কলারোয়ার স্থগিত কেঁড়াগাছির ভোটগ্রহন: শীতে ঘাম ঝড়াচ্ছেন প্রার্থীরা, সকল প্রস্তুতি সম্পন্ন
কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের (কেঁড়াগাছি গ্রাম) স্থগিত ভোট কেন্দ্রের ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে ৩০ নভেম্বর মঙ্গলবার।
ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা চোখে পড়ার মতো। ইতোমধ্যে তারা সোমবার রাত থেকে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনী গড়ে তুলেছেন।
ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, সুষ্ঠু নিরপেক্ষ ভোটের জন্য যা যা করণীয় সেটার জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে। ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বিকালে কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, ওই কেন্দ্রের পুরুষ ভোটার ১০৭০ জন ও মহিলা ভোটার ১০৪১ জন।
উল্লেখ্য, ৮টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী বর্তমান চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল (স্বতন্ত্র- আনারস প্রতীকের প্রার্থী) ৪৬৯৩ ভোট, মারুফ হোসেন (স্বতন্ত্র- মোটরসাইকেল প্রতীকের প্রার্থী) ৩৭৫৯ ভোট ও নৌকা প্রতীকের প্রার্থী ভুট্টো লাল গাইন ৩২৮৪ ভোট পেয়েছেন।
এছাড়া সংরক্ষিত আসনের মহিলা প্রার্থী ২নং ও ৩নং ওয়ার্ডে ছাবিলা খাতুন (মাইক প্রতীকের প্রার্থী) ১৯০৯ ভোট, মাফুজা খাতুন (কলম প্রতীকের প্রার্থী) ২৪৬ ভোট, আকলিমা খাতুন (বক প্রতীকের প্রার্থী) ৬৯৯ ভোট, রুবিনা খাতুন (হেলিকাপ্টার প্রতীকের প্রার্থী) ১১২ভোট পেয়েছেন।
৩০ নভেম্বর মঙ্গলবারের ভোটগ্রহণের পরই ভাগ্য নির্ধারণ হবে কেঁড়াগাছি ইউপির চেয়ারম্যান, ওই ওয়ার্ডের পুরুষ মেম্বর ও সংরক্ষিত মহিলা মেম্বর প্রার্থীর। প্রার্থীরাও শেষ সময়ের ব্যস্ততায় শীতের মধ্যেও ঘাম ঝড়াচ্ছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)