চাঁ*দাবাজির মামলায় সাতক্ষীরার ফিংড়ির আনার গ্রে*প্তার


নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আনোয়ার হোসেন ওরফে আনার (৬০)কে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আনার এবং তার সহযোগী তুহিন তুফানকে গ্রেপ্তার করে।
নাম প্রকাশ না করার শর্তে ফিংড়ি ইউয়িনের বালিথা এলাকার বাসিন্দারা জানান, আনারের কারণে ফিংড়ি ইউনিয়নের মানুষ অতিষ্ঠ। যখন যে রাজনৈতিক দল ক্ষমতায় থাকে সেই দলের পরিচয় দিয়ে সাধারণ মানুষের জমি দখল, চাঁদাবাজি, বিভিন্নভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। আগে আওয়ামী লীগের পরিচয় দিয়ে চাঁদাবাজি, জমি ও ঘের দখল করতো। এখন জামায়াতের পরিচয় দিয়ে বিভিন্ন অপকর্ম করছে। অথচ সে জামায়াতের কেউ না। তার গ্রেপ্তারের খবরে এলাকার মানুষের মধ্যে বইছে খুশির বন্যা। এলাকাবাসি আরও জানায়, বিগত সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে এই আনার ফিংড়ি ইউনিয়নের সরকারি খাস খাল দখল করেছিল। সাধারণ মানুষ সরকারি খাল পর্যন্ত ব্যবহার করতে পারতো না। এখন আবার ভোল পাল্টে জামায়াতের পরিচয় দিয়ে দলটির ক্ষতি সাধন করছে বলে মন্তব্য করেন অনেকেই। শুধু তাই নয়, ২০০১ সালের পর থেকে ২০০৮ সাল পর্যন্ত জামায়াতে ইসলামীর পরিচয় দিয়ে একইভাবে অপকর্ম করে এলাকা বিষিয়ে তুলেছিল। তার বাহিনীর ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেতো না।
এদিকে পুলিশ জানায়, গত ৩০ অক্টোবর সদর উপজেলার বালিথা বাজার এলাকায় অভিযুক্ত আনোয়ার হোসেন ও তার সহযোগীরা স্থানীয় ব্যবসায়ী জায়েদ বিন কাদেরসহ একাধিক ব্যক্তির কাছ থেকে জোরপূর্বক চাঁদা দাবি করে। ব্যবসায়ীদের কাছ থেকে তারা নগদ টাকা আদায়ের পাশাপাশি চাঁদা না দিলে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর বুধবার (৬ নভেম্বর) জায়েদ বিন কাদের সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আনোয়ার হোসেন (৬০), আলমগীর হোসেন (৫০), মো. কুদ্দুস (৫৫) ও তুহিন তুফানসহ চারজনকে আসামি করা হয়েছে। মামলা নং-৭। তারিখ: ৬ নভেম্বর ২০২৫। ধারা: ১৪৩, ৪৪৭, ৩৮৫, ৩৭৯ ও ৪২৭ (পেনাল কোড ৫০৬)।
মামলার এজাহারে বলা হয়েছে, চাঁদাবাজ চক্রটি বিভিন্ন সময়ে স্থানীয় কৃষক, মাছচাষি ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করে আসছিল। তারা এলাকায় প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে স্থানীয়দের আতঙ্কিত করে তুলেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, ‘চাঁদাবাজির অভিযোগে ফিংড়ি এলাকার আনোয়ার হোসেন আনারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা রেস্তোরাঁ মালিক সমিতির জরুরী সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে হোটেলেবিস্তারিত পড়ুন

শিক্ষার্থীদের পারদর্শিতায় সন্তোষ প্রকাশ সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের
আব্দুর রহমান, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রহ্মরাজপুরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ভালুকা চাঁদপুরে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সমন্বয় সভা
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্রহ্মরাজপুর ক্লাস্টারেরবিস্তারিত পড়ুন

