রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার চারটি আসনে মনোনয়নপত্র দাখিল করলেন যারা

নিজস্ব প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল অনুযায়ী বৃহস্পতিবার ছিলো মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শেষ দিনে সাতক্ষীরার চারটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ওয়ার্কাস পার্টি, জাকের পার্টিসহ স্বতন্ত্র প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৩৭ জন প্রার্থী।

এদের মধ্যে সাতক্ষীরা-০১ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১২জন। ০২ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১১জন। ০৩ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন এবং ০৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ৮ জন।

সাতক্ষীরার ৪টি আসনে আওয়ামী লীগের সবচেয়ে বেশি বিদ্রোহী প্রার্থী ১ আসনে এবং সবচেয়ে কম মনোনয়ন জমা পড়েছে সাতক্ষীরা ৩ আসনে।

তবে সাতক্ষীরাতে বিএনপির এবং জাতীয় পার্টিও কোন বিদ্রোহী প্রার্থী মনোনয়ন জমা দেননি।

এবার সাতক্ষীরায় আওয়ামী লীগের দুইজন এমপি বাদ পড়েছেন। তাদের মধ্যে সাতক্ষীরা সদরের বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

সাতক্ষীরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এসএম মুজিবুর রহমান, জাসদের জেলা সভাপতি শেখ ওবায়দুস সুলতান বাবলু, মুক্তি জোটের শেখ আলমগীর, তৃণমূল বিএনপির সুমি ইসলাম, জাতীয় পার্টির সৈয়দ দীদার বখত, ওয়ার্কার্স পার্টি মনোনীত এড. মুস্তফা লুৎফুল্লাহ-এমপি, জাকের পার্টির খোরশেদ আলম, স্বতন্ত্র কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নূরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের এড. ইয়ারুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর মোস্তাক আহমেদ রবি-এমপি, জাতীয় পার্টি মনোনীত আশরাফুজ্জামান আশু, জাকের পার্টির শেখ ইফতেখার আল মামুন সুমন,স্বতন্ত্র প্রার্থী আফসার আলী, কেন্দ্রীয় যুবমেত্রীর সভাপতি তৌহিদুর রহমান, বিএনএম’র কামরুজ্জামান বুলু, তৃণমূল বিএনপির মোস্তফা ফারহান মেহেদী,মুক্তিজোটের আব্দুল আজিজ, স্বতন্ত্র ইনছান বাহার বুলবুল, আনোয়ার হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরা-৩ নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ. ফ ম রুহুল হক-এমপি, তৃণমূল বিএনপির রুবেল হোসেন, সাম্যবাদী দলের শেখ তরিকুল ইসলাম, এনপিপি’র আব্দুল হামিদ, জাকের পার্টির মঞ্জুর হোসেন, জাতীয় পার্টির আলিপ হোসেন।

সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী আতাউল হক দোলন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত এইচএম গোলাম রেজা, স্বতন্ত্র মাসুদা খানম মেধা, তৃণমূল বিএনপির আসলাম আল মেহেদী, বাংলাদেশ কংগ্রেসের শফিকুল ইসলাম, স্বতন্ত্র মিজানুর রহমান, এনপিপি’র শেখ ইকরামুল এবং জাতীয় পার্টির মাহবুবুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

সাতক্ষীরার চারটি আসনে মোট ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।

প্রার্থীরা এসময় অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন। প্রার্থীরা বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ জনগণের মাঝে একটা উৎসবমুখর আমেজ সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া আলিয়া মাদ্রাসার পক্ষ থেকে ড. খান মোঃ মিজানুল ইসলাম সেলিমকে সংবর্ধনা

শনিবার বিকাল তিনটায় কলারোয়া আলিয়া সিনিয়র মাদ্রাসার আয়োজনে,ও মাদ্রাসার হলরুমে ড. খানবিস্তারিত পড়ুন

কলারোয়া টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশন ফাইনালে

নিজস্ব প্রতিনিধি: কলারোয়া টিসিসি কাপ টি-২০ ক্রিকেট টূর্ণামেন্টে সালিফ রামিনা ক্রীড়া ফাউন্ডেশনবিস্তারিত পড়ুন

কলারোয়ার মির্জাপুরে যুবদলের কর্মী সভা

কামরুল হাসান : কলারোয়া পৌর সভার মির্জাপুর ৯নং ওয়ার্ড যুবদলের কর্মী সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিআরডিবির সাবেক চেয়ারম্যান আশরাফ আলীর ইন্তেকাল, বিভিন্ন মহলে শোক
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
  • কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন: সভাপতি শেখ সেলিম, সম্পাদক রবিউল
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার
  • কলারোয়া সরকারি কলেজে নবাগত ও বিদায়ী প্রভাষকদের সম্মাননা
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়ন কৃষকদলের কমিটি গঠন
  • কলারোয়ার সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফর রহমান আর নেই।। দাফন সম্পন্ন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলের অবসরপ্রাপ্ত নৈশ প্রহরী আলাউদ্দীনের ইন্তেকাল।। দাফন সম্পন্ন
  • সাতক্ষীরায় প্রাইমারি স্কুল ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
  • কলারোয়ার খোরদোয় যুবদলের কর্মী সমাবেশ
  • অভিজ্ঞ ও তরুণদের মিশেলে যুগোপযোগী নেতৃত্ব গড়তে হবে : সাবেক এমপি হাবিব
  • কলারোয়াতে মানব পাচার প্রতিরোধে সচেতনতা বাড়াতে কমিউনিটি মিটিং