সোমবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গত তিনবার যেমন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আগামী নির্বাচনও সুষ্ঠু হবে : আইনমন্ত্রী

যেদিন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, সেদিন থেকে নির্বাচনের সব দায়দায়িত্ব নির্বাচন কমিশন গ্রহণ করবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (২৯ এপ্রিল) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, গত তিনবার যেমন নিরপেক্ষ নির্বাচন হয়েছে, আগামী নির্বাচনও সুষ্ঠু হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতাকে হত্যা করা হয়েছিল। সে সময় বিচার করতে পারবে না বলে আইন পাস করেছিলেন খন্দকার মোস্তাক ও জিয়াউর রহমান। সেটাকে আইনের শাসন মনে করে বিএনপি। আমরা মনে করি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। আইনে যা লেখা আছে, তাই জনগণকে পালন করতে হবে। সেটাকে আমরা আইনের শাসন মনে করি। দেশে এখন আইনের শাসন আছে, নৈরাজ্য নেই। হত্যার বিচার হয় না এমন কথা এখন আর কেউ বলতে পারবে না। বিএনপি জিয়াউর রহমানের হত্যার বিচারই করতে পারেনি। তারা আবার আইনের শাসনের কথা বলে। তারা যে কথা বলতে পারছে সেটাই গণতন্ত্র।

তিনি আরও বলেন, আমরা তাদের বাধা দিচ্ছি না। যতই মিথ্যা বলুক, সত্যের কাছে না গিয়েও কথা বলুক, তবু তারা কথা বলতে পারছেন। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদের তারা চাকরি দিয়ে পুনর্বাসন করেছিলেন। আমাদের সময় আইনে যা লেখা আছে, জনগণকে সেটা পালন করতে হয়; সরকার সেটাই পালন করে। যে বলে আইনের শাসন নেই, সে আইনের শাসন বোঝে কিনা সেটাই জানে না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ করে আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বঙ্গবন্ধুর দেয়া সংবিধানের অধীনে চলে। সংবিধান নিয়ে বিএনপি, জাতীয় পার্টি, অনেক ফুটবল খেলেছে। এ ফুটবল খেলা বন্ধ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন বাংলাদেশে সাংবিধানিক পন্থায় নির্বাচন হবে। এটাই আইনের কথা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলসহ দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

জুনে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে নেপাল

ত্রিপক্ষীয় এক চুক্তির আওতায় ৪০ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করবে নেপাল। জুনবিস্তারিত পড়ুন

পদত্যাগের গুঞ্জন নিয়ে মুখ খুললেন নাহিদ ইসলাম

রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে তার বাসভবন যমুনায় গিয়ে সাক্ষাৎ করেন নাহিদবিস্তারিত পড়ুন

সবার সহযোগিতায় ৯১, ৯৬ ও ২০০১ এর মত নির্বাচন করতে চাই: সিইসি

নির্বাচন কমিশন সকলকে নিয়ে ৯১, ৯৬ ও ২০০১ এর মত নির্বাচন করতেবিস্তারিত পড়ুন

  • ‘যখন কেউ সাহস করেনি, তখন বিএনপি ৩১ দফা দিয়েছিল’ : তারেক রহমান
  • ভোটার এলাকা স্থানান্তর কার্যক্রম চলবে ১৫ মার্চ পর্যন্ত
  • ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব
  • ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা
  • স্থানীয় সরকারব্যবস্থায় বড় ধরনের সংস্কার প্রস্তাব
  • গরমে স্যুট পরে এসির তাপমাত্রা কমানো বন্ধ করুন: জ্বালানি উপদেষ্টা
  • আওয়ামী লীগ নেতা–কর্মীদের ‘বিশেষ’ তালিকা করছে পুলিশ
  • বিজিবি-বিএসএফ সম্মেলন : সীমান্তে স্থাপনা-বেড়া নির্মাণে যেসব সিদ্ধান্ত
  • আওয়ামী সরকারের উৎখাতের কারণ উঠে এলো জাতিসংঘের প্রতিবেদনে
  • ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এমনটি নয় : প্রধান উপদেষ্টা
  • এসএসসি পরীক্ষার্থীদের মানতে হবে যে ১৪ নির্দেশনা
  • অন্তর্বর্তী সরকার বিপন্ন ভাষা সংরক্ষণ ও বৈচিত্র্য নিশ্চিতে জোর দিচ্ছে: পররাষ্ট্র সচিব