রবিবার, নভেম্বর ৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

শ্যামনগরে জাল দলিল চক্রের ফাঁদে পড়ে দিশেহারা হতদরিদ্র নুরুন নাহার

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের হতদরিদ্র নারী নুরুন নাহার প্রতারণার শিকার হয়ে দিশেহারা হয়ে পড়েছেন। স্বামী ও শিশুপুত্রের ইটভাটার শ্রমের কষ্টার্জিত টাকা ও বাবার বাড়ির শেষ সম্বল বিক্রি করে জমি কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তিনি।

নুরুন নাহার জানান, একই গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে “জাল রাজ্জাক”-এর কাছ থেকে ৩০ শতক জমি কেনেন। দলিল লেখক শ্যামনগরের বিসমিল্লাহ সেরেস্তার এস এম মাহবুবুর রশিদ (লাইসেন্স নম্বর ৩৬/১৯৮৭), মোঃ আমজাদ হোসেন (লাইসেন্স নম্বর ৫২/৭৮) ও মিজানুর রহমান মিন্টুর (লাইসেন্স নম্বর ৩০/১৯৮৭) সহযোগিতায় এবং তৎকালীন সাব-রেজিস্ট্রার মইনুল হকের সহায়তায় ১৪ মার্চ ২০২৩ তারিখে দলিল রেজিস্ট্রি করা হয়, যার দলিল নম্বর ১৩৪৯।

জমির বিনিময়ে আব্দুর রাজ্জাক প্রথমে নুরুন নাহারের কাছ থেকে ৪ লক্ষ টাকা নেন। পরবর্তীতে রেজিস্ট্রির দিন আরও ৪ লক্ষ ২৫ হাজার টাকা গ্রহণ করেন, ফলে মোট ৮ লক্ষ ২৫ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু পরবর্তীতে নুরুন নাহার জানতে পারেন, জমির দলিলসহ সংযুক্ত কাগজপত্র সবই জাল।

তদন্ত করে দেখা গেছে, আব্দুর রাজ্জাক যে দলিলের মাধ্যমে জমি বিক্রি করেছেন, সেটি ১৭ মে ১৯৬৭ সালের। অথচ তার জন্ম তারিখ ১০ আগস্ট ১৯৬৭। অর্থাৎ, তার জন্মের তিন মাস আগেই দলিল তৈরি করা হয়েছে, যা স্পষ্টতই প্রতারণার প্রমাণ বহন করে।

প্রতারিত নুরুন নাহার তৎকালীন সাব-রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ করেছিলেন। কিন্তু হঠাৎ তার বদলি হয়ে যাওয়ায় বিষয়টি স্থগিত রয়েছে। বর্তমানে তিনি টাকা বা জমি ফেরতের আশায় প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট দলিল লেখকদের লাইসেন্স বাতিলের দাবি জানিয়ে নুরুন নাহার শ্যামনগরের বর্তমান সাব-রেজিস্ট্রার, সাতক্ষীরা জেলা সাব-রেজিস্ট্রার, জেলা প্রশাসক এবং দুর্নীতি দমন কমিশনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বিসমিল্লাহ সেরেস্তার মালিক এস এম মাহবুবুর রশিদের সঙ্গে কথা হলে তিনি বলেন, “সেদিন আমার সেরেস্তায় অনেক দলিল রেজিস্ট্রি হয়েছিল। ব্যস্ততার কারণে ভালো করে কাগজপত্র যাচাই করতে পারিনি। এটি একটি ভুল হয়েছে।”

এ ধরনের জালিয়াত চক্রের প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে এলাকাবাসীর মধ্যেও।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে কিশোর কিশোরী, যুবদের নিয়ে ফুটবল ম্যাচ ও গ্রামীণ খেলাধুলা

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশন এর সহযোগিতায় স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্সবিস্তারিত পড়ুন

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে চায়না দুয়ারি জালসহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল নিষিদ্ধেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

শ্যামনগর থেকে মেহেরাব হোসেন: ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষেবিস্তারিত পড়ুন

  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শ্যামনগর
  • শ্যামনগরে নারীর প্রতি সহিংসতা কমাতে পুরুষ সংবেদনশীল কর্মশালা
  • শ্যামনগরে গ্রাম আদালতের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া ফুটবল টুর্নামেন্টের ফাইনালে শ্যামনগর
  • আগামী নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে জামায়াতের বুথভিত্তিক এজেন্ট সম্মেলন
  • কলারোয়া পাবলিক ইন্সটিটিউট ফুটবল টুর্নামেন্টের সেমিতে শ্যামনগর
  • পিআর পদ্ধতিতে নির্বাচনই পারে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে”
  • শ্যামনগরে সাইক্লোন শেল্টার ম্যানেজমেন্ট কমিটির কর্মশালা
  • শ্যামনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • শ্যামনগরে জলজ উদ্ভিদবৈচিত্র্যের মেলা
  • শ্যামনগরে লিডার্স’র সহযোগিতায় উপকার ভোগীদের সাথে সেবা সম্পর্কিত গণশুনানি
  • শ্যামনগরে কাজী আলাউদ্দীনের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন