৬ ডিসেম্বর কলারোয়া হানাদার মুক্ত দিবস
মোস্তফা হাসন বাবলু : ৬ ডিসম্বর, ১৯৭১ সালর এ দিন সাতক্ষীরার কলারায়া এলাকা পাক হানাদার বাহিনী মুক্ত হয়ে,মুক্তিকামী মানুষর উল্লাস মুখরিত হয়। পাকবাহিনীর ধংসযজ্ঞ ক্ষত-বিক্ষত কলারায়ার আকাশ ওড়া স্বাধীন বাংলার পতাকা। ঐতিহাসিক ও গৌরব উজ্জ্বল এ দিনটি উদযাপন এবারও গ্রহণ করা হয়ছ বিস্তরিত কর্মসূচি।কলারায়া মুক্তিযাদ্ধা সংসদর সাবক কমান্ডার গোলাম মোস্তফা জানান, মুক্তিযুদ্ধ ৮নম্বর সক্টরর আওতাধীন কলারায়ায় ৩৪৩ জন বীর সেনা অংশ নেন।
এরমধ্য শহীদ হন ২৭ জন। এদর মধ্য সব প্রথম শহীদ হন মাহমুদপুর গ্রামর আফছার সরদার।তারপর এপ্রিল পাকবাহিনী কলারায়ার পালপাড়ায় হামলা চালিয় গুলি কর হত্যা কর ৯ জনক। পাক বাহিনীর বিরুদ্ধ প্রথম যুদ্ধ পরিচালনা করন কলারায়ার বীর যাদ্ধা মোসলম উদ্দ্নি ও আব্দুল গফফার। সাবেক কমান্ডার গোলাম মোস্তফা জানান, কলারায়ায় পাক সেনাদের সঙ্গে মুক্তিযাদ্ধাদের কয়েকটি বড় ধরনর সম্মুখ যুদ্ধ হয়। এর মধ্য ১৮ সেপ্টম্বরর বালিয়াডাঙ্গা যুদ্ধ উল্লখযাগ্য। এ যুদ্ধ ২৯ জন পাকশীনা নিহত হয়। শহীদ হন ১৭ জন বীর মুক্তিযাদ্ধারা
এর আগ ২৭ আগস্ট সমগ্র চদনপুর এলাকা পাকবাহিনী মুক্ত হয়। ১৭ সপ্টম্বর কাকডাঙ্গার যুদ্ধ মুক্তিযাদ্ধাদর প্রচন্ড আক্রমণর মুখে পাকসিনারা কাকডাঙ্গা ঘাঁটি ছাড়তে বাধ্য হয়। অক্টাবরর শেষের দিকে মুক্তিযাদ্ধারা বাগআঁচড়ায় দুঃসাহসিক হামলা চালিয়ে ৭ পাক রাজাকার হত্যা করন। খোরদো এলাকাও মুক্ত করেন মুক্তিযাদ্ধারা। কলারায়ার বীর যোদ্ধাদের ধারাবাহিক সফল অপারশনর মুখে কোণঠাসা হয়ে পড়ে পাক বাহিনী।
পাক বাহিনী যখন বুঝত পার পরাজয় নিশ্চিত, তখন তারা ধংসযজ্ঞ চালানার চষ্টা কর। এরই অংশ হিসেবে ৫ ডিসম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট কলারায়ার বত্রবতী নদীর লাহার ব্রিজ মাইন দিয় ধংস কর পাকসনারা পালিয় যায়। যোগাযোগ বিছিন হয় পড়ায় বিজয়ী মুক্তিযাদ্ধারা নৌকা যোগে নদী পার হয় এসে কলারায়া বাজার নিয়ন্ত্রণ করে।
সময় তখন ভোর ৫টা ১৫ মিনিট। এভাব এক একটি সফল অপারশনর মধ্য দিয় অকুতাভয় বীর মুক্তিযাদ্ধারা পাকবাহিনীর কবল থক কলারায়ার মাটিকে মুক্ত করছিলন আজকর এ দিন। কলারায়া থানায় পাকিস্তানের পতাকা নামিয়ে সবুজের বুক রক্ত সূর্য খচিত স্বাধীন দেশের পতাকা ওড়ান মুক্তিকামী বীর মুক্তিযাদ্ধারা।এদিক, কলারায়া উপজলা পরিষদের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালনর প্রস্তুতি নেওয়া হয়েছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)