জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ ‘খুব শিগগিরই’

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় ও কাঠামো সম্পর্কিত সুপারিশপত্র ‘খুব শিগগিরই’ সরকারের কাছে জমা দেওয়া হবে বলে জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
শনিবার (২৫ অক্টোবর) বিশেষজ্ঞদের সঙ্গে এক পর্যালোচনা সভা শেষে ঐকমত্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েও দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়। আগের দিনের অসমাপ্ত আলোচনার ধারাবাহিকতায় আজকের অধিবেশন সম্পন্ন হয়।কমিশন আশাবাদ ব্যক্ত করেছে যে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য একটি সুনির্দিষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশপত্র খুব শিগগিরই সরকারের কাছে জমা দেওয়া যাবে।’
তবে কমিশন কবে নাগাদ এই সুপারিশপত্র জমা দেওয়া হবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি জানায়নি।
রাষ্ট্র সংস্কারের অঙ্গীকারনামা হিসেবে পরিচিত জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হয় গত ১৭ অক্টোবর। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ২৪টি রাজনৈতিক দল ও জোট এই সনদে স্বাক্ষর করে। পরে গণফোরামও এতে যোগ দেয়।
তবে জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে থাকা ছাত্রনেতাদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাম ধারার চার দল—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ) ও বাসদ (মার্কসবাদী)—সংলাপে অংশ নিলেও সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল না এবং দলিলটিতে স্বাক্ষরও করেনি।
সনদ স্বাক্ষর হলেও এর বাস্তবায়ন পদ্ধতি ও গণভোটের বিষয়ে দলগুলোর মধ্যে এখনো মতভিন্নতা রয়ে গেছে। এই বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনকে।
বুধবার ও বৃহস্পতিবার কমিশনের সদস্যরা বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন। এরই অংশ হিসেবে শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশন কার্যালয়ের সম্মেলন কক্ষে ফের বিশেষজ্ঞদের সঙ্গে বসে বিস্তারিত পর্যালোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম এ মতিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মোহাম্মদ ইকরামুল হক, সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শরিফ ভূইয়া, ইমরান সিদ্দিক ও তানিম হোসেইন শাওন।
সভার আলোচনায় সনদ বাস্তবায়নের নানা প্রস্তাব পর্যালোচনা করা হয়, যেখানে সাংবিধানিক আদেশ জারি করার বিষয়টিও গুরুত্ব পায়।
কমিশনের পক্ষে আলোচনায় অংশ নেন সহসভাপতি আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া। এছাড়া জাতীয় ঐকমত্য প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
রাজধানীতে ট্রেনে মিললো বিপুল অস্ত্র-গুলি
বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্রভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।বিস্তারিত পড়ুন
মেট্রোরেলে দুর্ঘটনায় নিহতের পরিবার পাবে ৫ লাখ টাকা : উপদেষ্টা ফাওজুল কবির
মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হওয়া ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখবিস্তারিত পড়ুন
এর আগেও খুলে গিয়েছিলো মেট্রোরেলের বিয়ারিং প্যাড
রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিচে থাকাবিস্তারিত পড়ুন
