২০ তলা থেকে পড়ে গেলেন বৃদ্ধা, অতঃপর…. (ভিডিও)
২০ তলার বারান্দা থেকে দুর্ঘটনাক্রমে পড়ে গিয়ে ৮২ বছরের এক বৃদ্ধার উল্টো হয়ে ঝুলে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই বৃদ্ধা বারান্দায় কাপড় মেলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান বলে বলে সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানা গেছে।
চীনের জিয়াংসু প্রদেশের ইয়াংজুতে এই ঘটনা ঘটে।
সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, বৃদ্ধা ২০ তলা থেকে পড়ে যাওয়ার পর ১৯ তলার বারান্দার রেলিংয়ে লাগানো র্যাকে তার পা আটকে যায়। এসময় তার মাথা, বাহু আর শরীরের উপরের অংশ ১৮ তলায় ঝুলতে থাকে।
তবে সৌভাগ্যক্রমে উদ্ধারকর্মীরা তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছেন। উদ্ধারকর্মীদের একটি দল ১৯ তলায় তার পায়ের কাছে অবস্থান করছিলেন। আরেক দল ১৮ তলায় তার শরীরে দড়ি বেঁধে তাকে নিরাপদে নামিয়ে আনেন।
এই ঘটনায় ওই বৃদ্ধা ভয় পেলেও গুরুতর কোনো আঘাত পাননি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
ওই বৃদ্ধাকে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। দক্ষতার সঙ্গে বৃদ্ধাকে উদ্ধার করার জন্য নেটিজেনরা দমকল বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন।
An 82-year-old woman was seen dangling upside down from a clothes rack after falling from the 19th floor of a building in eastern China’s Jiangsu province. pic.twitter.com/Y4yvFRNBo8
— South China Morning Post (@SCMPNews) November 23, 2021
ভিডিও দেখতে নিচে ক্লিক করুন
An 82-year-old woman was seen dangling upside down from a clothes rack after falling from the 19th floor of a building in eastern China’s Jiangsu province. pic.twitter.com/Y4yvFRNBo8
— South China Morning Post (@SCMPNews) November 23, 2021
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)