কলারোয়ার কুশোডাঙ্গায় চেয়ারম্যান পদে আ’লীগের মনোনয়ন চান শেখ জাকির


সাতক্ষীরার কলারোয়ায় উপজেলার ১০নং কুশোডাঙ্গা ইউপি নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন চান উপজেলা আ.লীগের সহ.সভাপতি শেখ জাকির হোসেন।
তিনি দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে শেখ জাকির হোসেন দৌড়ঝঁাপ শুরু করে দিয়েছেন দলের সিনিয়র নেতাদের বাসা ও অফিসে। শুধু তাই নয়, নেতাদের কাছে তুলে ধরছেন তার মানবিক গুণাবলী, জনপ্রিয়তা ও তার এলাকার উন্নয়নের ফিরিস্তি। পাশাপাশি ব্যাপক গণসংযোগও করছেন। জনগণের সঙ্গে সম্পর্ক ঝালাই করতে বাড়ি বাড়ি গিয়ে সবার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছেন। শেখ জাকির হোসেন বলেন, আমি ইউনিয়ন আওয়ামীলীগের একজন ত্যাগী সহ.সভাপতি। সেই হিসেবে দলীয় মনোনয়নের জন্য প্রত্যাশা করছি।
এছাড়া সহ.সভাপতি হিসেবে আমার ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে ইউনিয়নবাসীর কাছে। তাই আমি আমার ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তর করতে আওয়ামীলীগের দলীয় টিকিটে চেয়ারম্যান নির্বাচিত হতে চান তিনি। এই শেখ জাকির হোসেন এর আগে ১৯৮৮সালে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রলীগের সদস্য, ১৯৯৫-২০০২ সালে কলারোয়া উপজেলা আ.লীগের সদস্য, ২০০২-২০১৩ সালে উপজেলা আ.লীগের আহবায়ক কমিটির সদস্য, ২০১৪-২০২০ সালে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা আ.লীগের সহ.সভাপতি এছাড়া প্রাথমিক, মাধ্যমিক, দাখিল মাদ্রাসা, বাজার কমিটি এবং মসজিদ এতিমখানা ও হাফিজিয়া খানার সভাপতি’র দায়িত্ব পালন করছেন। তিনি রাজনৈতিক জীবনে-২০০১ সালের ১অক্টোবর সংসদ নির্বাচনের পর জামায়ত শিবির কর্তৃক ৫টি মামলা হয়। বর্তমানে আর কোন মামলা নাই, ২০০১ সালে বিএনপি সরকারের শাসনামলে এবং ২০১৩ সালে জামায়াত বিএনপি ক্যাডার কর্তৃক তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর করে ৬লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি করে। পারিবারিক ভাবে- তার পিতা মরহুম শেখ মহিউদ্দীন ১৯৬৭ সালে কুশোডাঙ্গা ইউনিয়ন আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ১৯৯৪ সালে মৃত্যু কালীন সময়ে উপজেলা আ.লীগের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন, শেখ জাকির হোসেনের এক মাত্র ছেলে শেখ পারভেজ জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল ছাত্রলীগের প্রচার সম্পাদক, বড় কন্যা ফারজানা ইয়াসমিন এ্যনি ইডেন কলেজ ছাত্রলীগের সদস্য, পারিবারে বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবর রহমান ফুপাতো ভাই। তিনি এইচএসসি পাশ করেছেন। তার এক পুত্র ও দুই কন্যা সন্তানের জনক। তিনি ১৯৬৪ সালে জন্ম গ্রহন করেছেন।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
