বুধবার, মে ৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

প্রতিবন্ধীদের চাহিদার অনুযায়ী সেবারমান বাড়ানো হচ্ছে : রুহুল হক এমপি

সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য, অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক বলেছেন, এলাকভিত্তিক তালিকা করে প্রতিবন্ধীদের চাহিদা মোতাবেক সেবা প্রদানের উদ্দ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে প্রতিবন্ধী মানুষদের মুলধারার সাথে তাল মেলানো যায়। সমাজের স্বাভাবিক মানুষের মত বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারা কোন মানুষের বোঝা হবে না। কারন একটা পরিবারের প্রতিবন্ধী শিশু লালন পালন তাদের জন্য খুবই চ্যালেঞ্জ সৃষ্টি করে। তাই প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আলাদা আলাদা বিশেষ প্রতিভা রয়েছে যা চিহ্নিত করে সে মোতাবেক সেবার আওতায় আনতে সরকার কাজ করছে। তিনি আরো বলেন, আমার সরাসরি বর্তমান সরকার শেখ হাসিনা ও তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের সাথে প্রতিবন্ধী মানুষের নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। প্রধানমন্ত্রী ও তার মেয়ে প্রতিবন্ধীদের বিষয়ে খুবই আন্তরিক। প্রতিবন্ধীদের জন্য শিক্ষা, স্বাস্থ্য, চাকুরি সহ নানা ক্ষেত্রে সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক ধন্যবাদ দিয়ে আরো বলেন, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা বিনাবেতনে প্রতিবন্ধীদের শিক্ষা প্রদান করে যাচ্ছে যা অত্যান্ত মহত কাজ। কারন সাধারণ শিক্ষার্থীদের তুলনায় প্রতিবন্ধীদের শিক্ষা প্রদান অত্যান্ত চ্যালেঞ্জিং কাজ। তার পরেও যে ভাবে তারা সমাজের অবদান রেখে চলেছেন তাদের বিষয়টি অবশ্যই সরকার বিবেচনা করবেন। শিক্ষকদের প্রশিক্ষণ দিয়ে আরো দক্ষ করে তুলতে হবে। পাশাপাশি শিক্ষার পরিবেশ সৃষ্টির জন্য বিদ্যালয়ের পরিধি বাড়াতে আরো জমি বরাদ্ধ ও এমপিওভূক্ত করার জন্য যা যা করার দরকার তিনি করবেন বলেও প্রতিশ্রæতি ব্যাক্ত করেন। এছাড়া প্রশাসনের সার্বিক সহযোগীতায় বিদ্যালয়টি মডেল হিসাবে গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টা কামনা করেন তিনি।

রবিবার (৪ ডিসেম্বর) নলতার এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে ৩১ তম আন্তর্জাতিক ও ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবসের আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি।

আলোচনা সভায় বিদ্যালয়ের দাতা সদস্য ও নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতানা বুশরা।

স্বাগত বক্তব্য দেন এমজেএফ’র নির্বাহী পরিচালক আজহারুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য ইব্রাহিম খলিল, এম.জে.এফ প্রতিষ্ঠাকালীন সদস্য বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন।

এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শিক্ষক শাহ আলম সিদ্দিক শাহিনের পরিচালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আবু খালেক, নলতা এসডিএফ’র পরিচালক আশরাফুল ইসলাম, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, এম.জে.এফ’র কোষাধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহর আলী, এমজেএফ’র সাবেক সভাপতি মাসুমা সেরমিজ, বীরমুক্তিযোদ্ধা বাশারাত হোসেন, এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, শিক্ষক আরিফ হোসেন, উম্মে শাখওয়া শারমিন রানী, রহিমা খাতুন, সাদ্দাম হোসেন সহ প্রতিবন্ধী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ।

একই রকম সংবাদ সমূহ

ভগ্নদশায় দাঁড়িয়ে আছে কলারোয়ার ঐতিহাসিক মঠবাড়ি মন্দির

মঠবাড়ি মন্দির। মধ্যযুগীয় পুরাকীর্তির নিদর্শন। সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ায় আজো দাঁড়িয়ে আছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রতিবেশীর ভবনের গাঁ ঘেষে প্রাচীর নির্মান বন্ধের দাবি

সাতক্ষীরা শহরের সবুজবাগে ভূমি কর্মকর্তা তপন হালদার কর্তৃক পৌর আইন না মেনেবিস্তারিত পড়ুন

অবশেষে সাতক্ষীরায় স্বস্তির বৃষ্টি

টানা কয়েকদিনের তীব্র গরমের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল সাতক্ষীরা। সোমবার সন্ধ্যাবিস্তারিত পড়ুন

  • তালায় কাপ পিরিচ প্রতীকের মোটরসাইকেল শোডাউন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় যুব সমাজের সম্পৃক্ততা নিয়ে আলোচনা
  • আশাশুনি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে খাজরা ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসীদের আনাগোনা
  • সাতক্ষীরায় বড় ভাইয়ের অস্ত্রের আঘাতে প্রান গেল ছোটভাইয়ের
  • স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ও গণহত্যার প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রলীগের পদযাত্রা
  • সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মবিরতি পালন
  • সাতক্ষীরায় বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই সাবেক র‌্যাব সদস্য খুন
  • তালায় বন্ধ রয়েছে পল্লী বিদ্যুতের কার্যক্রম ॥ সেবা থেকে বঞ্চিত গ্রাহকরা
  • সাতক্ষীরায় প্রতিপক্ষ প্রার্থীর হুমকির প্রতিবাদে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার নবারুণ হাইস্কুলের শিক্ষকের হিট মৃত্যুতে দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় আ.লীগ নেতার নির্বাচনী সভায় ভোট চাইলেন বিএনপি নেতা!
  • জমে উঠেছে কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন