বুধবার, নভেম্বর ২৬, ২০২৫
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা, বেকার হয়ে পড়েছেন হাজারো জেলে ও বাওয়ালি

এবিএম কাইয়ুম রাজ : সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রতিবছরের মতো এবারও বন বিভাগ মাছ ও কাঁকড়া আহরণে তিন মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। চলতি বছরের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে এ সিদ্ধান্ত চরম সংকটে ফেলেছে সুন্দরবন নির্ভর হাজারো জেলে, বাওয়ালি ও মৌয়াল পরিবারকে।

জীবিকার জন্য সুন্দরবনের ওপর পুরোপুরি নির্ভরশীল এসব মানুষ এখন কর্মহীন হয়ে পড়েছেন। অধিকাংশের ঘরে খাবার নেই, নেই কোনো বিকল্প আয়ের পথও। ফলে পরিবার-পরিজন নিয়ে তারা চরম মানবেতর জীবনযাপন করছেন।

স্থানীয় জেলে হানিফ গাজী বলেন, “এই তিন মাস আমরা বন এলাকায় যেতে পারি না। সরকারের নিয়ম মানছি, কিন্তু সহায়তা না থাকলে জীবন চালানো অসম্ভব। বাজারে যা দাম, তাতে চাল-ডাল কেনার সামর্থ্যও নেই।”

বাওয়ালি শফিকুল ইসলাম বলেন, “মধু, মাছ, কাঁকড়া সংগ্রহ করেই আমরা বাঁচি। তিন মাস বন বন্ধ থাকলে আমাদের জীবিকা বন্ধ হয়ে যায়। সরকার যদি পর্যাপ্ত সহায়তা দিত, তাহলে অন্তত পরিবারটা দুবেলা খেতে পারত।”

সরেজমিনে শনিবার বিকেলে উপকূলের বিভিন্ন এলাকার জেলেদের সাথে কথা বলে এমন করুণ বাস্তবতার চিত্র উঠে আসে। অনেকে অভিযোগ করে বলেন, বন রক্ষার নামে আমাদের জীবন বিপন্ন করে তোলা হয়েছে। সরকার প্রতিবছর নিষেধাজ্ঞা জারি করলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা বা বিকল্প কর্মসংস্থানের কোনো উদ্যোগ নেয় না।

বন বিভাগের এক কর্মকর্তা জানান, “নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বন ও বন্যপ্রাণীর সুরক্ষার স্বার্থে। তবে জেলে ও বনজীবীদের দুরবস্থার বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং কিছু সহায়তাও দেওয়া হয়েছে।”

এদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, সুন্দরবনের রক্ষা যেমন জরুরি, তেমনি এই বননির্ভর মানুষগুলোর জীবনধারাও নিরাপদ রাখা প্রয়োজন। তারা দ্রুত প্রয়োজন অনুযায়ী খাদ্য সহায়তা ও বিকল্প আয়ের ব্যবস্থা গ্রহণে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ডিজিটাল সহিংসতা প্রতিরোধে শ্যামনগরে র‍্যালি, মানববন্ধন ও সংবাদ সম্মেলন

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে বিশ্বব্যাপী পালিত “১৬ দিন কর্মসূচি”বিস্তারিত পড়ুন

কালিগঞ্জ–ভেটখালী সড়ক ৩৪ ফুট প্রশস্ত করার দাবিতে শ্যামনগরে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: জনদুর্ভোগ কমাতে কালিগঞ্জ থেকে ভেটখালী পর্যন্ত সড়কটি ২৪ ফুটেরবিস্তারিত পড়ুন

শ্যামনগর, আশাশুনি ইউনিয়নে উন্নয়ন পরিকল্পনায় প্রশিক্ষণ কর্মশালা

সাতক্ষীরা প্রতিনিধিঃ ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক্ট বাংলাদেশের সহযোগিতায় এবং রূপান্তর কর্তৃক আয়োজিতবিস্তারিত পড়ুন

  • উপকূলীয় নারীদের সক্ষমতা বৃদ্ধিতে শ্যামনগরে উদ্ধার উপকরণ বিতরণ
  • তৃণমূলের মানুষের আস্থা ও ভালোবাসাই আমার মূল শক্তি : শ্যামনগরের বিএনপি প্রার্থী ড. মনিরুজ্জামান
  • সুশাসন ও শান্তিপূর্ণ সহাবস্থানই জামায়াতের লক্ষ্য : গাজী নজরুল ইসলাম
  • সকল সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ জামায়াত — মাওলানা আবদুর রহমান
  • চাঁদাবাজি–দুর্নীতিমুক্ত দেশ গড়ার অঙ্গীকার গাজী নজরুল ইসলামের
  • ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় শ্যামনগরের আটুলিয়ায় ওলামা সম্মেলন
  • রাস্তাঘাট মেরামতের জন্য স্থানীয়দের আর্থিক সহায়তা দিলেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী
  • শ্যামনগরে জীবাশ্ম জ্বালানি বন্ধে উপকূলে জলবায়ু ধর্মঘট
  • শ্যামনগরে জামায়াত মনোনীত প্রার্থী গাজী নজরুল ইসলামের জনসংযোগ
  • শ্যামনগরে বিএনপির যৌথ সভা: ড. মনিরুজ্জামানকে বিজয়ী করার আহ্বান
  • শ্যামনগরে মাছচাষীদের মাঝে জৈব সার ও মাছের খাদ্য বিতরণ
  • শ্যামনগরে বিএনপি প্রার্থী ডা. মনিরুজ্জামানের গণসংযোগ