যশোরে চারটিতে নৌকার জয়, প্রতিমন্ত্রী স্বপন ও শাহীন চাকলাদারের ভরাডুবি
যশোরের ছয়টি আসনের মধ্যে দুটিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রভাবশালী দুই প্রার্থী পরাজিত হয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার দলীয় স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেছেন।
অন্য চারটি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। তাঁদের মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়েছেন দুজন।
রোববার রাত পৌনে ১১টায় দিকে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
ঘোষিত ফলাফলে যশোর-১ (শার্শা) আসনে নৌকার প্রার্থী শেখ আফিল উদ্দিন ১ লাখ ৫ হাজার ৪৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বেনাপোল পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম পেয়েছেন ১৯ হাজার ৪৭৭ ভোট। যদিও বেলা ১১টায় ভোটকেন্দ্রে অনিয়ম, পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ান আশরাফুল আলম।
যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনে আওয়ামী লীগের প্রার্থী তৌহিদুজ্জামান তুহিন ১ লাখ ৬ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম পেয়েছেন ৭৫ হাজার ৮৮২ ভোট।
যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদ ১ লাখ ২১ হাজার ৮৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথ ৬৪ হাজার ৭১০ ভোট পেয়েছেন।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক বাবুল ১ লাখ ৮১ হাজার ২৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জহিরুল হক পেয়েছেন ১০ হাজার ৩৪৬ ভোট।
যশোর-৫ (মনিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ৭৭ হাজার ৪৬৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য পেয়েছেন ৭২ হাজার ৩৩২ ভোট। ইয়াকুব আলী জেলা কৃষক লীগের সহসভাপতি।
যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা আজিজুল ইসলাম ৪৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নৌকা প্রতীক নিয়ে ৩৯ হাজার ২৬৭ ভোট পেয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরের ছয়টি আসনে মোট ৩২ জন প্রার্থী ভোটযুদ্ধে নামেন। নৌকার পাশাপাশি আওয়ামী লীগের স্বতন্ত্র ৮ প্রার্থী মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)