বুধবার, জুলাই ৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

মারা গিয়েও সাতক্ষীরাবাসীর হৃদয়ে বেঁচে থাকবেন চায়না বাংলার আনিছুর রহমান

সাতক্ষীরার চায়না বাংলা শপিং কমপ্লেক্স, সিবি হসপিটাল লিমিটেড ও বরসা ট্যুরিজম’র এমডি এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক সর্বক্ষেত্রে সফল হয়েছিলেন। সব মানুষের প্রিয়ভাজন ছিলেন সদাহাস্যোজ্জল ও সদালাপি এবং সকলের প্রিয় এ.কে.এম আনিছুর রহমান। যার একটা বড় ক্ষমতা তিনি সকলকে অতি সহজে আপন করে নিতেন। মৃত্যুর পর প্রচার ও সামাজিক মাধ্যমে তাঁর তিরোধানে যে ব্যাপক শোক ও বেদনায় মর্মাহত সাতক্ষীরার সাধারণ মানুষসহ বিভিন্ন মহলে তা লক্ষ্য করা গেছে এবং সেই সাথে মানুষকে অভিভূত করেছে। এই কীর্তিমানের মৃত্যু সাতক্ষীরার প্রায় সকল মানুষকে কাঁদিয়েছে। তার এ চলে যাওয়া অনেকে মেনে নিতে পারিনি। তিনি তার জীবদ্দশায় সাতক্ষীরার মানুষদের জন্য উন্নত স্বাস্থ্য সেবার ব্রত নিয়ে করেছিলেন চায়না বাংলা (সিবি হসপিটাল), ক্রেতা সাধারণের ভাল সেবার জন্য সকল নিত্যপণ্যের সমাহার নিয়ে করেছিলেন চায়না বাংলা শপিং কমপ্লেক্স এবং গণমানুষের কথা ও মাটি ও মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরতে দৈনিক সুপ্রভাত পত্রিকা বের করেছিলেন। তিনি সব কিছু অতি সহজেই পেরেছিলেন সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী ছিলেন বলে।

সাতক্ষীরা তথা দেশের শিল্পোদ্যোক্তাদের কাছে তিনি উৎসাহ, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাসের বড় উৎস এবং অনুকরণীয় ব্যক্তিত্ব স্বপ্ন দ্রষ্টা এ.কে.এম আনিছুর রহমান। অনেকেই তাঁকে চেনেন ‘ব্যবসার জাদুকর’ হিসেবে। যে ব্যবসায়ই তিনি হাত দিয়েছেন, তাতেই সোনা ফলেছে। দীর্ঘজীবনে তিনি হার মানেননি কোনো প্রতিকূলতার কাছেই। নিজের হাতে গড়া চায়না বাংলা গ্রæপকে অল্প দিনেই নিবিড় পরিচর্যায় সাজিয়েছেন এবং সেই সাথে দাঁড় করিয়েছেন সুদৃঢ় প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর।

তাই তাঁর মৃত্যুর পরও চায়না বাংলা গ্রæপ চলছে তাঁরই অনুসৃত নীতি, আদর্শ অনুযায়ী, তাঁর প্রদর্শিত পথে। গত ১৬ ডিসেম্বর ৫৮ বছর বয়সে এ সফল উদ্যোক্তার জীবনাবসান হয়। মৃত্যুর আগেই নিজের ব্যবসা প্রতিষ্ঠান চায়না বাংলা গ্রুপে তিনি দক্ষ পেশাজীবীদের নিয়ে একটি শক্তিশালী টিম গড়ে তোলেন।

আত্মমানবতার মানবসেবা ও ব্যবসায়ীক খাতের বিকাশের অন্যতম এ পথিকৃৎ ব্যবসায় নৈতিক দৃষ্টিভঙ্গির কারণে অনেকের কাছেই আজ অনুকরণীয় ব্যক্তিত্ব। সাতক্ষীরায় ব্যবসা অঙ্গনের অন্যতম এ পুরোধার’র ব্যবসাজীবন শুরু হয়েছিল খুব স্বল্প পরিসরে। প্রতিটি স্তরে সর্বোচ্চ মান, মূল্যবোধ আর নৈতিকতার চর্চাই মানুষের আস্থার আসনে বসিয়েছে আজ চায়না বাংলা গ্রæপকে। আমরা আশা করি তার দেখানো পথেই হাটবে তার স্বপ্নের চায়না বাংলা গ্রুপ। তার যোগ্য উত্তরসুরীর মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে তাঁর প্রদর্শিত পথে এবং এ.কে.এম আনিছুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করে দেশ ও দেশের বাহিরে চায়না বাংলা গ্রুপের কর্মকান্ড প্রসার ঘটাবে। তবে তাঁর মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কখনও পূরণ হওয়ার নয়।

সাতক্ষীরার মানুষ একদিন বুঝবে চায়না বাংলা সৃষ্টির কারিগর এ.কে.এম আনিছুর রহমানের চলে যাওয়া ও তার অভাব। তার এ সৃষ্টির মাঝে মানুষ যতদিন বিচরণ করবে ততদিন তাকে স্মরণ করবে।
চায়না বাংলা শপিং কমপ্লেক্স, সিবি হসপিটাল লিমিটেড ও বরসা ট্যুরিজম’র এমডি এবং দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান সারাজীবন বেঁচে থাকবেন সাতক্ষীরাবাসীর হৃদয়ে এবং তার সৃষ্টির মাঝে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শ্বশুরবাড়ী যেয়ে শাশুড়ীর মাথা ফাঁ*টালেন জামাতা!

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাঁশদহা ইউনিয়নের কাজীপাড়া গ্রামে শাশুড়ী আছিয়া খাতুনের মাথাবিস্তারিত পড়ুন

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ পালনে সাতক্ষীরায় সভা

সাতক্ষীরা প্রতিনিধি: ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালনের নিমিত্ত সাতক্ষীরা জেলা বাস্তবায়নবিস্তারিত পড়ুন

গাজী মোক্তার হোসেন: সাংবাদিকতার নিবেদিত প্রাণ

এসএম শহীদুল ইসলাম: সাংবাদিক গাজী মোক্তার হোসেন আর আমাদের মাঝে নেই। তিনিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মদ-ফেনসিডিলসহ সাড়ে ১০লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • নিষ্কাশ‌নের পথ রুদ্ধ: জলাবদ্ধতায় নাকাল সাতক্ষীরাবাসী, বিপর্যস্ত জনজীবন!
  • সাংবাদিক গাজী মোক্তার হোসেনের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক
  • সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা মাদ্রাসার গভর্নিং বডির সভাপতিকে সংবর্ধনা
  • সাংবাদিক গাজী মোক্তারের মৃত্যুতে সাতক্ষীরা রিপোর্টাস ক্লাবের গভীর শোক
  • সাতক্ষীরায় জুলাই গণহত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন
  • জনগণের সেবার প্রশ্নে আপোষ নেই : সাতক্ষীরায় বিএনপি নেতা চিশতি
  • সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ও গোডাউন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা
  • ভোমরা বন্দরে বেড়েছে শুকনা হলুদের আমদানি, বাজারে কমেছে দাম
  • ভোমরা স্থলবন্দর হ্যান্ডলিং ইউনিয়নের ৪ লাখ ৫৬ হাজার টাকা ছেড়া নোট!
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে ১০ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
  • সাতক্ষীরা পৌরসভার সড়কগুলোতে বেহাল দশা, জলবদ্ধতায় জনদুর্ভোগ