রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি দোকান পুড়ে ছাই

কলারোয়া উপজেলার বালিয়াডাঙ্গা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে ছাই হয়ে গেছে লাকি স্টোর সহ দু’টি অঙ্গ প্রতিষ্ঠান। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ১০ লক্ষাধিক টাকার।

শুক্রবার (৯ এপ্রিল) আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের তিন রাস্তার মোড়ের লাকি স্টোর, নিপা সুইটস ও দেলোয়ার ফ্লাক্সিলোড এবং পাশ্ববর্তী সুহা মিষ্টান্ন ভাণ্ডারে (আংশিক) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে ব্যবসা প্রতিষ্ঠানটির সিংহভাগ পুড়ে ছাই হয়ে গেছে।

দোকানের পিছনের অংশে থাকা মিষ্টির কারখানা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণ করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অন্য দিনের মতো শুক্রবার রাতে লকডাউনের কারণে তাড়াতাড়ি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান লাকি স্টোরের সত্ত্বাধিকারী পাশ্ববর্তী মৃত আব্বাস আলীর পুত্র ইসাহাক আলী ও রজব আলী। কিছুক্ষণ পরেই এই অগ্নিকাণ্ডের ঘটনা শুরু হয়। মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায় দোকানের আসবাবপত্র ও মালামালসহ সিংহভাগই। পরে স্থানীয়দের মারফতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছায়। কিন্তু ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় বালিয়াডাঙ্গা বাজারের অন্যতম এই প্রতিষ্ঠানটি।

ফায়ার সার্ভিসের প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন শতভাগ নিয়ন্ত্রণে আসে।

ইসাহাক আলীর এই প্রতিষ্ঠানটিতে লাকি স্টোর (ফল ও কনফেকশনারি), নিপা সুইটস (মিষ্টির দোকান) ও দেলোয়ার ফ্লাক্সিলোড এবং সুহা মিষ্টান্ন ভাণ্ডার পরিচালিত হচ্ছিল।

স্থানীয় ইউনিয়ন আ.লীগের সভাপতি ভূট্টোলাল গাইন জানান, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে আমি কলারোয়া ফায়ার সার্ভিসে সংবাদ দিয়েছিলাম। পাশাপাশি বাড়তি সতর্কতা অবলম্বন করতে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎকে বিষয়টি অবহিত করেছিলাম। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এই অগ্নিকাণ্ডে প্রতিষ্ঠানটির প্রায় শতভাগ পুড়ে ছাই হয়ে গেছে।’

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন চৌধুরী জানান, ‘দোকানটি পুড়ে গেছে। আমি ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিবেচনা করার চেষ্টা করবো।’

এদিকে ইসাহাক আলীর জীবিকা নির্বাহের একমাত্র সম্বল ওই প্রতিষ্ঠানটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় হতবিহবল হয়ে পড়েছন তিনি। এই ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি সহায়তা প্রত্যাশা করছেন ভূক্তভোগিরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে ৪টি নতুন পদ কো-অপ্ট, বার্ষিক বনভোজন ৮ ফেব্রুয়ারি

সাতক্ষীরার কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আশরাফ আলীর মৃত্যুতে বড়ালি ও বুঝতলার ৪ মসজিদে দোয়ানুষ্ঠান

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার সীমান্তবর্তী বড়ালি সরকারি প্রাইমারি স্কুলের সাবেক প্রধান শিক্ষক ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুস্থদের হাতে কম্বল তুলে দিলেন সাবেক এমপি হাবিব

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে দুস্থ ও অসচ্ছলদের হাতে শীতবস্ত্রবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা
  • কলারোয়ায় ৪৬তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী
  • কলারোয়ায় অসচ্ছলদের মাঝে কম্বল বিতরণ করলেন যুবদল নেতা কেএম পলাশ
  • কলারোয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন
  • শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব
  • কলারোয়ায় মেয়ে মেডিকেলে চান্স পাওয়ায় দুশ্চিন্তায় পিতা!
  • কলারোয়ার জয়নগরে যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাইবার অপরাধ প্রতিরোধ ও পরিবীক্ষণ কমিটির সভা
  • কলারোয়ার খোর্দ্দ-বাটরায় যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় কৈশোরকালীন পুষ্টি কার্যক্রমের মাসিক সভা
  • কলারোয়ার কুশোডাঙ্গা ইউনিয়নে যুবদলের কর্মী সমাবেশ
  • কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন