বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে দলীয় ঐক্য বজায় রাখতে হবে : স্বপন ভট্টাচার্য্য

দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের দলীয় ঐক্য বজায় রাখতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রত্যেক নেতা-কর্মীরা সংগঠিত থাকলে জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে। মণিরামপুর পৌরসভা নির্বাচনে উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে মেয়র ও কাউন্সিলর পদে দলীয় প্রার্থীদের নিরংকুশ যে বিজয় অর্জন করেছেন তার জন্য আমি সকল নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন তবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের দলীয় প্রার্থীরা নিশ্চিত বিজয় লাভ করবে। মণিরামপুরের যে দৃশ্যমান উন্নয়ন হচ্ছে তার ধারাবাহিকতা বজায় থাকবে। এর ফলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আত্মমর্যাদা ও উন্নয়নশীল যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলো আমরা মণিরামপুরকে একটি উন্নয়নের মডেল হিসেবে রূপ দিয়ে সেই স্বপ্ন পূরণ করাতে সক্ষম হবো। এজন্য আমাদের দলীয় ঐক্যের কোন বিকল্প নেই। সদ্য সমাপ্ত মণিরামপুর পৌরসভা নির্বাচনে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও পরিচিতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি উপরোক্ত কথা বলেন।

শুক্রবার বিকেলে মণিরামপুর পৌরসভার আয়োজনে পৌর চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে কৃতজ্ঞতা প্রকাশ ও পরিচিতি সভায় প্রধান অতিথি আরও বলেন আমি প্রায় দু’বছর এ মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করছি। আমি কতটুকু সফল হয়েছি, কতটুকু উন্নয়ন করেছি ইতোমধ্যে আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। আমি প্রত্যাশা করছি-আগামী ৩ বছর যদি আমি এ মন্ত্রনালয়ের দায়িত্বে থাকি-তবে এ ৩ বছরের মধ্যে মণিরামপুরের কোন রাস্তাঘাট কাঁচা থাকবে না। মণিরামপুরের স্কুল, কলেজ ও মাদরাসাসহ সকল ধরনের প্রতিষ্ঠান নিয়মিত ভাবে সরকারী অনুদান ও ভবন পাচ্ছে। এর মধ্যে অনেকগুলো ভবন সম্পূর্ণ হয়েছে-আবার কিছু ভবন সম্পূর্ণ হবার অপেক্ষায়। আপনারা যদি ঐক্যবদ্ধ হয়ে আমাকে সহযোগিতা করেন তবে মণিরামপুরকে আমি স্বর্ণদিয়ে মুড়িয়ে দিবো।

মণিরামপুর পৌরসভার সচীব কামাল হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগনেতা ও জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, তরুণ উপজেলা আওয়ামীলীগনেতা অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র কামরুজ্জামান কামরুল, নবনির্বাচিত কাউন্সিলর আব্দুল কুদ্দুস, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ।

উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়াীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, ব্যবসায়ী ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মণিরামপুর শাখার উপদেষ্টা অরুণ কুমার নন্দন, মণিরামপুর পৌরসভার নবনির্বাচিত সকল কাউন্সলর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, শরীফুল ইসলাম রিপন, সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ উপজেলা আওয়ামীলীগ ও দলটির বিভিন্ন শাখার সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমান প্রমুখ।

অপরদিকে এদিন সকাল ১০টায় মণিরামপুর পৌরশহরের তাহেরপুর শ্রীরামকৃষ্ণ আশ্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য স্বামী বিবেকানন্দের ১৫৮তম শুভ জন্মতিথি উপলক্ষে বক্তব্য প্রদানসহ শ্রীরাম কৃষ্ণদেবের নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শ্রীরামকৃষ্ণ আশ্রমের সম্পাদক শ্রী তপন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পলাশ কুমার দেবনাথ, ওসি (সার্বিক) রফিকুল ইসলাম, নওয়াপাড়া রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক ডাঃ মিলন কুমার বসু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মণিরামপুর শাখার উপদেষ্টা অরুণ কুমার নন্দন, সভাপতি তুলসী বসু।

শ্রীরামকৃষ্ণ আশ্রমের সিনিয়র সদস্য উৎপল কুমার বাচ্চুর পরিচালনায় উপস্থিত ছিলেন যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জিএম অরুণ কুমার কুন্ডু, উপজেলা আওয়ামীলীগের তরুণ নেতা অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, নবনির্বাচিত কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, আসাদুজ্জামান আসাদ, বাবুলাল চৌধুরী, সুমন দাস, গীতা রানী কুন্ডু, অনিমা মিত্র প্রমুখ।

এছাড়াও প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য শুক্রবার সন্ধ্যায় কাশিপুর আলিম মাদরাসায় অনুষ্ঠিত দুইদিন ব্যাপি বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

একই রকম সংবাদ সমূহ

শার্শায় বিএনপি’র সমাবেশে দু’গ্রুপে সংঘর্ষ, আহত-৮

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সমাবেশে দু’গ্রুপের মধ্যেবিস্তারিত পড়ুন

বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ ভোগান্তিতে ভারত ফেরত পাসপোর্টযাত্রীরা

বেনাপোল থেকে সব ধরনের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। রবিবার (২৪ নভেম্বর)বিস্তারিত পড়ুন

যশোরের শার্শায় কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াতের মত বিনিময় সভা

যশোরের শার্শায় কর্মরত সাংবাদিকদের সাথে বাংলাদেল জামায়াতে ইসলামীর মত বিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • ভারতে পালানোর সময় আওয়ামী লীগের প্যানেল মেয়র বিজিবি’র হাতে গ্রেফতার
  • যশোরের শার্শায় ৪ যুগ ধরে খবরের কাগজের ফেরিওয়ালা সিরাজের মৃত্যু
  • কেশবপুরে পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃ*ত্যু
  • বেনাপোল চেকপোস্টে যাত্রীদের হয়রানি বন্ধের নির্দেশ
  • বড় ভাই আফিল উদ্দিনের বিষয়ে যা বললেন বাণিজ্য উপদেষ্টা
  • মনিরামপুরে বেঞ্চে হাত রাখতেই শিক্ষার্থীদের শরীরে চুলকানি, হাসপাতালে অর্ধশতাধিক
  • শার্শার বাগআঁচড়ায় পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • কেশবপুরে যৌথবাহিনীর হাতে আ.লীগ নেতা আটক
  • কেশবপুরে জাতীয় সমবায় দিবস পলিত
  • শার্শায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত
  • মনিরামপুরে জামাইয়ের লাঠির আঘাতে শাশুড়ীর মৃত্যু
  • ভোটে নির্বাচিত না হওয়ায় আ.লীগ জনগণের কথা ভাবেনি : বিএনপি নেতা অমিত