সুষ্ঠু পরিবেশে চলছে কলারোয়ার কেরালকাতার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন


সুষ্ঠু পরিবেশে চলছে কলারোয়ার কেরালকাতার চেয়ারম্যান পদের উপ-নির্বাচন।
উপজেলার ৮নং কেরারকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে ভোট গ্রহণ চলছে।
২০ অক্টোবর সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। কিসমত ইলিশপুর, কেকে ইউপি মাধ্যমিক বিদালয়, কাজিরহাট কলেজ, বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলিয়ানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। ভোট কেন্দ্রের বাইরে মানুষের সরব উপস্থিতি। সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সার্বক্ষণিক অবস্থান করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।
এ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন সম মোরশেদ আলী, আব্দুর রউফ ও নেছার আলী।
কিসমত ইলিশপুর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার তাপস কুমার দাস জানিয়েছেন, সুষ্ঠু ভোট গ্রহণ চলছে এই কেন্দ্রে। মোট ভোটার সংখ্যা ১৭১৭। পুরুষ- ৮৬১, মহিলা -৮৭৬।
সাতপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হারুনর রশীদ জানিয়েছেন, ভোটারদের উপস্থিতি তুলনামুলক ভালো। ঐ কেন্দ্রের ভোটার সংখ্যা ২১২৭, পুরুষ-১১১৩, মহিলা-১০৭৩।
বলিয়ানপুর কেন্দ্রের প্রিজাডিং অফিসার ইমরান হোসেন জানিয়েছেন, কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি সুষ্ঠু ভোট গ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা-২১০০, পুরুষ-১০৮৪, মহিলা-১১১২।
অন্যান্য কেন্দ্রেও ভোট কাস্ট শতকরা ৫০ ভাগের আশপাশে।
প্রশাসনের উপস্থিতিতে সুষ্ঠু ও অবাধ ভোট গ্রহণ চলচ্ছে। তবে কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন পুলিশের টহলরত কর্মকর্তারা।
ভোট কেন্দ্রের ভোট দিতে আসা রাসেল আহম্মদ, স্বপন, আব্দুল কাদের জানিয়েছেন, ভোট কেন্দ্র গুলোতে সুষ্ঠু ও পরিচ্ছন্ন পরিবেশে ভোট দিচ্ছে সবাই।
সকাল থেকে ভোট কেন্দ্র গুলোতে দেখা গেছে ভোটারদের ও কেন্দ্রের বাইরে উৎসুক জনতার উপস্থিত।
সবমিলিয়ে পরিস্থিতি এখন পর্যন্ত ভালো।

কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
