মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঢাকা-১৭ উপনির্বাচন: প্রার্থীতা ফিরে পেলেন তারিকুল

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন কমিশনে বাতিল হওয়া তারিকুল ইসলাম ভূঁইয়া তারেকের মনোয়ন বৈধ ঘোষণা করেছেন আদালত। ফলে এই নির্বাচনে লড়তে আর কোনো বাধা থাকলো না তারেকের।

সোমবার (২৬ জুন) বেলা ১২টার দিকে এই আদেশ দেন সুপ্রীম কোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জমান ও বিচারপতি রবিউল হাসানের আদালত। এর আগে গতকাল রোববার তারিকুল ইসলামের মনোনয়ন বাতিল ঘোষণা কেন অবৈধ হবে না জানতে চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেন সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী।

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে বিবাদী করে দায়ের করা এই রিট আবেদনে তারিকুল ইসলাম ভূঁইয়ার পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিমকোর্ট বারের সাবেক সিনিয়র সহসভাপতি এডভোকেট ওয়াজিউল্লাহ এবং এডভোকেট এয়ারুল ইসলাম।

বাদী পক্ষের আইনজীবী এডভোকেট আজিম উদ্দিন পাটোয়ারী জানান, ঢাকা-১৭ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়তে ৩২৫২ জন ভোটারের স্বাক্ষর দেওয়ার বাধ্যবাধতা ছিল। অথচ তারিকুল ইসলাম ভূঁইয়া তারচেয়েও বেশি ভোটারসহ মোট ৩২৭০ জন ভোটারের তালিকা নির্বাচন কমিশনে দাখিল করেছেন। কিন্তু ভোটারের স্বাক্ষর সংবলিত কয়েকটি পাতা সরিয়ে দিয়ে তাঁর আবেদনের সঙ্গে চাহিদার তুলনায ১১৫ জন ভোটার কম রয়েছে বলে দাবি করে তারিকুল ইসলাম ভূঁইয়ার প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। পুনরায় আপিলে সেই তালিকা দেখানো হলেও ইসি আমলে না নিয়ে প্রার্থীতা অবৈধ ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারিকুল ইসলাম ভূঁইয়ার প্রার্থীতা কেন ফিরিয়ে দেওয়া হবে না জানতে চেয়ে আমরা রিট করেছিলাম। আদালত আমাদের আবেদন শুনে তার প্রার্থীতা বৈধ ঘোষণা করেছেন। ফলে ঢাকা-১৭ আসনের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়তে তাঁর আর কোনো প্রতিবন্ধকতা থাকছে না।

এর আগে নায়ক ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূণ্য হলে এই আসনের উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন জনতার অধিকার পার্টি (পিআরপি)র চেয়ারম্যান তারিকুল ইসলাম ভূঁইয়া তারেক। কিন্তু দলের নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। তবে নির্বাচন কমিশনের বাছাইয়ে বাদ পড়েন হিরো আলম-তারিকুল ইসলামসহ ৮ প্রার্থী। যদিও নির্বাচন কমিশনে আপিল করে হিরো আলম তার মনোনয়ন ফিরে পেলেও আপিলেও অবৈধ ঘোষণা করা হয় তারিকুল ইসলামের মনোনয়ন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় মটরসাইকেল’র ধাক্কায় বাইসাইকেল চালক নিহত: আহত-২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শায় সড়ক দুর্ঘটনায় আহসান উল্লাহ (৫২) নামে এক সিকিউরিটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সিসিডিবি’র যুব ও ওস্তাদদের পরিচিতি সভা

সাতক্ষীরা প্রতিনিধি: “কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করি, কর্মহীনতা মুক্ত সমাজ গড়ি”— এই স্লোগানকেবিস্তারিত পড়ুন

জলবায়ু উদ্বাস্তু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন নিয়ে সাতক্ষীরায় নাগরিক সভা

সাতক্ষীরা প্রতিনিধি: “জলবায়ু উদ্বাস্তু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন: জনসম্পদ, সেবা ও নীতিবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮ দলীয় নক-আউট ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা আলিপুর ইউনিয়ন জামায়াতের সীরাত মাহফিল অনুষ্ঠিত
  • ৫২তম গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতায় রাজগঞ্জ জোনে চ্যাম্পিয়ন ঝাঁপা আলিম মাদরাসা
  • খুলনা বিভাগীয় কমিশনারের কলারোয়ায় একাধিক শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন
  • পূজায় বিশৃঙ্খলার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা: অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল ক্রীড়া প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা
  • তালায় টিআরএম কার্যক্রমের বকেয়া ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি
  • সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত
  • তালায় বিবাহের প্রলোভনে তরুণীকে ধর্ষণ শামীম গ্রেফতার
  • তালায় ১৯৬ পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের অনুদান বিতরণ
  • সাতক্ষীরায় সপ্তাহব্যাপী দুর্নীতি প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠিত
  • জলাবদ্ধ জমিতেই সোনার ফসল, হাসি ফুটছে কৃষকের মুখ