বুধবার, নভেম্বর ৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এখনো ৭ বছর পিছিয়ে চলে যে দেশ

সময়টা এখন ২০২৪, আর মাত্র ২ মাস পরই নতুন বছরকে স্বাগত জানাবে পুরো বিশ্ব। তারই তোরজোড় চলছে। কিন্তু এমন এক দেশ আছে যেখানে গেলে আপনি ২০১৭ তে ফিরে যাবেন। না, এজন্য কোনো টাইম ট্রাভেল করতে হবে না। দেশটিতে এখন ক্যালেন্ডারের পাতা ২০১৭ সালেই চলছে।

বিশ্ব দ্রুত এগিয়ে চললেও দেশটি চলছে তার আপন গতিতে। এই দেশটি হচ্ছে ইথোপিয়া। দেশের তুলনায় ৭ বছর পিছিয়ে সেই দেশ। ইথিওপিয়ান ক্যালেন্ডারে ১২ নয়, ১৩ মাস রয়েছে। সেখানকার ক্যালেন্ডার বাকি বিশ্বের থেকে ৭ বছর ৩ মাস পিছিয়ে।

এখানে শেষ মাসকে বলা হয় পাইগুম, যা মাত্র ৫ বা ৬ দিনের। একটি প্রতিবেদনে বলা হয়েছে, এই শেষ মাসটিতে কয়েকটি দিন জুড়ে দেওয়া হয়েছে, যে দিনগুলো কোনো কারণে বছরের গণনায় অন্তর্ভুক্ত হয়নি।

ইথিওপিয়া এখনো তার প্রাচীন ক্যালেন্ডার ব্যবহার করছে। এখানকার লোকজন তাদের সেই ক্যালেন্ডারের কারণে ১১ সেপ্টেম্বর ২০০৭ তারিখে নতুন শতাব্দী উদযাপন করেছিল। বলা হয়, এই ক্যালেন্ডার ৫২৫ খ্রিস্টাব্দে রোমান চার্চ দ্বারা সংশোধন করা হয়েছিল।

এখানে বছর শুরু হয় ১১ সেপ্টেম্বর বা ১২ সেপ্টেম্বর গ্রেগরিয়ান লিপ ইয়ারে। যীশুর জন্মের ঘোষণার তারিখ নির্ধারণে বিকল্প গণনার কারণে গ্রেগরিয়ান বছরের থেকে এটি সাত থেকে আট বছর পিছিয়ে।

বিশ্বের অধিকাংশ দেশ গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে। ইথিওপিয়া তার নিজস্ব ক্যালেন্ডার সিস্টেম অনুসরণ করে। এখানে গুরুত্বপূর্ণ ছুটির দিনগুলো হয় যে দিনগুলো বাকি বিশ্বের থেকে আলাদা। ইথিওপিয়া ক্যালেন্ডারটি কপ্টিক মিশরীয় ক্যালেন্ডারের অনুরূপ কারণ উভয়েরই ১৩ মাস রয়েছে, যার মধ্যে ১২টি ৩০ তারিখ এবং বছরের শেষে একটি আন্তঃকালী মাস যা গ্রীক ভাষায় ‘ভুলে যাওয়া দিন’ বলে। এই শেষ মাসে একটি অধিবর্ষে পাঁচ দিন বা ছয় দিন থাকে।

ইথিওপিয়া ক্যালেন্ডারটিও মিশরীয় কপ্টিক ক্যালেন্ডারের অনুরূপ কারণ উভয়েরই একটি বছর রয়েছে ৩৬৫ দিন এবং একটি অধিবর্ষে ৩৬৬ দিন, যা প্রতি চতুর্থ বছরে হয়। অর্থোডক্স তেওয়াহেডো চার্চ যেখানে ইথিওপিয়া ক্যালেন্ডার প্রথম তার শিকড় খুঁজে পেয়েছিল তাও ক্যালেন্ডারের শারীরস্থান এবং অস্তিত্বকে প্রভাবিত করেছে।

যদিও ইথিওপিয়ার ক্যালেন্ডার কপটিক এবং জুলিয়ান উভয় ক্যালেন্ডার থেকে আলাদা; কপটিক এবং ইথিওপিয়ান ক্যালেন্ডারের মধ্যে পার্থক্য ২৭৬ বছর। ইথিওপিয়া একমাত্র আফ্রিকান জাতি হিসেবে আছে যারা তার নিজস্ব ক্যালেন্ডার সিস্টেম ব্যবহার করে।

এই দেশে আসা পর্যটকদের কোনো অসুবিধার সম্মুখীন হতে হয় না। প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে এখানকার আফার অঞ্চলকে সবচেয়ে প্রাচীন বলা হয়। বিশ্বাস করা হয়, মানুষ এখানে প্রথম বসবাস শুরু করেছিল। খননকালে ৩.২ মিলিয়ন বছরের পুরোনো একটি হোমিনিড কঙ্কাল পাওয়া গিয়েছিল সেখানে।
সূত্র: ইথোপিয়া ক্যালেন্ডার

একই রকম সংবাদ সমূহ

নিজেকে বিজয়ী ঘোষণা করে যে বার্তা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: নিজেকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ঘোষণা করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।বিস্তারিত পড়ুন

আমরা ইতিহাস সৃষ্টি করেছি : বিজয়ী ঘোষণা করে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য ভূমিধস জয়ের পর ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে বক্তব্যবিস্তারিত পড়ুন

জয়ের পথে ট্রাম্প

জয়ের পথে অনেকটাই এগিয়ে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ডবিস্তারিত পড়ুন

  • ইলেকটোরাল কলেজ ভোট: ট্রাম্প ১৬২, কমলা ৮১
  • এই খাবার দেখতে মানুষের চুলের মতো, চীনাদের কাছে জনপ্রিয়
  • ট্রাম্প-কমলা: কে জিতলে বাংলাদেশের কী হবে?
  • যুক্তরাষ্ট্রের ২৩৫ বছরের ইতিহাসে প্রেসিডেন্টদের তালিকা ও সময়কাল
  • ট্রাম্পের পোস্টের জবাব দিলেন রাষ্ট্রদূত মুশফিক
  • তুরস্কে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের মুয়াজ
  • ছাত্রলীগ নিষিদ্ধ ও ২৫২ এসআই বহিষ্কার প্রসঙ্গে যা বললো যুক্তরাষ্ট্র
  • আওয়ামী লীগসহ ১১ দলের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে করা রিট প্রত্যাহার
  • বাংলাদেশি না থাকায় ধুঁকছে কলকাতার পর্যটন ও হাসপাতালগুলো
  • নগ্ন ছবি লেনদেন আটকে দেবে গুগলের নতুন ফিচার
  • উগান্ডায় বন্দি ভারতীয় ধনকুবেরের কন্যা, কে এই বসুন্ধরা