শনিবার, জুন ২৯, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্ট

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল-২০২৪ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৯ জুন) সকাল ১০টায় ডি.বি ইউনাইটেড হাইস্কুল ফুটবল মাঠে প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রপি এবং ওজন মাপার মেশিন বিতরণ করেন স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জননেত্রী শেখ হাসিনা সরকারের উদ্যোগে এই টুর্নামেন্টের কারনে জাতীয় পর্যায়ে আমাদের অনেক খেলোয়ার তৈরি হয়েছে। সরকার জাতির পিতা বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নামে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে তার মাধ্যমে আজকে আমাদের অনেক ছেলেমেয়েরা খেলায় সুযোগ পেয়েছেন। ফলে একদিন তারা হয়তো জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করবে।”

ব্রহ্মরাজপুর ইউনিয়ন পর্যায়ের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পারমাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন সুলতানা, জিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঢালী, পূর্ব দহাকুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের বিদ্যোৎসাহী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, সহকারি শিক্ষক আব্দুস সালাম, হালিমুর রশিদ, ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাস প্রমুখ।

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় শাল্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ৩-০ গোলে পরাজিত করে ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং অপর খেলায় পারমাছখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে রাম চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশন এর পক্ষ থেকে ওজন মাপার মেশিন বিতরণ করা হয়।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন সহকারি শিক্ষক জিয়াউর রহমান ও জোতিশ।

এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের।

একই রকম সংবাদ সমূহ

মাদক ও জুয়ামুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বই ও খেলাধুলার বিকল্প নেই : সেজুঁতি এমপি

সাতক্ষীরার তালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে কয়লা ও পৌরসভা ফাইনালে

কলারোয়া প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টেবিস্তারিত পড়ুন

ক্রিকেট চালায় ভারত, ওদের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কারও নেই’

আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছর মোট আয়ের প্রায় অর্ধেকেরও বেশি পরিমাণ অর্থ ভারতেরবিস্তারিত পড়ুন

  • বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরেছে টাইগাররা
  • সাতক্ষীরায় খেলা চলাকালীন অসুস্থ হয়ে নাইজেরিয়ান ফুটবলারের মৃত্যু
  • কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • আশাশুনিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় খেলা অনুষ্ঠিত
  • ক্রিকেটের বৃষ্টি আইনের অন্যতম উদ্ভাবক ডাকওয়ার্থ আর নেই
  • সাতক্ষীরায় উপজেলা চেয়ারম্যান বাবুকে ফুলেল শুভেচ্ছা ক্রীড়া সংস্থার
  • তালায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
  • অবসর নিয়ে মুখ খুললেন সাকিব
  • সাতক্ষীরায় দুই এমপিসহ চার জনপ্রতিনিধিকে সংবর্ধনা দিলো রেফারীজ এসোসিয়েশন
  • হ্যাটট্রিকে হৃদয়ের উইকেটকে ‘সেরা’ বললেন কামিন্স
  • বাংলাদেশকে হারিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড