সোমবার, সেপ্টেম্বর ১৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও উচ্চতায় নেওয়ার প্রতিশ্রুতি জয়শঙ্করের

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চলতি বছরে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) ফ্রান্সের রাজধানী প্যারিসে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর এক টুইট বার্তায় তিনি এ কথা জানিয়েছেন।

জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভালো বৈঠক হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে এই বৈঠক যথাযথ।’ তিনি বলেন, ‘২০২১ সাল বাংলাদেশ ও ভারতের সম্পর্কের জন্য একটি দারুণ বছর ছিল। চলতি বছর এ সম্পর্ককে আরও উচ্চতর পর্যায়ে নেওয়ার অঙ্গীকার করছি।’ ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সহযোগিতার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা এখন ফ্রান্স সফর করছেন।

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর মনে করেন, মুজিব চিরন্তনের অনুষ্ঠানে অংশ নিতে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের কারণে ২০২১ সাল দুই দেশের সম্পর্কের জন্য বিশেষ স্থান হিসেবে গণ্য হবে। ৬ ডিসেম্বর মৈত্রী দিবস উদযাপনের অংশ হিসেবে বিশ্বের ১৮ দেশের রাজধানীতে সফলভাবে যৌথ অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। পররাষ্ট্রমন্ত্রী তিস্তার পানি বণ্টন চুক্তির ওপর আবারও জোর দেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে তার সরকারের অবস্থান তুলে ধরেন। দুই পররাষ্ট্রমন্ত্রী কুশিয়ারা নদীর পানি বণ্টনের আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মত হয়েছেন।

এদিকে, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে ভারতে যাচ্ছেন। আগামীকাল তিনি দিল্লিতে ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে জেসিসির আলোচ্যসূচি এবং এ বছরের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফর নিয়ে আলোচনার কথা রয়েছে।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও ভারতের সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষি লেখি দুই প্রতিবেশী দেশের মধ্যে ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সর্বাত্মক প্রচেষ্টা চালাতে সম্মত হয়েছেন। সোমবার নয়াদিল্লিতে এক বৈঠকে তারা এই সম্মতি প্রকাশ করেন। তারা দুই দেশের সম্পর্ককে আরও কার্যকর করার জন্য উভয় দেশের জনগণের মধ্যে সম্পৃক্ততার স্তরকে উন্নীত করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

একই রকম সংবাদ সমূহ

ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ‘মহোৎসবের নির্বাচন’: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয়বিস্তারিত পড়ুন

১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

বাংলাদেশে টাইফয়েড জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব রোধে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টিকাদানবিস্তারিত পড়ুন

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান

নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে বলে জানিয়েছেন প্রধানবিস্তারিত পড়ুন

  • সেনাপ্রধানের সঙ্গে মালদ্বীপের চিফ অব ডিফেন্স ফোর্সের সৌজন্য সাক্ষাৎ
  • পাচারকৃত অর্থ অনুসন্ধানের চেষ্টা করছে সরকার: অ্যাটর্নি জেনারেল
  • উপদেষ্টা হওয়ার আগে আমি নিজেও নিরুপায় হয়ে ঘুষ দিয়েছি: অর্থ উপদেষ্টা
  • মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য : প্রধান উপদেষ্টা
  • বাংলাদেশিদের জন্য চীনের ভিসা আবেদনের নতুন নির্দেশনা
  • জাকসুর ভিপি, জিএস ও এজিএসের কার বাড়ি কোথায়
  • ফরিদপুরে অবরোধ না তুললে ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা
  • জাকসুর ২৫টি পদের ২০টিই শিবিরের দখলে, অন্য দলের বিজয়ী হলেন যারা
  • জাকসুর ভিপি জিতু, জিএস মাজহারুল
  • জাকসু কেন্দ্রীয় সংসদে বিজয়ী হলেন যারা
  • জাকসুর হল সংসদে ভিপি-জিএস হলেন যারা
  • রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন আহমদ