রবিবার, জুলাই ২৭, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায়

‘সাদাকে সাদা আর কালোকে কালো বলুন’: সাংবাদিকদের প্রতি ইজ্জত উল্লাহ

কলারোয়া প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও আগামি নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে দলটির সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, এ জনপদের সকল মত ও পথের মানুষের সাথে একসাথে চলতে চাই। আপনি যে দল ও মতের হোন না কেন-মিল আমাদের এক জায়গায়। আমরা সকলেই কলারোয়ার মানুষ। আমরা সবাই মিলে কলারোয়াকে গড়তে চাই।

শনিবার (৫ জুলাই) বিকেলে কলারোয়া হোমিওপ্যাথিক কলেজ সম্মেলন কক্ষে উপজেলা জামায়াত আয়োজিত কলারোয়া উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. কামারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকদের উদ্দেশ্যে অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেন, আমরা চাই আপনারা সাদাকে সাদা আর কালোকে কালো বলুন।

রাজনৈতিক দল ও সাংবাদিকরা একে ওপরের পরিপূরক উল্লেখ করে তিনি বলেন, অনেক সময় একই নিউজ অবিকল অনেক পত্রিকায় চলে আসে। সেটা না করে যাচাই বাছাই করে দেখুন।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সাথে আমার সম্পর্ক থাকবে আপন ভাইয়ের মতো। আপনাদের সাথে পরিচিত হতেই এখানে এসেছি। আমি আপনাদের সহযোগিতা কামনা করি।

তিনি আরও বলেন, জামায়াতের পক্ষ থেকে এখানে (তালা-কলারোয়া) নির্বাচন করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে আমি পাশ করি আর না করি- আমাকে এ ময়দানে থাকতেই হবে। যদি মানুষ আমাকে সমর্থন করেন, আমি বেশি কাজ করতে পারব। কেননা, দায়িত্বে আসলে বেশি কাজ করার সুযোগ পাওয়া যায়।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আজ আমি পরস্পরকে চিনতে ও জানতে এসেছি। এসেছি সম্পর্কের উন্নয়ন ঘটাতে।

তালা-কলারোয়া সংসদীয় আসনে দলীয় দায়িত্ব পাওয়া অধ্যক্ষ ইজ্জত উল্লাহ আরো বলেন, তালা-কলারোয়ার জলাবদ্ধতা মানুষের সৃষ্টি। এটি দূরীকরণের জন্য আপনারা এ সমস্যা সংবাদপত্রে তুলে ধরুন। কেননা, মিডিয়া একটি বিরাট শক্তি। সেই সাথে তালা-কলারোয়ার গ্রামের রাস্তাঘাটের খারাপ অবস্থাও তুলে ধরুন সংবাদ মাধ্যমে। আপনাদের এই সংবাদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও বেশি নজরে আসবে।

সাংবাদিকদের সাথে হওয়া এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক ড. খাঁন মীজানুল ইসলাম সেলিম, সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনি, জামায়াত নেতা অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, মাওলানা আহম্মদ আলি, হাফিজুর রহমান প্রমুখ।

সাংবাদিকদের মধ্য থেকে মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কলারোয়া প্রেসক্লাবের আহবায়ক তাওফিকুর রহমান সঞ্জু, যুগ্ম আহবায়ক এমএ সাজেদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশিদুল হাসান কামরুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, কলারোয়া নিউজের প্রকাশক প্রভাষক আরিফ মাহমুদ, সাংবাদিক আতাউর রহমান, মনিরুল ইসলাম মনি, দেলোয়ার হোসেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মুস্তাক আহমেদ প্রমুখ।

অনুষ্ঠান যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম ও সাংবাদিক আরবি প্রভাষক মাওলানা আসাদুজ্জামান ফারুকী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার তপন কুমার পূজা উদ্‌যাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত

সাতক্ষীরার কলারোয়া উপজেলার তপন কুমার রায় বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের শিক্ষা শিবির অনুুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, অব্যস্থাপনায় জলাবদ্ধতার কারণ

সাতক্ষীরার কলারোয়ায় টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। তলিয়ে গেছে হাসপাতাল, সাব-রেজিস্ট্রিবিস্তারিত পড়ুন

  • কলারোয়া নিউজের সহকারি সম্পাদক দেবাশীষ চক্রবর্ত্তী জলাবদ্ধতার শিকার
  • কলারোয়া সীমান্তে ভারতীয় মদসহ বিভিন্ন পণ্য উদ্ধার
  • সাবেক এমপি হাবিবের সুস্থতা কামনা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের
  • কলারোয়া সাবেক এমপি হাবিবের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান
  • কলারোয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১ ব্যক্তির জে/ল ও জ/রি/মা/না
  • কলারোয়ায় সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র মতবিনিময়
  • কলারোয়ায় অ/প/হ/র/ণের চেষ্টাকালে আ/ট/ক ৬
  • কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি উদ্বোধন, নানান অনুষ্ঠানে ডিসি
  • কলারোয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় সাড়ে আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় যৌ*তুক-মা*রপিট-তাড়িয়ে দেয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মাম*লা
  • কলারোয়ার চন্দনপুরে বিএনপির সম্মেলনে ৯টি ওয়ার্ডে নেতৃত্বে যারা