শনিবার, এপ্রিল ২০, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউপি নির্বাচন

কারা হচ্ছেন কলারোয়ার কেরালকাতা ও কুশোডাঙ্গার জনপ্রতিনিধি? ১০১ প্রার্থীর ভাগ্য নির্ধারণ বুধবার

কলারোয়ার ৮নং কেরালকাতা ও ১০নং কুশোডাঙ্গা ইউনিয়নবাসী নতুন বছরের প্রথম সপ্তাহেই পেতে যাচ্ছেন তাদের জনপ্রতিনিধি। ৫ জানুয়ারি ওই দুই ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহন। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পম্ন হয়েছে। মঙ্গলবার (৪ জানুয়ারী) ভোটের সরঞ্জমাদী নিয়ে দায়িত্বরতরা পৌছে গেছেন কেন্দ্রে কেন্দ্রে। শেষ বিকেল থেকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন ওই দুই ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস।

মনোরঞ্জন বিশ্বাস জানান, কেরালকাতা ইউপিতে চেয়ারম্যান পদে ৩জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ১২জন ও ৯টি সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০জন এবং কুশোডাঙ্গা ইউপিতে চেয়ারম্যান পদে ৪জন, ৩টি ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৩১জন প্রার্থীসহ সর্বমোট ১০১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তিনি আরো জানান, ‘কেরালকাতা ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৭হাজার ৭১২জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮হাজার ৯৩৭ ও মহিলা ভোটার ৮হাজার ৭৭৫জন। এখানে ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪৭টি। আর কুশোডাঙ্গা ইউপিতে মোট ভোটার সংখ্যা ১৪হাজার ২৭জন। এরমধ্যে পুরুষ ভোটার ৬হাজার ৯৬৪ ও মহিলা ভোটার ৭হাজার ৬৩জন। এখানে ভোটকেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৩৯টি।’

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে তিনি বদ্ধ পরিকর বলে জানান।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে কেরালকাতা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত সম মোরশেদ আলী নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আব্দুর রাজ্জাক আনারস প্রতীক ও অপর স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা আব্দুর রউফ সরদার মোটরসাইকেল প্রতীক এবং কুশোডাঙ্গা ইউপিতে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগ মনোনীত আসলামুল আলম আসলাম নৌকা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আ.লীগ নেতা সাঈদ আলী গাজী মোটরসাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মাওলানা জিয়াউল ইসলাম আনারস প্রতীক এবং অপর স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান চশমা প্রতীকে লড়ছেন।

দুই ইউপিতে সংরক্ষিত ও সাধারণ ওয়ার্ডের প্রার্থীরা যে প্রতীকে লড়ছেন:

৮নং কেরালকাতা ইউপিতে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বর পদে ১নং ওয়ার্ডে কোহিনুর বেগম বই, জাহানারা বেগম মাইক, মনোয়ারা বেগম বক ও রহিমা খাতুন হেলিকপ্টার, ২নং ওয়ার্ডে ছকিনা বিবি বক, জাহানারা পারভীন মাইক, ঝরনা খাতুন বই, রোমেনা খাতুন সূর্যমুখি ফুল ও সোনিয়া লায়লা হেলিকপ্টার, ৩নং ওয়ার্ডে মনোয়ারা বেগম মাইক, সাবিনা ইয়াসমিন জিরাফ, শেফালী খাতুন হেলিকপ্টার প্রতীক পেয়েছেন।
সাধারণ ওয়ার্ডে মেম্বর পদে ১নং ওয়ার্ডে আনারুল ইসলাম তালা, সাইফুর রহমান ফুটবল, মুজিবর রহমান মজু মোরগ, ২নং ওয়ার্ডে আব্দুল ওয়াদুদ টিউবওয়েল, শিমুল হোসেন ফুটবল, ৩নং ওয়ার্ডে মোশারফ মোড়ল মোরগ, আশরাফুল ইসলাম আপেল, আসগর আলী টিউবওয়েল, গোলাম গাজী তালা, ফিরোজ আহমেদ বৈদ্যুতিক পাখা, নূর ইসলাম ফুটবল, ৪নং ওয়ার্ডে আকবর আলী মোরগ, নজরুল ইসলাম বৈদ্যুতিক পাখা, মনিরুজ্জামান তালা, মিজানুর রহমান ফুটবল, মুজিবুর রহমান ভ্যানগাড়ি, রফিকুল ইসলাম টিউবওয়েল, ৫নং ওয়ার্ডে আনিছুর রহমান ফুটবল, জিয়াউর রহমান তালা, সহিদুল ইসলাম মোরগ, সাহাজুল সরদার টিউবওয়েল, ৬নং ওয়ার্ডে আকছেদ আলী ফুটবল, মোস্তফা কামাল টিউবওয়েল, হাফিজুর রহমান মোরগ, ৭নং ওয়ার্ডে জিয়াউর রহমান জিয়া টিউবওয়েল, মনিরুল ইসলাম ফুটবল, রবিউল ইসলাম মোরগ, সহিদুল ইসলাম তালা, ৮নং ওয়ার্ডে আজগর আলী দফাদার টিউবওয়েল, আব্দুর রকিব তালা, আব্দুর রশিদ সরদার বৈদ্যুতিক পাখা, আলতাফ হোসেন আপেল, মুক্তার আলী সরদার মোরগ, রফিকুল ইসলাম ঘুড়ি, রুহুল আমীন ফুটবল, ৯নং ওয়ার্ডে আতিয়ার রহমান ফুটবল, ওসমান গনি মোরগ ও মোতাহার রহমান তালা প্রতীক পেয়েছেন।

