সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তুচ্ছ ঘটনায় কলারোয়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক-২

তুচ্ছ ঘটনায় পারিবারিক ও সামাজিক বিরোধের জের ধরে সাতক্ষীরার কলারোয়ায় গোলাম কুদ্দুস (৪৭) ওরফে বোম্বে কুদ্দুস নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শুক্রবার উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদী গ্রামে কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে প্রতিপক্ষরা তাকে পিটিয়ে আহত করলে তিনি বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (২১জুলাই) সকালে অবস্থার অবনতি হলে কলারোয়া হাসপাতালে নিয়ে আসার পথে তিনি মারা যান।

নিহত কুদ্দুস উপজেলার ৭নং চন্দনপুর ইউনিয়নের হিজলদী ফকিরপাড়ার মৃত জোহরআলী হোসেনের ছেলে।

এ ঘটনায় মামলা (নং-২০) হয়েছে।

গোলাম কুদ্দুসের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, হিজলদি গ্রামের মৌসুমি খাতুন ও মনিরুল ইসলাম মনির (ইউপি চেয়ারম্যান মনি নয়, আরেক মনি যাকে স্থানীয়রা ফকির মনি নামে চেনেন) সাথে আগে থেকেই গোলাম কুদ্দুসের পারিবারিক ও সামাজিক বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরে গত শুক্রবার কথা কাটাকাটির একপর্যায়ে গোলাম কুদ্দুসকে লাঠি দিয়ে পেটায় প্রতিপক্ষরা। পরে আরো একদফা পেটায় ইউনিয়ন পরিষদের চৌকিদার দীলিপ দাস ও অশোক দাস। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আহত হন গোলাম কুদ্দুস। তাকে বাড়িতেই রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে মঙ্গলবার সকালে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মারা যান।

এদিকে, মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের মাসিক মিটিং শেষে চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিকে ওই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।

নিহত গোলাম কুদ্দুসের স্ত্রী ফিরোজা জানান, তার স্বামী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত শুক্রবার (১৭ জুলাই) সকালে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী কবীরের স্ত্রী রাজিয়া ওরফে মৌসুমী আমার স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিকে ফোন করলে তিনি তার পরিষদের দুই চৌকিদার অশোক ও দীলিপকে আমাদের বাড়ীতে পাঠান। এ সময় মানসিক ভারসাম্যহীন আমার স্বামী আমাকে মারপিট করাকালে উপস্থিত দুই চৌকিদারের একজনের শরীরে আঘাত লাগলে ক্ষিপ্ত হয়ে তারা আমার স্বামীকে নির্দয়ভাবে মারপিট করে গুরুতর আহত করে। শুধু তাই নয় পুলিশে দেবার ভয় দেখিয়ে চৌকিদাররা পাঁচ হাজার টাকা দাবী করে, ভয়ে আমি তাদেরকে দুই হাজার টাকা দেই। এ সময় তারা জোর পূর্বক সাদা কাগজে আমার স্বাক্ষর করিয়ে নেয়।

তিনি আরো বলেন, স্বামীকে সাতক্ষীরায় ডা. ধীরাজ মোহনের নিকটে নিয়ে চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসি। রবিবার আবারো অসুস্থ্য বোধ করলে স্থানীয় কবিরুল ডাক্তারের ক্লিনিকে ভর্তি করি কিন্তু মঙ্গলবার গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিনি মারা যান।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম জানান, সকালে গোলাম কুদ্দুসকে হাসপাতালের জরুরী বিভাগে আনা হলে পরীক্ষা নীরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বিকেলে কলারোয়া থানার সেকেন্ড অফিসার রাজ কিশোর পাল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে থানায় ডেকে নেয়া হয়েছে। তদন্ত পূর্বক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাত সাড়ে ৯ টার দিকে এ রিপোর্ট লেখার সময় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে চলে আসার প্রক্রিয়া চলছিল বলে জানা গেছে।

