বৃহস্পতিবার, জুলাই ৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চলে গেলেন কলারোয়ার সাংবাদিক হাসান মাসুদ পলাশ: শোক

৪ ফেব্রুয়ারি ২০২৪, রবিবার। সকালেও বাজারে গেলেন। বিভিন্ন কাজ মেটালেন। ১১টার দিকে বাড়িতে ফিরলেন। গোসল করলেন। হাঁটাচলা করলেন। পরিবার পরিজনের সাথে কথা বললেন। হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন। সাতক্ষীরার কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি হাসান মাসুদ পলাশ (৫৫) আর বেঁচে নেই।
দুপুর ১২টার দিকে পরিবার পরিজন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহীদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাসান মাসুদ পলাশ উপজেলার চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত মোকছেদ আলী মন্ডলের পুত্র।

তিনি চন্দনপুর ইউনিয়নের রামভদ্রপুর ওয়ার্ডের সাবেক মেম্বর।
হাসান মাসুদ পলাশ রাজনৈতিক জীবনে চন্দনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সংগঠনিক সম্পাদক, উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক, জেলা কৃষক লীগের অন্যতম সদস্যসহ বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
তিনি এক সময় সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকাসহ যশোর, খুলনা, ঢাকার বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন।
সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন এলাকার চিরচেনা মুখ। বই পড়া ও পত্রিকা পড়া ছিল তার অন্যতম নেশা। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে অনেকের গুরু ছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। ৭ ভাই ও ৬ বোনের মধ্যে তিনি ছিলেন ৫নং। আত্মীয় স্বজন, এলাকার মানুষ ও পরিচিত জনদের কাছে তিনি ছিলেন প্রিয়মুখ।

প্রয়াত হাসান মাসুদ পলাশের ছোট ভাই হারিস মোহাম্মদ পরশ জানান, সকালে গয়ড়া বাজারে গিয়েছিলেন। রামভদ্রপুর বাড়ি ফিরে গোসল করে হাঁটাচালা করছিলেন। হঠাৎ অসুস্থ বোধ করার পরপরই মৃত্যুর কোলে ঢোলে পড়েন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগেছেন।

রাত ৮টার দিকে এশার নামাজের পর রামভদ্রপুর বাড়ি চত্বরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
চন্দনপুর ইউপি চেয়ারম্যান ডালিম হোসেনের পরিচালনায় জানাজাপূর্ব আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, চন্দনপুর ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, চন্দনপুর ইউপির সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, বিশিষ্ট সমাজসেবক মশিউর রহমান, কলারোয়া প্রেসক্লাবে সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, মাওলানা সাইফুর রহমান, মাওলানা আক্তার ফারুক, হাফেজ মহিউদ্দীন, প্রয়াতে বড়ভাই বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ মন্ডল, ছোটভাই হারিস মোহাম্মদ পরশ প্রমুখ।
জানাজা নামাজে ইমামতি করেন হাফেজ শফিউল্লাহ।

এদিকে এর আগে, সাংবাদিক হাসান মাসুদ পলাশের মৃত্যুর সংবাদ শুনে রামভদ্রপুর গ্রামের বাড়িতে শেষমুখ দেখতে ছুটে যান কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আবু নসর, কলারোয়া প্রেসক্লাবে সাবেক সভাপতি শিক্ষক দীপক শেঠ, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, সাংবাদিক এমএ মাসুদ রানা, কয়লা ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব রুস্তম আলী, শিক্ষক মনজুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

তাঁর মৃত্যুতে সরকার নিবন্ধিত জাতীয় অনলাইন নিউজ পোর্টাল আওয়ার নিউজ বিডি ডটকম, কলারোয়া প্রেসক্লাব, কলারোয়া নিউজ ডটকম, দৈনিক পত্রদূত পরিবারের পক্ষ থেকে গভীর শোক, শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া সরকারি কলেজে শিবিরের বৃক্ষরোপন কর্মসূচি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কলারোয়া সরকারি কলেজ শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।বিস্তারিত পড়ুন

নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্য কলারোয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কৃষি ও কৃষকের উন্নয়ন, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন, প্রদর্শনীসহ নানান সময়োপযোগীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় চক্ষু সেবা শিবির বাস্তবায়নে মতবিনিময় সভা

শেখ শাহাজাহান আলী শাহীন: কলারোয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আয়োজনে জেলা সমন্নিত চক্ষু সেবাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ঔষুধ ফার্মেসীতে টাস্কফোর্স এর অভিযান : ৩০ হাজার টাকা জরিমানা
  • কলারোয়ায় শিম চাষে স্বাবলম্বী যুগিখালীর সাত্তার সানা
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরিতে ট্যাক্সফোর্সের অভিযান
  • কলারোয়ার ধানদিয়ায় ৮ দলীয় ফুলবল টুর্নামেন্টে সরসকাটি চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা
  • কলারোয়ায় নব্বই দশকের ছাত্রনেতাদের মিলনমেলার প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার ধানদিয়া হাইস্কুল ফুটবল মাঠে ফাইনাল খেলায় সরসকাটি জয়ী
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচে স্বাগতিকদের সাথে ড্র আটুলিয়ার
  • কলারোয়ায় অনুষ্ঠিত হলো উৎসবমুখর রথযাত্রা উৎসব
  • কলারোয়ায় বিএনপি’র লিফলেট বিতরণ করলেন সাবেক মেয়র আক্তারুল
  • কলারোয়ায় শহর প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় ১০ লক্ষ টাকার ভা*রতীয় মালামাল জব্দ