১০নং কুশোডাঙ্গা ইউপিতে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা মেম্বর পদে ১নং ওয়ার্ডে তানিয়া পারভীন মাইক, ফরিদা বেগম বক, সাজেদা খাতুন জিরাফ, হাছিনা খাতুন হেলিকপ্টার, হাসিনা বেগম বই, ২নং ওয়ার্ডে মর্জিনা খাতুন মাইক, মোমেনা বেগম বক, ৩নং ওয়ার্ডে কদবানু বেগম মাইক, তানজিলা খাতুন বক, নাজমা খাতুন হেলিকপ্টার, নাইচ আরা বেগম জিরাফ প্রতীক পেয়েছেন।
সাধারণ ওয়ার্ডে মেম্বর পদে ১নং ওয়ার্ডে আতাউর রহমান মোরগ, আব্দুর রশিদ টিউবওয়েল, জাকির হোসেন বৈদ্যুতিক পাখা, বজলুর রহমান আপেল, নিজাম উদ্দীন ফুটবল, সামছুর রহমান তালা, ২নং ওয়ার্ডে আনিছুর রহমান ফুটবল, আরিজুল ইসলাম তালা, জাহাঙ্গীর সরদার মোরগ, ৩নং ওয়ার্ডে আব্দুল আলিম খান টিউবওয়েল, ফরিদ উজ্জামান খান মোরগ, ৪নং ওয়ার্ডে আব্দুল গফফার টিউবওয়েল, এজাহার আলী দালাল মোরগ, ৫নং ওয়ার্ডে অনন্ত দালাল মোরগ, আব্দুল খালেক টিউবওয়েল, ফজলুর রহমান ফুটবল, নুরুল ইসলাম তালা, ৬নং ওয়ার্ডে আনারুল ইসলাম মোরগ, আহসান হাবিব টিউবওয়েল, ইমামুল হাসান ফুটবল, ৭নং ওয়ার্ডে মফিজ উদ্দীন মুফতি ফুটবল, রফিকুল ইসলাম মোরগ, ৮নং ওয়ার্ডে আলী আহম্মাদ মোরগ, নাজিম উদ্দীন গাজী টিউবওয়েল, মতিয়ার রহমান দফাদার ফুটবল, ৯নং ওয়ার্ডে মফিজুল ইসলাম তালা, আব্দুর রাজ্জাক সরদার টিউবওয়েল, আইয়ুব আলী সরদার বৈদ্যুতিক পাখা, শেখ তাজ উদ্দীন ফুটবল ও শেখ ফারুক হোসেন মোরগ প্রতীক পেয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

চুয়াডাঙ্গায় রেড এলার্ট জারি : সাতক্ষীরায় তাপমাত্রা ৪০ ডিগ্রি

খুলনা অঞ্চলে তীব্র তাপদাহ অব্যাহত রয়েছে। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রায় পুড়ছে গোটা বিভাগ।বিস্তারিত পড়ুন

কলারোয়া মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির নির্বাচন ২২ এপ্রিল

দীপক শেঠ, কলারোয়া: আগামি ২২ এপ্রিল সোমবার কলারোয়া উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারীবিস্তারিত পড়ুন

তাপমাত্রা আরো বাড়তে পারে মে মাসে, সর্বোচ্চ হতে পারে ৪৪ ডিগ্রি

প্রচণ্ড খরতাপে পুড়ছে সারা দেশ। টানা হিটওয়েভে ওষ্ঠাগত জনজীবন। তাপমাত্রার পারদ চড়াওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী মেলায় পুরস্কার বিতরণ
  • কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আবুল কাশেমের ইন্তেকাল
  • কলারোয়ার জয়নগর মদন মোহন মন্দিরে পহেলা বৈশাখ উদযাপন
  • কলারোয়া সরকারি কলেজের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠিত
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে নববর্ষ উদযাপন
  • কলারোয়ায় নিহত ঢাবি শিক্ষার্থীর পরিবারের পাশে সাতক্ষীরা বিসিএস অফিসার্স ফোরাম
  • কলারোয়া পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুলের মাতা সায়রা বানুর ইন্তেকাল, দাফন সম্পন্ন
  • কলারোয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতারি বিতরন
  • কলারোয়াতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেলাই মেশিন বিতরণ
  • প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করলেন তালা-কলারোয়া সংসদ সদস্য স্বপন
  • সোনাবাড়ীয়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে নগদ অর্থ, ঈদবস্ত্র ও ইফতার বিতরণ
  • কলারোয়ায় নিম্ন ও মধ্যবিত্তদের ঈদের কেনাকাটা, ফুটপাত বাজার নির্ভর