নিহতের মেয়ে মনোয়ারা খাতুন অভিযোগ করেন, প্রতিবেশী রাজিয়া বেগম তার দেবর মনি ফকিরের সঙ্গে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হন। বিয়ে করা ছাড়াই তারা এক সঙ্গে থাকেন। বিষয়টি নিয়ে আমার বাবা ওই নারীকে বলতো- ‘তোমরা আর পাপ কাজ করো না।’ এ নিয়ে ওই নারী বিরক্ত হয়ে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামের কাছে মৌখিক অভিযোগ দেন। অভিযোগের পর চেয়ারম্যানের নির্দেশে শুক্রবার (১৭ জুলাই) ইউনিয়নের চৌকিদার দিলিপ ও অশোক বাড়িতে এসে লাঠি দিয়ে বাবাকে বেধড়ক মারধর করেন। আজ সকালে অবস্থা খুব খারাপ হলে কলারোয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বাবা মারা গেছেন। এ ঘটনায় আমার মা ফিরোজা বেগম কলারোয়া থানায় মামলা করেছেন।

এ ঘটনায় চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনির সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করেন তার ছোট ভাই জাকির হোসেন।
তিনি বলেন, মনিরুল ভাই থানায় আছেন। কুদ্দুসকে তার নির্দেশে মারপিটের ব্যাপারে আমি কিছু জানি না।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, এ ঘটনায় চৌকিদারদের বিরুদ্ধে মামলা হচ্ছে। তবে চেয়ারম্যান ঘটনাস্থলে তাদের পাঠিয়েছিলেন। এ কারণে চেয়ারম্যানকে থানায় ডেকে আনা হয়েছিল। তবে তাকে আটক করা হয়নি।

মামলা থেকে চেয়ারম্যানের নাম বাদ দেয়া হচ্ছে কিনা- এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, আমরা কারও নাম বাদও দিচ্ছি না আবার কারও নাম সংযুক্তও করছি না।

তিনি আরো জানান, এ ঘটনায় ইতোমধ্যে গৃহবধূ মৌসুমি খাতুন ও তার দেবর মনিকে আটক করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদ করা হয়েছে চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় উলামা পরিষদের মানববন্ধন

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় উলামা পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পথভ্রষ্ট সাদপন্থিদের বর্বরোচিত হামলায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় গো-খাদ্যে বিচুলীর দাম চড়া হাওয়ায়, বিপাকে পড়েছেন গো-খামারিরা

মোস্তফা হোসেন বাবলু,কলারোয়া: সাতক্ষীরার কলারোয়ায় গবাদি পশুর খাদ্য বিচুলির দাম চড়া হওয়ায়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় যুবদলের বর্ধিত সভা

কলারোয়া প্রতিনিধি: কলারোয়া উপজেলা যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মা’হাদ আল বানাত আস সালাফী মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ
  • কলারোয়ায় ফুটপাতে জমে উঠেছে শীতের পোশাক বিক্রি
  • কলারোয়ায় যাত্রা শুরু ইয়ামাহা বাইক এক্সচেঞ্জ শপের
  • কলারোয়ার জয়নগর মন্দির ভিত্তিক স্কুলের সমাপনী পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত
  • কলারোয়া প্রেসক্লাবের আয়োজনে বিজয় দিবসের আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • কলারোয়ায় আর্সেনিক ঝুঁকিমুক্ত ইউনিয়ন কুশোডাঙ্গা
  • কলারোয়ায় ভিলেজ ডক্টরস ফোরাম(ভিডিএফ) এর প্রীতি সমাবেশ
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে নানান আয়োজনে ‘মহান বিজয় দিবস পালিত
  • ‘অমর গাঁথা মহান বিজয় দিবস’
  • ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতা চাই : অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • জমজমাট বিজয় মেলার সাক্ষী হতে চলেছে কলারোয়া
  • কলারোয়ায় বিজয় দিবস উপলক্ষে যুবদলের প্রস্তুতিমূলক সভা