কলারোয়ায় আরো ১২জনের করোনা শনাক্ত


কলারোয়ায় গত দু’দিনে আরো ১২জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার ১০জন ও সোমবার ২জনের করোনা শনাক্তের রিপোর্ট এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
তিনি জানান, ‘এ পর্যন্ত মোট ৯৫২ জনের নমুনা রিপোর্টে ১৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার চলমানা ঢেউয়ে আক্রান্ত হয়েছেন ৬৫ জন আর এর আগে আক্রান্ত ছিলেন ১১৬ জন। তবে আজ করোনায় কোন মৃত্যুর খবর নেই।’
এদিন সাতক্ষীরা জেলায় ১৮৭ জনের নমুনা পরীক্ষায় ১০৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন করে আক্রান্তদের নমুনা কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসাপাতলে নেয়া হয়। মঙ্গলবার (৮জুন) রিপোর্টে যারা করোনা পজেটিভ হয়েছেন তারা হলেন- কয়লার মজনুর রহমান (৪২), মুরারীকাটির মনিরুজ্জামান (৫৫), কলারোয়ার সাবিনা (৩৫) ও নাজনীন (৪৫), খোরদোর অসিম (৩০), কুমারনলের যাধিম, আহসাননগরের শাহীন (৩২), কলারোয়ার নেভা (২২), শাহপুরের ফিরোজা (৬৫) ও পৌরসভাধীন মির্জাপুরের ফাতেমা (৫২)। আর সোমবার রিপোর্ট আসা আক্রান্তরা হলেন- কেরালকাতার আলতাফ হোসেন (২৯) ও কলারোয়ার জোবেদা খাতুন (৬০)।
এদিকে, উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলে অনেকের জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। যদিও মৌসুমজনিত কারণে এসময়ে জ্বর আসতে পারে বলে স্থানীয়রা বলছেন। তবে জ্বর-সর্দি-কাশি-শরীর ব্যথাসহ করোনার উপসর্গ কিংবা সন্দেহ থাকলেও তাদের সিংহভাগই করোনার টেস্ট করাতে অনাগ্রহ দেখাচ্ছেন বলে জানা গেছে।
অপরদিকে, কলারোয়া হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৫জুন শনিবার কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ। তিনি করোনাকালীন সময়ে হাসপাতাল ব্যবস্থাপনা পর্যালোচনাসহ করোনা পরীক্ষায় এন্টিজেন কিটস পর্যবেক্ষণ ও অনানুষ্ঠানিক রিএজেন্ট উদ্বোধন করেন। সেসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান প্রমুখ। সেদিন সেখানে ইউএনও জুবায়ের হোসেন চৌধুরীকে এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা করা হয়। তাৎক্ষণিক তার করোনা পজেটিভ চিহ্ন ওঠে। যদিও সেটা কোন কাগজে-কলমে না। তারপরেও জনস্বার্থে ও সকলের উপকারার্থে ইউএনও বর্তমানে আইসোলেশনে আছেন বলে জানা গেছে।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
