বিদেশি বিনিয়োগ কারিদের বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর
দেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে জানিয়ে বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, প্রণোদনা আর সময়োচিত সিদ্ধান্তের কারণে করোনাকালে বৈশ্বিক মন্দার মধ্যেও দেশের রপ্তানিখাত শক্তভাবে মোকাবেলা করেছে।
রোববার (১৩ নভেম্বর) মেড ইন বাংলাদেশ উইক উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী ইসতেহার অনুযায়ী গত ১৩ বছরে বদলে গেছে বাংলাদেশ।
সপ্তাহব্যাপী অনুষ্ঠানটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘কেয়ার ফর ফ্যাশন’ থিমসহ উদ্বোধ করা হয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত এটি চলবে।
দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত তৈরি পোশাক শিল্প। রানাপ্লাজার দুর্ঘটনার পর যে আঘাত লাগে সেটা কাটিয়ে এখন ঘুরে দাঁড়িয়েছে এ খাত। তৈরি হচ্ছে পরিবেশবান্ধব কারখানা।
তাইতো করনোকালে যখন গোটা বিশ্বের অর্থনীতি স্থবির, তখন চলতি অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে রপ্তানি আয় হয়েছে ১৩ দশমিক ৯৫ বিলিয়ন মার্কিন ডলার, যা গত অর্থবছরের এ সময়ের থেকে ১০ দশমিক ৫৫ শতাংশ বেশি।
বর্তমানে ১৬০টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের পোশাক। এখন লক্ষ্য বাজার বাড়ানোর। সেজন্যই আয়োজন সপ্তাহব্যাপী ‘মেইড ইন বাংলাদেশের’। যার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই তার আহবান, যেনো বিদেশি ব্যবসায়ীরা বিনিয়োগের জন্য বেছে নেন বাংলাদেশকে।
প্রধানমন্ত্রী বলেন, করোনাকালে ব্যবসায়ীদের প্রণোদনা দেয়া এবং সেটা তৈরি পোশাক ব্যবসায়ীরা সঠিকভাবে ব্যবহারের কারণেই ধাক্কা লাগেনি দেশের তৈরি পোশাক খাত।
আগামীর বিশ্ব চতুর্থ শিল্প বিপ্লবের। কাজেই দক্ষ ও যোগ্য না হলে টিকে থাকা কঠিন। তাই নিজেদের সে উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি পরিবেশবান্ধব কারখানা গড়ে তোলার আহবান জানান প্রধানমন্ত্রী।
এ অনুষ্ঠানে চারজন শ্রেষ্ঠ পোশাক রপ্তানিকারকের হাতে পুরষ্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও তিনি দুটি কফি টেবিল বইয়ের মোড়ক উন্মোচন করেন, যার ওপর বিজিএমইএ চলতি বছরের শুরু থেকে কাজ করছে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, ইন্টারন্যাশনাল এ্যাপারেল ফেডারেশন (আইএএইফ) সভাপতি সেম অলটান এবং বিজিএমইএ সিনিয়র সহসভাপতি এস এম মান্নান কচি বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)