সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঈগল প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করলে উন্নয়ন দিয়ে শোধ করবো: এমপি রবি

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র প্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতিবীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) বিকালে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ঝাউডাঙ্গা বাজারে মন্দিরের সামনে ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমরেন্দ্র নাথ ঘোষের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর-২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “আমি একজন মুক্তিযোদ্ধা হযে বয়সের শেষ প্রান্তে এসে আপনাদের কাছে একটা দাবী নিয়ে এসেছি। শেষ বারের মতো আমাকে ঈগল প্রতীকে ভোট দেবেন। ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে আবারো এমপি নির্বাচিত করলে আপনাদের ঋণ ভালোবাসা ও উন্নয়ন দিয়ে শোধ করবো ইনশাল্লাহ্। দেশের শান্তি ও উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।
জননেত্রী শেখ হাসিনার হাতে এদেশ নিাপদ। জননেত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সাতক্ষীরার জেলা আওয়ামী লীগের কতিপয় নেতা জাতীয় পার্টিকে মহাজোট বলে তাদের লাঙ্গলের নির্বাচনী পথসভায় জিন্দাবাদ বলছে। বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে ও সরকারের বিরুদ্ধে কথা বলছে জাতীয় পার্টির প্রার্থী। এসব মুখ বুজে সহ্য করছে আমাদের আওয়ামী লীগের কিছু অতিউৎসাহী নেতা। এরা সাতক্ষীরা জেলা আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়। এরা নির্বাচন এলেই তাদের চেহারা পাল্টে যায়। এরা সব সময় দলের বিপক্ষে অবস্থান নেয়। তিনি আরো বলেন, ইনশাল্লাহ সাতক্ষীরার জনগণ আগামী ৭ জানুয়ারি আমার ঈগল প্রতীকের বিজয়ে রায় দেবে ইনশাল্লাহ। সাতক্ষীরার ১৪টি ইউনিয়নসহ ঝাউডাঙ্গার মানুষের জন্য আমি যা করেছি সাতক্ষীরার মানুষ কখনো আমাকে ভুলবে না।”


সাতক্ষীরার উন্নয়নের স্বার্থে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ঈগল প্রতীক বিজয়ী করতে ঝাউডাঙ্গা বাজারে নির্বাচনী পথসভায় হাজারো মানুষের ঢল। নির্বাচনী পথসভা জনসমুদ্রে পরিনত হয়ে যায়।
এসময় বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নেত্রী সুমাইয়া আফরোজ মিশুক, জেলা শ্রমিক লীগের আহবায়ক ছাইফুল করিম সাবু, সাবেক অধ্যাপক আবুল হোসেন, সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মো. মনোয়ার হোসেন অনু, তুজুলপুর কৃষক ক্লাবের সভাপতি সাংবাদিক মো. ইয়ারব হোসেন, ঝাউডাঙ্গা যুবলীগের সাবেক সভাপতি শেখ আব্দুর রশিদ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক যুব নেতা মীর মহিতুল আলম, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফারুক আহমেদ, বাঁশদহা ইউপি চেয়ারম্যান মাস্টার মো. মফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রাজ্জাক, জেলা যুবলীগের সদস্য এডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ, আগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাবিবুর রহমান হবি, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা এহসান হাবীব অয়ন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, মো. ফজলে রাব্বী শাওন, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালাম, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মীর আজহার আলী শাহীন, জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ, সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, বল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান লাল্টু, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এস এম তুহিনুর রহমান তুহিন, মো. এডভোকেট সাইদুজ্জামান জিকো, সাইদুর রহমান অপু, আওয়ামী লীগ নেতা প্রভাষক আমিনুল ইসলাম রাসেল, মহাসীন, ইউপি সদস্য ময়না, পৌর ২নং আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা শেখ মোস্তাফিজুর রহমান শোভন, কাজী সাদিকুজ্জামান দ্বীপ প্রমুখ।
এসময় দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা, সমর্থক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মন্ময় মনির ও প্রভাষক আশরাফুজ্জামান বাবলু।

একই রকম সংবাদ সমূহ

শহীদ জিয়া দেশের মানুষের জন্য বাতিঘর : সাবেক এমপি হাবিব

নিজস্ব প্রতিনিধি: বিএনপির প্রকাশনা সম্পাদক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন,বিস্তারিত পড়ুন

শহীদ জিয়ার জন্মদিনে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়ানুষ্ঠান

ফিরোজ হোসেন: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক দলেরবিস্তারিত পড়ুন

শহীদ জিয়ার জন্মবার্ষিকীতে সাতক্ষীরায় ছাত্রদলের দোয়া মাহফিল

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্টে জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে জব্দ করা বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস
  • সাতক্ষীরায় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা
  • ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ
  • অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে সাতক্ষীরা পুলিশ সুপারের কম্বল বিতরণ
  • সাতক্ষীরায় কায়পুত্র সম্প্রদায়ের ভূমি সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত
  • ঝাউডাঙ্গা বাজার কমিটির নির্বাচনকে ঘিরে তুমুল উদ্দীপনা
  • কলারোয়ায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ
  • দেবহাটায় হিফজুল কুরআন ও ইসলামী সংগীত প্রতিযোগিতা
  • দেবহাটা পুলিশের অভিযানে মাদক ও সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেফতার
  • ঝাউডাঙ্গায় জাতীয়তাবাদী কৃষকদলের সমাবেশ অনুষ্ঠিত
  • কলারোয়া পরিবেশক ব্যবসায়ী সমিতির কমিটি গঠন: সভাপতি শেখ সেলিম, সম্পাদক রবিউল
  • কলারোয়া সীমান্তে নারী-শিশুসহ আটক ৬, রুপিসহ ভারতীয় মোবাইল ফোন উদ্ধার