শনিবার, আগস্ট ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবির নীল দলের নতুন নেতৃত্বে আহ্বায়ক ড. ইকবাল, সদস্য সচিব ডা. ফিরোজ

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নীল দলের (মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকবৃন্দ) নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। আগামী দুই বছরের জন্য নীল দলের নতুন কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ ও সদস্য সচিব নির্বাচিত হয়েছেন ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান ডা. মো. ফিরোজ কবীর।

যবিপ্রবির মাইকেল মধুসূদন দত্ত কেন্দ্রীয় গ্রন্থাগার কাম একাডেমিক ভবনে গত ২৯ জুন অনুষ্ঠিত নীল দলের সাধারণ সভায় কমিটির জন্য গঠিত নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম নতুন এ কমিটি ঘোষণা করেন।

কমিটির যুগ্ম আহ্বায়ক নির্বাচিত হয়েছেন যবিপ্রবির শিক্ষক ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ, ড. মোঃ মেহেদী হাসান, ড. মোঃ কামাল হোসেন, ড. সেলিনা আক্তার, ড. মোঃ জাবেদ হোসেন খান, মোঃ মুনিবুর রহমান, ড. হাসান মোঃ আল-ইমরান, ড. এ এস এম মুজাহিদুল হক, অধ্যাপক ড. মোঃ নাজমুল হাসান, ড. শিরিন নিগার, অধ্যাপক ড. মোঃ জাফিরুল ইসলাম, ড. মোঃ আবদুল্লাহ আল মামুন, ড. মোঃ হাফিজ উদ্দিন এবং ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কমিটির কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন যবিপ্রবির শিক্ষক ড. মোঃ নাসিম আদনান, প্রভাস চন্দ্র রায়, ড. মোঃ কোরবান আলী, তানভীর আহমেদ, মোহাম্মদ নওশীন আমীন শেখ, মোঃ রাফিউল হাসান, রুহুল আমীন, উত্তম গোলদার, মোঃ শাহীন সরকার, মোস্তাফিজুর রহমান, ড. মনজুরুল হক এবং মোঃ মজনুজ্জামান। একইসঙ্গে যবিপ্রবির সাতটি অনুষদের অনুষদভিত্তিক কমিটিও ঘোষণা করা হয়।

এদিকে নীল দলের কার্যনির্বাহী পরিষদের সদস্যগণ আজ সকাল ১০টায় যবিপ্রবির প্রধান ফটকস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। বেলা ১১টায় যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সঙ্গে নতুন কমিটির নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। যবিপ্রবি উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে নীল দলে তাঁর নেতৃত্বের কথা তুলে ধরেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও লালনের জন্য নীল দলের ভূমিকা অপরিসিম। যবিপ্রবিতে সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্য হওয়ার সুযোগ নেই। তবে আপনারা যাঁরা মুক্তিযুদ্ধের চিন্তা-চেতনায় বিশ্বাসী, তাঁরা একসাথে থাকতে পারেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন। আশা করি, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষায় ক্যাম্পাসের বাইরের কোনো অপরাজনীতির সাথে আপনারা জড়িত হবেন না।

কমিটির নব নির্বাচিত আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ বলেন, নীল দলের মুখ্য উদ্দেশ্য হলো মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়ন। একইসঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখা। কমিটির সদস্য সচিব ডা. মো. ফিরোজ কবির বলেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যুগোপযোগী করতে নীল দল গবেষণা ভিত্তিক সহযোগিতা করতে বদ্ধ পরিকর। কর্মসূচিসমূহে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

যশোরের শার্শায় নিখোঁজের পরদিন ডোবা থেকে যুবকের লা*শ উদ্ধার

এম ওসমান: যশোরের শার্শায় নিখোঁজ হওয়ার একদিন পর ডোবা থেকে খায়রুল ইসলামবিস্তারিত পড়ুন

মনিরামপুরে প্রাইভেটকারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মেয়ের মৃ*ত্যু, বাবা-মাসহ আহ*ত-৩

হেলাল উদ্দিন: যশোরের মনিরামপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকারের আরোহী ইফা (১৩)বিস্তারিত পড়ুন

বাঁচতে চান মনিরামপুরের হান্নান, সহযোগিতার আহবান

হেলাল উদ্দিন: অতিদরিদ্র আব্দুল হান্নান (২৭), পিতা- দেলোয়ার হোসেন, গ্রাম+ডাক- হেলাঞ্চী, মনিরামপুর,বিস্তারিত পড়ুন

  • শার্শায় চুরি-ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা ওসি রবিউলের
  • শার্শায় আলু চাষে উদ্বুদ্ধকরণ সভা
  • যশোরের শার্শায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
  • শার্শার বাগআঁচড়ায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • যশোর-৬ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মাহমুদ হাসান
  • যশোরের মনিরামপুরে যুবকের আ*ত্ম*হ*ত্যা
  • শার্শায় দেবরের বিশেষ অঙ্গ কেটে দিলেন ভাবি
  • তালায় জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন
  • শার্শায় মৎস্য উৎপাদনে অবদান: ক্রেস্ট পেলেন কুদ্দুস আলী বিশ্বাস
  • শার্শায় মৎস্য উৎপাদনে ভূমিকা রাখায় সম্মাননা পেলেন কুদ্দুস আলী বিশ্বাস
  • যশোরের রাজগঞ্জে ৮৩ ব্যাচের ক্ষুদ্র মিলন মেলা
  • যশোরের শার্শা সীমান্তে ভারতীয় নাগরিকসহ তিনজনকে পুশইন!