২.৫০ শতক সম্পত্তি ক্রয় করে। এরপর সেখানে ঘর নির্মাণ করে দীর্ঘ ৪০ বছর যাবত আমরা শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছিলাম। আমার ভাই প্রবাসে থাকার কারনে উক্ত সম্পত্তির সকল দেখাশোনার দায়িত্ব আমার উপর। একই দাগে উক্ত সম্পত্তির পিছনে ১৯৮৫ সালের দিকে আমার বোনাই শেখ শহিদুল ইসলাম ৩.২৫ শতক সম্পত্তি ক্রয় করে। পরবর্তীতে তিনি তার সম্পত্তি নিজের কন্যা শাহানারা খাতুন রিনার নামে হেবানামা করে দেন। উক্ত সম্পত্তিতে রিনা দুটি ঘর নির্মাণ করে ভাড়া দেয়। সেখানে ভাড়াটিয়াও রয়েছেন। সম্প্রতি আমাদের ক্রয়কৃত সম্পত্তিতে থাকা পুরাতন ঘর ভেঙে নতুন ঘর নির্মাণের কাজ শুরু করলে ভাগ্নি শাহানারা খাতুন রিনা উক্ত সম্পত্তি তার দাবি করে বিভিন্ন চক্রান্ত শুরু করে। অথচ তার সম্পত্তিতে দুটি ঘর সেভাবেই রয়েছে। আমি তার সম্পত্তির কোন ঘর ভাংচুর করিনি। প্রকৃতপক্ষে রিনাদের সম্পত্তি আমার সম্পত্তির পিছনে কিন্তু বর্তমানে সামনের সম্পত্তির মূল্য বৃদ্ধি হওয়ায় কৌশলে অবৈধভাবে আমাদের দীর্ঘদিনের ভোগ দখলীয় সম্পত্তি দখলের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে আমার বিরুদ্ধে প্রায় ডজন খানেক মিথ্যা মামলা দায়েরসহ ভিত্তিহীন অভিযোগ দায়ের করে হয়রানি করে যাচ্ছে। যা মহামান্য আদালতে বিচারাধীন রয়েছে। সব মামলাগুলোই মিথ্যা, ভিত্তিহীন ও কাল্পনিক।

তার চক্রান্তের কাছে আমরা অসহায় হয়ে পড়েছি। আমি তার মামা তারপরও শুধু মাত্র সামনের সম্পত্তি দখলের মোহে আমাকে দিশেহারা করে তুলেছে। পত্র-পত্রিকায় বার বার মিথ্যা ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করে যাচ্ছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরো বলেন, রিনা বিভিন্ন সময়ে এনজিও কর্মী, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন পরিচয় দিয়ে অবৈধ সুবিধা হাসিল করে যাচ্ছে। এমনকি প্রকাশ্যে আমাকে হুমকি প্রদর্শন করে বলছে, প্রয়োজনে নিজের জামা কাপড় ছিড়ে শ্লীলতাহানির মামলায় জড়িয়ে হলেও ওই সম্পত্তি দখল নিবে। জমি দখলের লক্ষে কালিগঞ্জ, শ্যামনগরসহ বিভিন্ন এলাকা থেকে ভাড়াটিয়া বাহিনী নিয়ে এসে এলাকায় অস্ত্রের মহড়া প্রদর্শন করে যাচ্ছে। এছাড়া তার চাচা জাহাঙ্গীর, ইমদাদুল, আলমগীর, সেলিম ও রিনার স্বামীর পরিচয়দানকারী ইমরানসহ অনেকেই আমাকে হুমকি ধামকিসহ গালিগালাজ করে যাচ্ছে। তারা যে কোন সময় সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটানোর পায়তারা চালাচ্ছে। নারী হওয়ার সুবাদে বিভিন্ন দপ্তরে গিয়ে কান্নাকাটি করে সকলকে তার পক্ষে নেওয়ার চেষ্টা করে।

সংবাদ সম্মেলন থেকে তিনি এ সময় পর সম্পদলোভী রিনার কবল থেকে তাদের নিজের রের্কর্ডীয় সম্পত্তি রক্ষা এবং ডজনখানেক মিথ্যা মামলার দায় হতে অব্যহতি পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিস্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ঝাউডাঙ্গা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি : ঝাউডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ঋত্বিকা(৬) নামে এক শিশুর মৃত্যুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

কলারোয়ার জয়নগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

দেবাশীষ চক্রবর্ত্তী বাবু: কলারোয়ার জয়নগর ইউনিয়নের খোর্দ্দবাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়নবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের মূল হোতা গ্রেপ্তার
  • ধুলিহরে শীতার্তদের মাঝে তাকদীর আহসান রুবেলের কম্বল বিতরন
  • সাতক্ষীরার রসুলপুর মাদ্রাসা ও এতিমখানার ছাদ ঢালাই উদ্বোধন
  • সাতক্ষীরায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আইনজীবী ফোরামের দোয়া মাহফিল
  • সাতক্ষীরায় যৌন শোষণ ও নির্যাতন প্রতিরোধে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
  • ঝাউডাঙ্গায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
  • সাতক্ষীরায় জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলার উদ্বোধন
  • অসুস্থ সাংবাদিক হাফিজকে দেখতে গেলেন সাতক্ষীরা সাংবাদিক কল্যান পরিষদের নেতৃবৃন্দ
  • সাতক্ষীরার নয়া জেলা ও দায়রা জজকে ফুলেল শুভেচ্ছা আইনজীবী সহকারী সমিতির
  • শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব
  • শহীদ জিয়ার জন্মদিনে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়ানুষ্ঠান