সোমবার, আগস্ট ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এতকিছুর পরেও সরছেন না বার্সা সভাপতি, কোপ অন্যদের ঘাড়ে

ফুটবলে দলগুলোর মধ্যে বড় বড় পরিবর্তন কখন আসে?

আসে তখনই, যখন দলের পারফরম্যান্স একেবারে তলানিতে গিয়ে ঠেকে। যখন উন্নতির আর কোনো আশা দেখা যায় না। উন্নতির আশায় দরকার হয় পরিবর্তনের। জার্মানির কথাই ধরুন। ২০০৪ সালের ইউরোতে প্রথম রাউন্ডে বাদ পড়ে যাওয়ার পর জোয়াকিম লো’র অধীনে পরিবর্তনের ডাক দিয়েছিল তাঁদের ফেডারেশন। ফলাফল? পরের দুই বিশ্বকাপের সেমিফাইনালে খেলে জার্মানি, জেতে ২০১৪ বিশ্বকাপ।

রিয়াল মাদ্রিদ বা জুভেন্টাসের উদাহরণটাও কম চমকপ্রদ নয়। রাফায়েল বেনিতেজের অধীনে হতোদ্যম হয়ে পড়া রিয়াল মাদ্রিদ পরিবর্তনের ডাক দিয়েছিল নিজেদের সাবেক খেলোয়াড় জিনেদিন জিদানকে সামনে রেখে। ফল? টানা তিন চ্যাম্পিয়নস লিগ। ম্যাচ পাতানো ও ফর্মহীনতায় তলানিতে ঠেকা জুভেন্টাস ফিনিক্স পাখির মতো জেগে উঠেছিল আন্তোনিও কন্তের ছোঁয়ায়।

বার্সেলোনাও এখন অমনই এক তলানিতে। গত রাতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে হেরে অবনতির নিম্নসীমায় পৌঁছেছে যেন ক্লাবটা। খুঁজছে পরিত্রাণের উপায়। কিন্তু সেই উপায়টা কী?

এক শ জন বার্সা সমর্থককে জিজ্ঞেস করলে অন্তত নব্বই জন চোখ বন্ধ করে বলবেন ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউর নাম। প্রশ্নবিদ্ধ দলবদল, দলবদলের পেছনে প্রয়োজনের চেয়েও বেশি খরচ করা, পারফর্ম না করা খেলোয়াড়কে মাসের পর মাস ধরে বাড়তি বেতন দিয়ে পুষে রাখা, বিক্রি না করা, দলের সবচেয়ে বড় তারকাকে অসন্তুষ্ট করে মিডিয়ায় এসে বারবার দোষারোপের খেলা খেলতে থাকা, নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য মেসিসহ ক্লাবের সাবেক ও বর্তমান অনেকের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে কুৎসা রটানো—বার্তোমেউর আমলে ‘কলঙ্কের’ শেষ নেই। বার্তোমেউর অপসারণ চান অধিকাংশ বার্সা সমর্থক। কিন্তু গত রাতে এমন অসহায়ের মতো ম্যাচ হারের পরেও বার্তোমেউর কথা শুনে মনে হয়েছে, নিজে ইস্তফা দেওয়ার চেয়ে অন্যদের বলির পাঁঠা বানাতেই বেশি আগ্রহী তিনি!

বার্তোমেউ ইঙ্গিতে জানিয়ে দিয়েছেন, এমনভাবে ম্যাচ হারার কারণে কয়েকজনকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, ‘অনেক বড় একটা পরাজয় এটা। আমি বায়ার্নকে শুভেচ্ছা জানাতে চাই, যারা অসাধারণ খেলেছে। ওরা সেমিফাইনালে খেলার যোগ্যতা রাখে। আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি, এমনকি সেরার ধারের কাছ দিয়েও যেতে পারিনি। আজ একটা বিপর্যয় ছিল, আর এই বিপর্যয় থেকে উত্তরণের জন্য আমাদের বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমি এর মধ্যেই বেশ কিছু সিদ্ধান্তের কথা ভেবে রেখেছি। আমি সকল ভক্ত, সমর্থক, বোর্ড সদস্যের কাছে ক্ষমা চাইছি।’

তবে কাদের নিয়ে এমন ‘সিদ্ধান্ত’ নেওয়া হবে, সেটা উল্লেখ করেননি বার্তোমেউ, ‘আমি এখনই বলব না সিদ্ধান্তগুলো কী বা কাকে নিয়ে। কারণ এর মধ্যেই কিছু সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে, সামনে আরও কিছু নেওয়া হবে। আমরা কোন অবস্থায় আছি, সেটা বোঝার জন্য নিজেদের দিকে তাকাতে হবে। সামনের সপ্তাহ থেকে পরিবর্তনের জন্য সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করা শুরু হবে।’

বার্তোমেউ কারওর নাম না বললেও, কোচ কিকে সেতিয়েন যে এই পরিবর্তনের সবচেয়ে বড় বলি হবেন, সেটা মোটামুটি নিশ্চিত। শুধু তা–ই নয়, বিখ্যাত ইতালিয়ান সাংবাদিক জিয়ানলুকা ডি মারজিও জানিয়েছেন, চাকরি হারাতে পারেন বার্সেলোনার দুই পরিচালক এরিক আবিদাল ও অস্কার গ্রাউ-ও। তবে বার্তোমেউ নিজে ইস্তফা দেবেন কি না, সে নিয়ে কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি।

অথচ তাঁর অপসারণই সবার আগে চান বার্সা সমর্থকেরা!
সুত্র প্রথম আলো

একই রকম সংবাদ সমূহ

নারী বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচের ভেন্যু পরিবর্তন

আইপিএলের বিজয় অনুষ্ঠানে পদপিষ্টের জের। বেঙ্গালুরু থেকে সরিয়ে নেওয়া হলো নারী ওয়ানডেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের শহীদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্মৃতিবিস্তারিত পড়ুন

ক্রিকেটারদের সঙ্গে পাঁচ ঘণ্টা আলোচনার পর যা বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ক্রিকেটারদের সঙ্গেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ক্রীড়া ধারাভাষ্যকার ফোরামের কাউন্সিল ও প্রশিক্ষণ কর্মশালা
  • শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে সাকিবের পোস্ট
  • কলারোয়ার কেঁড়াগাছি‌তে ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সপ্তগ্রামের জয়
  • কলারোয়ার‌ কেঁড়াগাছিতে ফুটবল টুর্নামেন্টের ২য় খেলোয় স্বাগতিকদের জয়
  • ফিফা নারী র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের ইতিহাস
  • বিরল ঘটনা ফুটবলে, দ্বিতীয়ার্ধে ভিন্ন মাঠে বাংলাদেশ-ভুটান ম্যাচ
  • তালায় জুলাই আহ*ত-নিহ*তদের স্মরণে ফুটবল টুর্নামেন্ট
  • ‘সাকিব অবৈধ সরকারের এমপি, তা ভুলে গেলে শহীদদের সঙ্গে বেঈমানি হবে’
  • মিয়ানমারকে হারিয়ে ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশের মেয়েরা
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • ক্রীড়াঙ্গন রাজনীতি মুক্ত হওয়া উচিত: মির্জা ফখরুল